ETV Bharat / bharat

বিজেপিকে রুখতে এবার অসম কংগ্রেসের ইস্তাহারে গো-শালা তৈরির প্রতিশ্রুতি - অসমে কংগ্রেসের ইস্তাহার

ভারতীয় জনতার পার্টির সঙ্গে লড়াই করতে সর্বভারতীয় স্তরে অনেক আগেই হিন্দুত্বের হাওয়ায় গা ভাসিয়েছে কংগ্রেস ৷ তবে একটু নরমপন্থা নিয়ে ৷ এবার আরও কিছুটা এগিয়ে বিজেপির গো রাজনীতিতে শরিক হল রাহুল-প্রিয়াঙ্কাদের দল ৷ তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে এবার যুক্ত হল গো-শালা তৈরির পরিকল্পনা ৷

বিজেপিকে রুখতে এবার অসম কংগ্রেসের ইস্তাহারে গো-শালা তৈরির প্রতিশ্রুতি
বিজেপিকে রুখতে এবার অসম কংগ্রেসের ইস্তাহারে গো-শালা তৈরির প্রতিশ্রুতি
author img

By

Published : Mar 20, 2021, 10:07 PM IST

গুয়াহাটি, 20 মার্চ : ভারতীয় জনতার পার্টির সঙ্গে লড়াই করতে সর্বভারতীয় স্তরে অনেক আগেই হিন্দুত্বের হাওয়ায় গা ভাসিয়েছে কংগ্রেস ৷ তবে একটু নরমপন্থা নিয়ে ৷ এবার আরও কিছুটা এগিয়ে বিজেপির গো রাজনীতিতে শরিক হল রাহুল-প্রিয়াঙ্কাদের দল ৷ তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে এবার যুক্ত হল গো-শালা তৈরির পরিকল্পনা ৷

অসম বিধানসভার নির্বাচনের জন্য শনিবার গুয়াহাটিতে প্রকাশিত হয় কংগ্রেসের ইস্তাহার ৷ প্রকাশ করেন স্বয়ং রাহুল গান্ধি ৷ আর সেই ইস্তাহারে দেখা যাচ্ছে যে অসমের প্রতিটি জেলায় গো-শালা তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ অসমের বাসিন্দাদের সঙ্গে কথা বলে, তাদের দাবি শুনে তার পরই এই ইস্তাহার তৈরি করা হয়েছে বলে কংগ্রেসের দাবি৷ তাই গো-শালা তৈরির প্রতিশ্রুতিকেও বাস্তব সম্মত বলে মনে করছেন উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যের কংগ্রেস নেতারা ৷

অসমে এখন ক্ষমতায় বিজেপি৷ ফলে সেখানে কংগ্রেস তাদের প্রধান প্রতিপক্ষকে হারাতে মরিয়া ৷ তাই বিজেপির অস্ত্রেই বিজেপিকে ঘায়েল করার পরিকল্পনা করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

তবে এই প্রথম নয়৷ এর আগেই গো-রাজনীতি নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করেছে কংগ্রেস ৷ 2018 সালে মধ্য প্রদেশে প্রতিটি পঞ্চায়েত এলাকায় গো-শালা তৈরি ও গো-মূত্রের ব্যবসায়িক দিকটি কাজে লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ আর এই প্রতিশ্রুতি যে কাজে এসেছিল, তার প্রমাণ ওই রাজ্যের নির্বাচনের ফলাফল ৷ সেখানে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই করে কংগ্রেস ক্ষমতা পায় ৷ তবে তা তারা টিকিয়ে রাখতে পারেনি ৷ এখন ওই রাজ্যে বিজেপির সরকার চলছে ৷

অসমের বর্ষীয়ান সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক হায়দার হুসেন বলেন, ‘‘গরু ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ ৷ বিজেপি শুরু থেকেই এই বিষয়টিকে নির্বাচনী প্রচারে সফল ভাবে টেনে আনতে পেরেছে ৷ তাই সম্ভবত কংগ্রেসও গো-রাস্তা নিয়ে পালটা লড়াই করতে চাইছে ৷’’

