শ্রীনগর, 30 জানুয়ারি : উপত্যকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম জইশ-এ-মহম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি (JeM Commander Zahid Wani Killed) ৷ 12 ঘণ্টার মধ্যে দু’টি পৃথক সংঘর্ষে মোট 5 জঙ্গিকে মেরেছে ভারতীয় জওয়ানরা (Five Terrorists Killed in Two Encounters) ৷ ঘটনা দু’টি পুলওয়ামা এবং বদগাঁওয়ে ঘটেছে ৷ মৃত জঙ্গিদের মধ্যে বেশ কয়েকজন লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের আইজি বিজয় কুমার ৷
জম্মু ও কাশ্মীরের আইজি জানিয়েছেন, মৃত 5 জঙ্গিদের মধ্যে জইশ কমান্ডার জাহিদ ওয়ানি এবং পাকিস্তানের 1 জঙ্গি রয়েছে ৷ দু’টি পৃথক এনকাউন্টারে এদের মারা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘গত 12 ঘণ্টায় দু’টি পৃথক এনকাউন্টারে লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের 5 জঙ্গিকে খতম করা হয়েছে ৷ তাদের মধ্যে জইশ কমান্ডার জাহিদ ওয়ানি এবং একজন পাকিস্তানি জঙ্গি ছিল ৷’’
আরও পড়ুন : Suspected Pakistani Drones : ভারত পাকিস্তান সীমান্তে সন্দেহজনক পাকিস্তানি ড্রোন, গুলি চালাল বিএসএফ
এনকাউন্টারে 5 জঙ্গিকে খতম করা উপত্যকার শান্তি বজায় রাখার ক্ষেত্রে বড় সাফল্য বলে জানিয়েছেন আইজি বিজয় কুমার ৷ পুলিশের তরফে এও জানানো হয়েছে, জইশ-ই-মহম্মদের কমান্ডার জাহিদ ওয়ানিকে বদগাঁও-এর চরার-ই-শরিফ এলাকায় এনকাউন্টারে মারা হয়েছে ৷ আরেকটি এনকাউন্টার হয়েছে পুলওয়ামার নায়রা এলাকায় ৷ সেখানে মোট 4 জঙ্গিকে খতম করেছে জওয়ানরা ৷ এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে ৷