ETV Bharat / bharat

Kiran Reddy joins BJP: হাইকমান্ডের তুলোধোনা করে কংগ্রেস ছাড়লেন কিরণ, যোগ দিলেন বিজেপিতে - বিজেপিতে যোগ

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন কিরণ রেড্ডি ৷ দিল্লির সাংবাদিক সম্মেলনে কী বললেন তিনি ?

Former Andhra CM Kiran Reddy joins BJP and says Congress High Command does not know the ground reality
নতুন অধ্য়ায়
author img

By

Published : Apr 7, 2023, 2:43 PM IST

Updated : Apr 7, 2023, 5:18 PM IST

নয়াদিল্লি, 7 এপ্রিল: কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপিতে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন কিরণ রেড্ডি ৷ শুক্রবার দিল্লিতে এসে দলবদল করেন তিনি ৷ প্রসঙ্গত, কিরণ কংগ্রেসের দাপুটে নেতাদের মধ্যে অন্যতম ছিলেন এবং তিনিই অবিভক্ত অন্দ্রপ্রদেশের (তেলেঙ্গানা তৈরির আগে পর্যন্ত) শেষ মুখ্যমন্ত্রী ৷ এদিনের দলবদল পর্বে 'অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের রাজনৈতিক ব্যর্থতা'র জন্য হাইকমান্ডকেই দায়ী করেন কিরণ ৷ একইসঙ্গে, প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ কিরণের বিজেপিতে যোগদানের সময় অন্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি ৷

দলবদলের পর সাংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রাক্তন কংগ্রেস নেতা ৷ বলেন, "আমার রাজা অত্যন্ত বুদ্ধিমান ! তিনি নিজে কিছু ভাবতে পারেন না ! আবার কারও পরামর্শও নেন না !" ওয়াকিবহাল মহল মনে করছে, এই মন্তব্য করে সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধিকেই আক্রমণ করেছেন কিরণ ৷ তাঁর আরও অভিযোগ, কংগ্রেস নেতৃত্ব মানুষের সঙ্গে মেশে না ৷ মানুষের মতামত নেয় না ৷ এবং তারা বাস্তব থেকে বহু দূরে বিরাজ করে !

এই প্রসঙ্গে কিরণকে বলতে শোনা যায়, "ওঁরা সবকিছু নিয়ন্ত্রণ করার অধিকার চান ৷ কিন্তু, বেশি পরিশ্রম করতে রাজি হন না ! এমনকী, নিজেদের কর্তব্যও পালন করেন না ৷ আপনি যদি একটি পোশাক তৈরি করাতে চান, তাহলে তো আপনাকে দর্জির কাছে যেতেই হবে ৷ কিন্তু, তার বদলে আপনি যদি একজন নাপিতের কাছে যান, তাহলে তো কোনও কাজ হবে না !" কিরণের সাফ বার্তা, কংগ্রেস হাইকমান্ড যাঁদের উপর বিভিন্ন কাজের দায়িত্ব দিচ্ছে, তাঁরা কেউই আসলে যোগ্য নন !

আরও পড়ুন: 'ভুল সিদ্ধান্ত', ছেলের বিজেপি যোগের সিদ্ধান্তে আহত অ্যান্টনি

কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কোথায় এবং কেন ভুল হচ্ছে, তারও ব্যাখ্য়া দিয়েছেন কিরণ ৷ তাঁর মতে, "যোগাযোগের অভাবেই সমস্ত সমস্যা তৈরি হচ্ছে ৷ কোন কাজের জন্য কোন নেতাকে দায়িত্ব দেওয়া উচিত, সেটাই হাইকমান্ড বুঝতে পারছে না ৷ তারা নিজেদের নেতাদেরই চরিত্র জানে না ! একজন প্রকৃত নেতাকে সবসময় মানুষের সঙ্গে থাকতে হবে ৷ মানুষের সমস্য়া বুঝতে হবে ৷ সরাসরি মানুষের কাছে পৌঁছানোর উপায় জানতে হবে তাঁকে ৷ যে নেতা মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম, তাঁকেই সেই কাজের দায়িত্ব দিতে হবে ৷"

নয়াদিল্লি, 7 এপ্রিল: কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপিতে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন কিরণ রেড্ডি ৷ শুক্রবার দিল্লিতে এসে দলবদল করেন তিনি ৷ প্রসঙ্গত, কিরণ কংগ্রেসের দাপুটে নেতাদের মধ্যে অন্যতম ছিলেন এবং তিনিই অবিভক্ত অন্দ্রপ্রদেশের (তেলেঙ্গানা তৈরির আগে পর্যন্ত) শেষ মুখ্যমন্ত্রী ৷ এদিনের দলবদল পর্বে 'অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের রাজনৈতিক ব্যর্থতা'র জন্য হাইকমান্ডকেই দায়ী করেন কিরণ ৷ একইসঙ্গে, প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ কিরণের বিজেপিতে যোগদানের সময় অন্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি ৷

দলবদলের পর সাংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রাক্তন কংগ্রেস নেতা ৷ বলেন, "আমার রাজা অত্যন্ত বুদ্ধিমান ! তিনি নিজে কিছু ভাবতে পারেন না ! আবার কারও পরামর্শও নেন না !" ওয়াকিবহাল মহল মনে করছে, এই মন্তব্য করে সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধিকেই আক্রমণ করেছেন কিরণ ৷ তাঁর আরও অভিযোগ, কংগ্রেস নেতৃত্ব মানুষের সঙ্গে মেশে না ৷ মানুষের মতামত নেয় না ৷ এবং তারা বাস্তব থেকে বহু দূরে বিরাজ করে !

এই প্রসঙ্গে কিরণকে বলতে শোনা যায়, "ওঁরা সবকিছু নিয়ন্ত্রণ করার অধিকার চান ৷ কিন্তু, বেশি পরিশ্রম করতে রাজি হন না ! এমনকী, নিজেদের কর্তব্যও পালন করেন না ৷ আপনি যদি একটি পোশাক তৈরি করাতে চান, তাহলে তো আপনাকে দর্জির কাছে যেতেই হবে ৷ কিন্তু, তার বদলে আপনি যদি একজন নাপিতের কাছে যান, তাহলে তো কোনও কাজ হবে না !" কিরণের সাফ বার্তা, কংগ্রেস হাইকমান্ড যাঁদের উপর বিভিন্ন কাজের দায়িত্ব দিচ্ছে, তাঁরা কেউই আসলে যোগ্য নন !

আরও পড়ুন: 'ভুল সিদ্ধান্ত', ছেলের বিজেপি যোগের সিদ্ধান্তে আহত অ্যান্টনি

কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কোথায় এবং কেন ভুল হচ্ছে, তারও ব্যাখ্য়া দিয়েছেন কিরণ ৷ তাঁর মতে, "যোগাযোগের অভাবেই সমস্ত সমস্যা তৈরি হচ্ছে ৷ কোন কাজের জন্য কোন নেতাকে দায়িত্ব দেওয়া উচিত, সেটাই হাইকমান্ড বুঝতে পারছে না ৷ তারা নিজেদের নেতাদেরই চরিত্র জানে না ! একজন প্রকৃত নেতাকে সবসময় মানুষের সঙ্গে থাকতে হবে ৷ মানুষের সমস্য়া বুঝতে হবে ৷ সরাসরি মানুষের কাছে পৌঁছানোর উপায় জানতে হবে তাঁকে ৷ যে নেতা মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম, তাঁকেই সেই কাজের দায়িত্ব দিতে হবে ৷"

Last Updated : Apr 7, 2023, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.