আরও পড়ুন : রাজনীতিকদের পুর-প্রশাসকের পদ থেকে সরাতে নির্দেশ নির্বাচন কমিশনের

তবে এই বিষয়ে কংগ্রেস ও বিজেপির দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে বলে দাবি রাহুল গান্ধির দলের নেতার ৷ সেখানকার সাংসদ আব্দুল খালেক জানান, এটা অসমবাসীর সমস্যা ৷ তাই ইস্তাহারে রাখা হয়েছে ৷

গুয়াহাটি, 20 মার্চ : ভারতীয় জনতার পার্টির সঙ্গে লড়াই করতে সর্বভারতীয় স্তরে অনেক আগেই হিন্দুত্বের হাওয়ায় গা ভাসিয়েছে কংগ্রেস ৷ তবে একটু নরমপন্থা নিয়ে ৷ এবার আরও কিছুটা এগিয়ে বিজেপির গো রাজনীতিতে শরিক হল রাহুল-প্রিয়াঙ্কাদের দল ৷ তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে এবার যুক্ত হল গো-শালা তৈরির পরিকল্পনা ৷

অসম বিধানসভার নির্বাচনের জন্য শনিবার গুয়াহাটিতে প্রকাশিত হয় কংগ্রেসের ইস্তাহার ৷ প্রকাশ করেন স্বয়ং রাহুল গান্ধি ৷ আর সেই ইস্তাহারে দেখা যাচ্ছে যে অসমের প্রতিটি জেলায় গো-শালা তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ অসমের বাসিন্দাদের সঙ্গে কথা বলে, তাদের দাবি শুনে তার পরই এই ইস্তাহার তৈরি করা হয়েছে বলে কংগ্রেসের দাবি৷ তাই গো-শালা তৈরির প্রতিশ্রুতিকেও বাস্তব সম্মত বলে মনে করছেন উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যের কংগ্রেস নেতারা ৷

অসমে এখন ক্ষমতায় বিজেপি৷ ফলে সেখানে কংগ্রেস তাদের প্রধান প্রতিপক্ষকে হারাতে মরিয়া ৷ তাই বিজেপির অস্ত্রেই বিজেপিকে ঘায়েল করার পরিকল্পনা করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

তবে এই প্রথম নয়৷ এর আগেই গো-রাজনীতি নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করেছে কংগ্রেস ৷ 2018 সালে মধ্য প্রদেশে প্রতিটি পঞ্চায়েত এলাকায় গো-শালা তৈরি ও গো-মূত্রের ব্যবসায়িক দিকটি কাজে লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ আর এই প্রতিশ্রুতি যে কাজে এসেছিল, তার প্রমাণ ওই রাজ্যের নির্বাচনের ফলাফল ৷ সেখানে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই করে কংগ্রেস ক্ষমতা পায় ৷ তবে তা তারা টিকিয়ে রাখতে পারেনি ৷ এখন ওই রাজ্যে বিজেপির সরকার চলছে ৷

অসমের বর্ষীয়ান সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক হায়দার হুসেন বলেন, ‘‘গরু ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ ৷ বিজেপি শুরু থেকেই এই বিষয়টিকে নির্বাচনী প্রচারে সফল ভাবে টেনে আনতে পেরেছে ৷ তাই সম্ভবত কংগ্রেসও গো-রাস্তা নিয়ে পালটা লড়াই করতে চাইছে ৷’’

আরও পড়ুন : রাজনীতিকদের পুর-প্রশাসকের পদ থেকে সরাতে নির্দেশ নির্বাচন কমিশনের

তবে এই বিষয়ে কংগ্রেস ও বিজেপির দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে বলে দাবি রাহুল গান্ধির দলের নেতার ৷ সেখানকার সাংসদ আব্দুল খালেক জানান, এটা অসমবাসীর সমস্যা ৷ তাই ইস্তাহারে রাখা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.