ETV Bharat / bharat

NV Ramana: সরকারি মামলা বন্ধ হলে বিচারব্যবস্থার অর্ধেক সমস্যা মিটে যাবে, মন্তব্য রামানার - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গত মাসেই দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন এনভি রামানা (Former CJI NV Ramana) ৷ তার পর এক অনুষ্ঠানে হাজির হয়ে তিনি জানিয়েছেন, সরকারি মামলা বন্ধ হলে বিচারব্যবস্থার অর্ধেক সমস্যা মিটে যাবে ৷

Former CJI NV Ramana says Half of judiciary problems will be solved if govt halts state-sponsored litigations
NV Ramana: সরকারি মামলা বন্ধ হলে বিচারব্যবস্থার অর্ধেক সমস্যা মিটে যাবে, মন্তব্য রামানার
author img

By

Published : Sep 24, 2022, 2:14 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর : সরকারই সবচেয়ে বড় মামলাকারী ৷ শনিবার এই কথাই বলেছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি এন ভি রামানা (Former CJI NV Ramana) ৷ তাঁর দাবি, সরকারি তরফে যে মামলা করা হয়, সেগুলির শুনানির আটকে রাখলে বিচারব্যবস্থার (Judiciary) অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে ৷

এদিন তিনি হাজির হয়েছিলেন আইএসবি লিডারশিপ সামিট 2022-এ (ISB Leadership Summit 2022) ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ তিনি আরও জানান, স্বাধীনতার 75 বছর (75 years of Independence) হয়ে গিয়েছে ৷ তার পরও দেশের বিচারব্যবস্থার অবস্থা খুবই খারাপ ৷ তিনি এই নিয়ে একটি দেশব্যাপী সমীক্ষা করিয়েছিলেন ৷ সেখানে বিচারব্যবস্থার খারাপ পরিকাঠামো নিয়ে কঠিন কিছু সত্য সামনে এসেছে ৷

তিনি জানিয়েছেন, এই বিষয়ে এই প্রথমবার তিনি সরব হননি ৷ এর আগে গত এপ্রিলে মুখ্যমন্ত্রী ও বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্মেলনে তিনি এই কথা বলেছিলেন ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi) উপস্থিত ছিলেন ৷ বিভিন্ন ধরনের বিভাগীয় সমস্যা, চাকরি সংক্রান্ত বিষয়-সহ আরও কিছু সমস্যাই পুরো বিচারব্যবস্থার অনেকটা দখল করে রেখেছে ৷

দেশের প্রাক্তন প্রধান বিচারপতির এই মন্তব্য স্বাভাবিকভাবেই আলোড়ন তৈরি করেছে৷ এর আগেও তাঁকে এমন অনেক মন্তব্য করতে দেখা গিয়েছে, যা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর৷ গত জুলাইয়ে তিনি হাজির হয়েছিলেন জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্রথম সম্মেলনে৷ সেখানে তিনি বলেছিলেন, "সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্যেই আধুনিক ভারত গড়ে উঠেছিল ৷ আর গণতন্ত্র হল এমন একটি ব্যবস্থা, যা সামাজিক ক্ষেত্রে সকলের অংশগ্রহণের সুযোগ তৈরি করে ৷"

সেদিন তিনি আরও বলেছিলেন, "সামাজিক মুক্তি ছাড়া এই অংশগ্রহণ সম্ভব নয় ৷ এবং বিচারের পথ সামাজিক মুক্তির একটি অন্যতম উপায় ৷ পিরামিডের একেবারে নীচে থাকা মানুষটির কাছেও যাতে পৌঁছনো যায়, তা নিশ্চিত করতেই 1987 সালে আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন প্রণয়ন করা হয়েছিল ৷"

এই বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রধান বিচারপতির গলায় আক্ষেপের সুর শোনা গিয়েছিল সেই সময় ৷ তিনি বলেছিলেন, "মোট জনসংখ্য়ার মধ্য়ে খুব কম মানুষই বিচারব্যবস্থার সুফল পাওয়ার সুযোগ পান ৷ আজকের দিনে এটাই সত্যি ৷ অনেকেই নির্বাক হয়ে সহ্য করেন ৷ তাঁরা এই বিষয়ে সচেতন নন এবং তাঁদের সুবিচার পাওয়ার উপায়ও জানা নেই ৷"

