দিল্লি, 29 জানুয়ারি : বাজেট পেশের আগে সংসদে আর্থিক সমীক্ষা পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 2020-2021 সালের আর্থিক বৃদ্ধির হার বেড়ে 11% হবে বলে আশা করা হয়েছে। 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবে কেন্দ্রীয় সরকার।
শুক্রবার বাজেট অধিবেশন শুরুর দিনে লোকসভায় আর্থিক সমীক্ষা পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 2020-2021 আর্থিক বছরে দেশের আর্থিক অবস্থার চিত্রটা আর্থিক সমীক্ষায় তুলে ধরেছে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি বেঙ্কট সুব্রহ্মণ্যমের নেতৃত্বাধীন দল। কোরোনা ভাইরাসে মুখ থুবড়ে পড়া দেশের অর্থনীতি 2020-2021 আর্থিক বছরে দারুণভাবে ঘুরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন : দেশের ভবিষ্যতের চাবিকাঠি বাজেট অধিবেশন : প্রধানমন্ত্রী
জিডিপি এপ্রিল থেকে জুনের কোয়ার্টারে রেকর্ড 23.9 শতাংশে পৌঁছেছে। দ্বিতীয় কোয়ার্টারে তা হয়েছিল 7.5 শতাংশ। গোটা আর্থিক বছরে আর্থিক বৃদ্ধির হার 7.7 শতাংশে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। 2021 সালের এপ্রিল থেকে 2022 সালের মার্চ পর্যন্ত আর্থিক বছরে জিডিপি 11% হবে বলে আর্থিক সমীক্ষায় দাবি করা হয়েছে।