ETV Bharat / bharat

Caste Discrimination Case in Himachal : অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশনেও জাতিগত ভেদাভেদ, ঘটনা হিমাচলের - Caste Discrimination Case in Himachal

এই ভেদাভেদের ঘটনার তীব্র নিন্দা করেছে দলিত শোষণ মুক্তি মঞ্চ (Caste Discrimination Case in Himachal) ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Caste Discrimination Case
অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশনেও জাতিগত ভেদাভেদ
author img

By

Published : May 16, 2022, 10:50 PM IST

সিরমৌর, 16 মে : সামাজিক অনুষ্ঠানে খাবার পরিবেশনে ভেদাভেদ ৷ অভিযোগ, জাতিগত পরিচয় দেখে বিভিন্ন মাপের রুটি খেতে দেওয়া হয়েছে অনুষ্ঠানে আগতদের ৷ ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় (Caste Discrimination Case in Himachal) ৷ মদন রাংটা নামে এক যুবক সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি 47 সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন ৷ সেখান থেকেই সামনে এসেছে এই গোটা ঘটনা ৷ বিষয়টিতে অবাক অনেকেই, সামাজিক ভেদাভেদের এই রূপ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

কবে ও কোন অনুষ্ঠানে এই ভিডিয়ো তোলা হয়েছে সে সম্পর্কে ওই যুবক কিছু জানাননি ওই পোস্টে ৷ এই বিষয়ে জানতে চেয়ে ইটিভি ভারতের তরফে মদন রাংটা নামে ওই যুবকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ঘটনা শিলাই এর পৌটা মানল গ্রাম পঞ্চায়েতের ৷ গত 12 মার্চ এক বিয়ের অনুষ্ঠানে তোলা হয় ওই ভিডিয়ো ৷ 47 সেকেন্ডের এই ভিডিয়োতে শোনা গিয়েছে, মাইকে ঘোষণা করা হচ্ছে ভিন জাতের ভিত্তিতে ভাগাভাগি করে খাবার পরিবেশনের কথা ৷

অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশনেও জাতিগত ভেদাভেদ

আরও পড়ুন : পঞ্চায়েতের তহবিলে টাকা নেই, রাস্তার ধারে ফল বেচছেন প্রধান

ভিডিয়োটি পোস্ট করে মদন রাংটা নামে ওই যুবক লিখেছেন, "এই হল আমাদের এখানকার অবস্থা, আর বলা হয় আমরা সবাই নাকি এক সমান ৷ কিন্তু এখানে তো রুটিও জাত দেখে দেওয়া হয় ৷ যাঁরা বলেন আমরা এক সমান আর আমাদের খাওয়া-দাওয়াও এক, আমি সেই সব লোকেদের প্রশ্ন করছি ৷ যাঁরা বলেন কোনও জাতপাতের বিষয় নেই, আমি তাঁদের প্রশ্ন করতে চাই ৷ তাহলে এটা কী ?" গোটা ঘটনায় নিজের ক্ষোভ উগড়ে দিয়ে ওই যুবক বলেছেন, শিলাইতে রন্ধ্রে রন্ধ্রে এই জাতপাতের ভেদাভেদ ভরা রয়েছে ৷ বিষয়টি নিয়ে সোচ্চার হতে ও অন্যান্যদের এই ভিডিয়ো শেয়ার করার আবেদন জানিয়েছেন ওই যুবক ৷

ঘটনার নিন্দা করেছে দলিত শোষণ মুক্তি মঞ্চ ৷ ঘটনার তদন্ত দাবি করেছে সংগঠনটি ৷ জেলার এএসপি'র কাছে এই ভিডিয়োটি পাঠানো হয়েছে দলিত শোষণ মুক্তি মঞ্চের তরফে ৷ তাঁদেরও দাবি এটি একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো ৷ সেখানেই এই ঘটনা ঘটেছে ৷ ভীম আর্মি ভারত একতা মিশনের তরফেও বিষয়টি নিয়ে শিলাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

সিরমৌর, 16 মে : সামাজিক অনুষ্ঠানে খাবার পরিবেশনে ভেদাভেদ ৷ অভিযোগ, জাতিগত পরিচয় দেখে বিভিন্ন মাপের রুটি খেতে দেওয়া হয়েছে অনুষ্ঠানে আগতদের ৷ ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় (Caste Discrimination Case in Himachal) ৷ মদন রাংটা নামে এক যুবক সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি 47 সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন ৷ সেখান থেকেই সামনে এসেছে এই গোটা ঘটনা ৷ বিষয়টিতে অবাক অনেকেই, সামাজিক ভেদাভেদের এই রূপ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

কবে ও কোন অনুষ্ঠানে এই ভিডিয়ো তোলা হয়েছে সে সম্পর্কে ওই যুবক কিছু জানাননি ওই পোস্টে ৷ এই বিষয়ে জানতে চেয়ে ইটিভি ভারতের তরফে মদন রাংটা নামে ওই যুবকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ঘটনা শিলাই এর পৌটা মানল গ্রাম পঞ্চায়েতের ৷ গত 12 মার্চ এক বিয়ের অনুষ্ঠানে তোলা হয় ওই ভিডিয়ো ৷ 47 সেকেন্ডের এই ভিডিয়োতে শোনা গিয়েছে, মাইকে ঘোষণা করা হচ্ছে ভিন জাতের ভিত্তিতে ভাগাভাগি করে খাবার পরিবেশনের কথা ৷

অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশনেও জাতিগত ভেদাভেদ

আরও পড়ুন : পঞ্চায়েতের তহবিলে টাকা নেই, রাস্তার ধারে ফল বেচছেন প্রধান

ভিডিয়োটি পোস্ট করে মদন রাংটা নামে ওই যুবক লিখেছেন, "এই হল আমাদের এখানকার অবস্থা, আর বলা হয় আমরা সবাই নাকি এক সমান ৷ কিন্তু এখানে তো রুটিও জাত দেখে দেওয়া হয় ৷ যাঁরা বলেন আমরা এক সমান আর আমাদের খাওয়া-দাওয়াও এক, আমি সেই সব লোকেদের প্রশ্ন করছি ৷ যাঁরা বলেন কোনও জাতপাতের বিষয় নেই, আমি তাঁদের প্রশ্ন করতে চাই ৷ তাহলে এটা কী ?" গোটা ঘটনায় নিজের ক্ষোভ উগড়ে দিয়ে ওই যুবক বলেছেন, শিলাইতে রন্ধ্রে রন্ধ্রে এই জাতপাতের ভেদাভেদ ভরা রয়েছে ৷ বিষয়টি নিয়ে সোচ্চার হতে ও অন্যান্যদের এই ভিডিয়ো শেয়ার করার আবেদন জানিয়েছেন ওই যুবক ৷

ঘটনার নিন্দা করেছে দলিত শোষণ মুক্তি মঞ্চ ৷ ঘটনার তদন্ত দাবি করেছে সংগঠনটি ৷ জেলার এএসপি'র কাছে এই ভিডিয়োটি পাঠানো হয়েছে দলিত শোষণ মুক্তি মঞ্চের তরফে ৷ তাঁদেরও দাবি এটি একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো ৷ সেখানেই এই ঘটনা ঘটেছে ৷ ভীম আর্মি ভারত একতা মিশনের তরফেও বিষয়টি নিয়ে শিলাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.