আরও পড়ুন : বিচারের পথ সামাজিক মুক্তির অন্যতম উপায়, মন্তব্য প্রধান বিচারপতির

কলকাতা, 24 সেপ্টেম্বর : সরকারই সবচেয়ে বড় মামলাকারী ৷ শনিবার এই কথাই বলেছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি এন ভি রামানা (Former CJI NV Ramana) ৷ তাঁর দাবি, সরকারি তরফে যে মামলা করা হয়, সেগুলির শুনানির আটকে রাখলে বিচারব্যবস্থার (Judiciary) অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে ৷

এদিন তিনি হাজির হয়েছিলেন আইএসবি লিডারশিপ সামিট 2022-এ (ISB Leadership Summit 2022) ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ তিনি আরও জানান, স্বাধীনতার 75 বছর (75 years of Independence) হয়ে গিয়েছে ৷ তার পরও দেশের বিচারব্যবস্থার অবস্থা খুবই খারাপ ৷ তিনি এই নিয়ে একটি দেশব্যাপী সমীক্ষা করিয়েছিলেন ৷ সেখানে বিচারব্যবস্থার খারাপ পরিকাঠামো নিয়ে কঠিন কিছু সত্য সামনে এসেছে ৷

তিনি জানিয়েছেন, এই বিষয়ে এই প্রথমবার তিনি সরব হননি ৷ এর আগে গত এপ্রিলে মুখ্যমন্ত্রী ও বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্মেলনে তিনি এই কথা বলেছিলেন ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi) উপস্থিত ছিলেন ৷ বিভিন্ন ধরনের বিভাগীয় সমস্যা, চাকরি সংক্রান্ত বিষয়-সহ আরও কিছু সমস্যাই পুরো বিচারব্যবস্থার অনেকটা দখল করে রেখেছে ৷

দেশের প্রাক্তন প্রধান বিচারপতির এই মন্তব্য স্বাভাবিকভাবেই আলোড়ন তৈরি করেছে৷ এর আগেও তাঁকে এমন অনেক মন্তব্য করতে দেখা গিয়েছে, যা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর৷ গত জুলাইয়ে তিনি হাজির হয়েছিলেন জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্রথম সম্মেলনে৷ সেখানে তিনি বলেছিলেন, "সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্যেই আধুনিক ভারত গড়ে উঠেছিল ৷ আর গণতন্ত্র হল এমন একটি ব্যবস্থা, যা সামাজিক ক্ষেত্রে সকলের অংশগ্রহণের সুযোগ তৈরি করে ৷"

সেদিন তিনি আরও বলেছিলেন, "সামাজিক মুক্তি ছাড়া এই অংশগ্রহণ সম্ভব নয় ৷ এবং বিচারের পথ সামাজিক মুক্তির একটি অন্যতম উপায় ৷ পিরামিডের একেবারে নীচে থাকা মানুষটির কাছেও যাতে পৌঁছনো যায়, তা নিশ্চিত করতেই 1987 সালে আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন প্রণয়ন করা হয়েছিল ৷"

এই বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রধান বিচারপতির গলায় আক্ষেপের সুর শোনা গিয়েছিল সেই সময় ৷ তিনি বলেছিলেন, "মোট জনসংখ্য়ার মধ্য়ে খুব কম মানুষই বিচারব্যবস্থার সুফল পাওয়ার সুযোগ পান ৷ আজকের দিনে এটাই সত্যি ৷ অনেকেই নির্বাক হয়ে সহ্য করেন ৷ তাঁরা এই বিষয়ে সচেতন নন এবং তাঁদের সুবিচার পাওয়ার উপায়ও জানা নেই ৷"

আরও পড়ুন : বিচারের পথ সামাজিক মুক্তির অন্যতম উপায়, মন্তব্য প্রধান বিচারপতির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.