ETV Bharat / bharat

Child With Mother Corpse: মায়ের মৃতদেহ আঁকড়ে 5 বছরের শিশু, দৃশ্যের সাক্ষী ভাগলপুর স্টেশন - five years old child found sleeping with mother corpse at Bhagalpur station

বিহারের ভাগলপুর স্টেশনে মায়ের মৃতদেহের সঙ্গে শিশুর শুয়ে থাকার দৃশ্য ধরা পড়েছে (Child With Mother Corpse) ৷ যদিও তাদের সম্পর্কে বিশদ তথ্য জানা যায়নি ৷

child found sleeping with mother corpse
বিহারের ভাগলপুর স্টেশন
author img

By

Published : Aug 2, 2022, 11:02 PM IST

ভাগলপুর, 2 জুলাই: মায়ের নিথর দেহ আগলে শুয়ে 5 বছরের শিশু ৷ বিচলিত করার মতো এই দৃশ্যের সাক্ষী থাকল বিহারের ভাগলপুর স্টেশন (Child With Mother Corpse) ৷ সোমবার এই ঘটনাটি ঘটেছে ৷

জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে 9টা নাগাদ স্টেশনেই মৃত্যু হয় ওই মহিলার ৷ সোমবার সকালে দেখা যায় ওই মহিলার দেহ আগলে শুয়ে রয়েছে তার পাঁচ বছরের শিশুপুত্র ৷ পরে শিশুটিকে স্টেশনের হেল্পডেস্কে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই রাখা হয় তাকে ৷ সে কথা বলতে পারে না বলেই জানা গিয়েছে ৷

আরও পড়ুন: তিন বছরে 386টি অ্যাসিড হামলার শিকার মহিলারা, লোকসভায় জানাল কেন্দ্র

মঙ্গলবার সকালে সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয় বাচ্চাটির ৷ দেওয়া হয় কোভিড টিকা ৷ তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাকে চাইল্ড লাইনের কাছে পাঠানো হয় ৷ শিশুটি ও তার মায়ের সম্পর্কে বেশি তথ্য জানা যায়নি, কতদিন ধরে তারা ওই স্টেশনে ছিল তাও পরিষ্কার নয় ৷

ভাগলপুর, 2 জুলাই: মায়ের নিথর দেহ আগলে শুয়ে 5 বছরের শিশু ৷ বিচলিত করার মতো এই দৃশ্যের সাক্ষী থাকল বিহারের ভাগলপুর স্টেশন (Child With Mother Corpse) ৷ সোমবার এই ঘটনাটি ঘটেছে ৷

জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে 9টা নাগাদ স্টেশনেই মৃত্যু হয় ওই মহিলার ৷ সোমবার সকালে দেখা যায় ওই মহিলার দেহ আগলে শুয়ে রয়েছে তার পাঁচ বছরের শিশুপুত্র ৷ পরে শিশুটিকে স্টেশনের হেল্পডেস্কে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই রাখা হয় তাকে ৷ সে কথা বলতে পারে না বলেই জানা গিয়েছে ৷

আরও পড়ুন: তিন বছরে 386টি অ্যাসিড হামলার শিকার মহিলারা, লোকসভায় জানাল কেন্দ্র

মঙ্গলবার সকালে সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয় বাচ্চাটির ৷ দেওয়া হয় কোভিড টিকা ৷ তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাকে চাইল্ড লাইনের কাছে পাঠানো হয় ৷ শিশুটি ও তার মায়ের সম্পর্কে বেশি তথ্য জানা যায়নি, কতদিন ধরে তারা ওই স্টেশনে ছিল তাও পরিষ্কার নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.