ETV Bharat / bharat

Vandalism outside Arvind Kejriwal’s house: কেজরির বাসভবনে 'হামলা' বিজেপির যুব শাখার ! গ্রেফতার 5 - Delhi news

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের সামনে (attack at Delhi CM house) 'হামলা'র ঘটনায় গ্রেফতার করা হল 5 জনকে (Vandalism outside Arvind Kejriwal’s house)৷

five-persons-arrested-for-attack-at-delhi-cm-Arvind Kejriwal's house
কেজরির বাসভবনে 'হামলা' বিজেপির যুব শাখার ! গ্রেফতার 5
author img

By

Published : Mar 31, 2022, 1:20 PM IST

নয়াদিল্লি, 31 মার্চ: দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনে হামলার (Vandalism outside Arvind Kejriwal’s house) অভিযোগ বিজেপির যুব শাখার বিরুদ্ধে ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কেজরির বাসভবনের সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা বেষ্টনীগুলি ভেঙে ফেলা হয়েছে (attack at Delhi CM house)৷

দিল্লির বিধানসভায় (Delhi news) ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, আজ তাঁর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হয় ভারতীয় জনতা যুব মোর্চা ৷ সেই বিক্ষোভের সময়ই কেজরির বাসভবনে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান এ প্রসঙ্গে বিজেপির তীব্র নিন্দা করে বলেছেন, ‘‘রাজধানীতে পুলিশের উপস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলা কাপুরুষোচিত ঘটনা ৷ এর থেকেই বোঝা যাচ্ছে যে, বিজেপি আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিওয়ালকে (attack at Delhi cm Arvind Kejriwal's house) ভয় পেয়েছে ৷ ’’

আরও পড়ুন: Kejriwal on Punjab Victory : "সন্ত্রাসবাদী নই, আমি দেশভক্ত", পঞ্জাবের সাফল্যে উচ্ছ্বসিত কেজরিওয়াল

এই ঘটনায় এখনও পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, বুধবার সিভিল লাইনে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বিজেপি যুব মোর্চা বিক্ষোভ করে । সকাল সাড়ে 11টা নাগাদ মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে কিছুটা দূরে 150 থেকে 200 জন বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন । কাশ্মীর ফাইলস নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিরোধিতা করছিলেন তাঁরা । বেলা গড়ালে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়েন কয়েকজন বিক্ষোভকারী । বুধবার সন্ধ্যার এই ঘটনায় সিভিল লাইন থানায় একটি এফআইআর দায়ের করা হয় ৷ আপের অভিযোগ, কেজরিওয়ালকে হত্যা করতে চেয়েছিলেন বিক্ষোভকারীরা ৷

নয়াদিল্লি, 31 মার্চ: দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনে হামলার (Vandalism outside Arvind Kejriwal’s house) অভিযোগ বিজেপির যুব শাখার বিরুদ্ধে ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কেজরির বাসভবনের সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা বেষ্টনীগুলি ভেঙে ফেলা হয়েছে (attack at Delhi CM house)৷

দিল্লির বিধানসভায় (Delhi news) ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, আজ তাঁর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হয় ভারতীয় জনতা যুব মোর্চা ৷ সেই বিক্ষোভের সময়ই কেজরির বাসভবনে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান এ প্রসঙ্গে বিজেপির তীব্র নিন্দা করে বলেছেন, ‘‘রাজধানীতে পুলিশের উপস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলা কাপুরুষোচিত ঘটনা ৷ এর থেকেই বোঝা যাচ্ছে যে, বিজেপি আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিওয়ালকে (attack at Delhi cm Arvind Kejriwal's house) ভয় পেয়েছে ৷ ’’

আরও পড়ুন: Kejriwal on Punjab Victory : "সন্ত্রাসবাদী নই, আমি দেশভক্ত", পঞ্জাবের সাফল্যে উচ্ছ্বসিত কেজরিওয়াল

এই ঘটনায় এখনও পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, বুধবার সিভিল লাইনে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বিজেপি যুব মোর্চা বিক্ষোভ করে । সকাল সাড়ে 11টা নাগাদ মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে কিছুটা দূরে 150 থেকে 200 জন বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন । কাশ্মীর ফাইলস নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিরোধিতা করছিলেন তাঁরা । বেলা গড়ালে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়েন কয়েকজন বিক্ষোভকারী । বুধবার সন্ধ্যার এই ঘটনায় সিভিল লাইন থানায় একটি এফআইআর দায়ের করা হয় ৷ আপের অভিযোগ, কেজরিওয়ালকে হত্যা করতে চেয়েছিলেন বিক্ষোভকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.