সিমলা, 20 অগস্ট: ভূমি ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ ৷ ইতিমধ্যে কমপক্ষে 5 জন প্রাণ হারিয়েছেন । শনিবার এই খবর জানিয়েছে পুলিশ ৷ হামিপুর জেলায় 20 জন আটকে ছিলেন, তাঁদের নিরাপদে বের করে আনা হয়েছে (Flash floods land slides claim 5 lives in Himachal) ৷
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এই মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, চম্বা জেলায় ভূমিধসের ফলে বাড়ি ভেঙে 3 জনের মৃত্যু হয়েছে ৷ চম্বা জেলার ইমারজেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, বানেত গ্রামের চৌরাই তেহসিলে ভোর আড়াইটে নাগাদ ভূমিধস হয় ৷ তারপরই ভেঙে পড়ে বাড়িটি৷ 3জন মারা যান ৷
আরও পড়ুন: পুলওয়ামাতে আটকে রয়েছেন হাওড়ার বাসিন্দা, ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি
এর পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে আরও 13 জনের মৃত্যু হয়েছে ভয়াবহ বন্যায় ৷ এর মধ্যে মাণ্ডিতে একটি মেয়ের মৃত্যুর খবরও মিলেছে । শুক্রবার রাতে মাণ্ডি-কাটোলা-প্রসার রোডে বাঘি নুল্লায় মেয়েটির বাড়ি থেকে আধকিলোমিটার দূরে তার দেহ পাওয়া যায় ৷ তার পরিবারের পাঁচজন জলের তোড়ে ভেসে গিয়েছেন, জানিয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকেরা ৷
বাঘি এবং পুরনো কাটোলা এলাকার মধ্যে মেঘ ভাঙার ঘটনায় বহু পরিবারকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে ৷ এছাড়া, গোহর ব্লকের কাশান গ্রামে ভূমিধসে একটি পরিবারের 8 জন সদস্য মাটির তলায় চাপা পড়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
দেহগুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ৷ মান্ডি জেলার বহু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ অনেক গাড়িও নষ্ট হয়ে গিয়েছে ৷ বালহ, সদর, ঠুনাগ, মাণ্ডি এবং লামাথাচে বহু সংখ্যক গ্রামবাসী তাঁদের বাড়িতে আটকে রয়েছেন ৷ সেখানে বাড়িতে এবং দোকানঘরে জল ঢুকে গিয়েছে ৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, একনাগাড়ে বৃষ্টির ফলে শনিবার হিমাচল প্রদেশের মাণ্ডি জেলায় স্কুল বন্ধ রাখা হয়েছে ৷ লোকজন বাড়ি থেকে বেরতে পারছে না৷ কাংগরায় কাঁচা' বাড়ি ভেঙে 9 বছরের একটি শিশুর মৃত্যুর খবরও মিলেছে ।