ETV Bharat / bharat

Landslide in Lahaul-Spiti: লাহৌল-স্পিতিতে হড়পা বানের জেরে ধস, উদ্ধার করা হল 30 পড়ুয়াকে - লাহৌল স্পিতিতে ধস

লাহৌল স্পিতিতে হড়পা বানের জেরে ধস নামল ৷ ভারতীয় আবহাওয়া বিভাগ হিমাচলপ্রদেশের সাতটি জেলার জন্য অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ৷

Landslide in Lahaul-Spiti
Landslide in Lahaul-Spiti
author img

By

Published : Jul 9, 2023, 11:08 AM IST

Updated : Jul 9, 2023, 11:20 AM IST

সিমলা, 9 জুলাই: হড়পা বান ও তার জেরে ধস নামল হিমাচলপ্রদেশের লাহৌল-স্পিতিতে ৷ রবিবার ভোররাতে সেখানকার গ্রামফু গ্রাম এবং ছোটা ধারা এলাকায় আচমকা হড়পা বান হয় ৷ এবং তার জেরে ঘটে ভূমিধসের ঘটনা ৷ তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই ।

লাহৌল স্পিতির জেলা জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে যে, এইসি বিআরও 94 আরসিসি, 505 নং জাতীয় সড়ক (সুমডো কাজা-গ্রামফু) বরাবর আকস্মিক হড়পা বান আসে ৷ এবং ঘটে ভূমিধস ৷ এর ফলে গ্রামফু থেকে ছোটা ধারার মধ্যে বিভিন্ন স্থান অবরুদ্ধ হয়ে পড়েছে । হিমাচলপ্রদেশ স্টেট ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (এইচপিএসইওসি) দ্বারা জারি করা একটি সরকারি বিবৃতি অনুসারে, 30 জন কলেজ ছাত্রের একটি দল ভূমিধসের কারণে রাস্তায় আটকে পড়ার পরে নিরাপদে তাঁদের উদ্ধার করা হয়েছে ।

এইচপিএসইওসি জানিয়েছে, "30 জন কলেজ ছাত্রের একটি দল স্পিতি থেকে মানালি পর্যন্ত ভাবনা ট্র্যাভেলার্সের দুটি বাসে ভ্রমণ করছিলেন । রাস্তা অবরোধের কারণে তাঁরা রাস্তায় আটকে পড়েন । 30 জন শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ।" কর্তৃপক্ষ আরও বলেছে যে, আবহাওয়ার উন্নতি হলে ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ শুরু হবে ৷

রাজ্যের মাণ্ডি এবং কুলু অঞ্চলে অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে ফুঁসছিল বিপাশা নদী ৷ ভূমিধসের কারণে মাণ্ডি থেকে কুলুর দিকে জাতীয় সড়ক 3-এ যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে । এ দিকে, চলমান ভারী বর্ষণ এবং ধস ও জলমগ্ন পরিবেশের কারণে সিমলা-কালকা হেরিটেজ রেল ট্র্যাকে ট্রেন চলাচল আজ (9 জুলাই) বাতিল করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন ।

আরও পড়ুন: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, বৃষ্টি কমে দক্ষিণে বাড়বে তাপমাত্রা

রবিবার ভোরে বিপাশা নদীর জলস্তর বৃদ্ধির কারণে পান্ডোহের লোয়ার মার্কেট এলাকায় নিজেদের বাড়িতে আটকে পড়েছিলেন 6 জন ৷ তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে গিয়েছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) । ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) শনিবার হিমাচলপ্রদেশের সাতটি জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে ৷ 8 এবং 9 জুলাই অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে ৷ আবহাওয়া সংস্থা পূর্বাভাস দিয়েছে যে, এই জেলাগুলিতে একদিনে 204 মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে ৷

আইএমডি একটি বিবৃতিতে বলেছে যে, একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, 8 এবং 9 জুলাই চাম্বা, কাংড়া, কুলু, মাণ্ডি, উনা, হামিরপুর এবং বিলাসপুর জেলার বিচ্ছিন্ন জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷ বন্যা ও ভূমিধসের জন্য বাসিন্দাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে ।

সিমলা, 9 জুলাই: হড়পা বান ও তার জেরে ধস নামল হিমাচলপ্রদেশের লাহৌল-স্পিতিতে ৷ রবিবার ভোররাতে সেখানকার গ্রামফু গ্রাম এবং ছোটা ধারা এলাকায় আচমকা হড়পা বান হয় ৷ এবং তার জেরে ঘটে ভূমিধসের ঘটনা ৷ তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই ।

লাহৌল স্পিতির জেলা জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে যে, এইসি বিআরও 94 আরসিসি, 505 নং জাতীয় সড়ক (সুমডো কাজা-গ্রামফু) বরাবর আকস্মিক হড়পা বান আসে ৷ এবং ঘটে ভূমিধস ৷ এর ফলে গ্রামফু থেকে ছোটা ধারার মধ্যে বিভিন্ন স্থান অবরুদ্ধ হয়ে পড়েছে । হিমাচলপ্রদেশ স্টেট ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (এইচপিএসইওসি) দ্বারা জারি করা একটি সরকারি বিবৃতি অনুসারে, 30 জন কলেজ ছাত্রের একটি দল ভূমিধসের কারণে রাস্তায় আটকে পড়ার পরে নিরাপদে তাঁদের উদ্ধার করা হয়েছে ।

এইচপিএসইওসি জানিয়েছে, "30 জন কলেজ ছাত্রের একটি দল স্পিতি থেকে মানালি পর্যন্ত ভাবনা ট্র্যাভেলার্সের দুটি বাসে ভ্রমণ করছিলেন । রাস্তা অবরোধের কারণে তাঁরা রাস্তায় আটকে পড়েন । 30 জন শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ।" কর্তৃপক্ষ আরও বলেছে যে, আবহাওয়ার উন্নতি হলে ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ শুরু হবে ৷

রাজ্যের মাণ্ডি এবং কুলু অঞ্চলে অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে ফুঁসছিল বিপাশা নদী ৷ ভূমিধসের কারণে মাণ্ডি থেকে কুলুর দিকে জাতীয় সড়ক 3-এ যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে । এ দিকে, চলমান ভারী বর্ষণ এবং ধস ও জলমগ্ন পরিবেশের কারণে সিমলা-কালকা হেরিটেজ রেল ট্র্যাকে ট্রেন চলাচল আজ (9 জুলাই) বাতিল করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন ।

আরও পড়ুন: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, বৃষ্টি কমে দক্ষিণে বাড়বে তাপমাত্রা

রবিবার ভোরে বিপাশা নদীর জলস্তর বৃদ্ধির কারণে পান্ডোহের লোয়ার মার্কেট এলাকায় নিজেদের বাড়িতে আটকে পড়েছিলেন 6 জন ৷ তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে গিয়েছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) । ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) শনিবার হিমাচলপ্রদেশের সাতটি জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে ৷ 8 এবং 9 জুলাই অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে ৷ আবহাওয়া সংস্থা পূর্বাভাস দিয়েছে যে, এই জেলাগুলিতে একদিনে 204 মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে ৷

আইএমডি একটি বিবৃতিতে বলেছে যে, একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, 8 এবং 9 জুলাই চাম্বা, কাংড়া, কুলু, মাণ্ডি, উনা, হামিরপুর এবং বিলাসপুর জেলার বিচ্ছিন্ন জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷ বন্যা ও ভূমিধসের জন্য বাসিন্দাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে ।

Last Updated : Jul 9, 2023, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.