ETV Bharat / bharat

Telangana Wall Collapse: নাগাড়ে বৃষ্টিতে ভাঙল দেওয়াল, ঘুমের মধ্যেই মৃত একই পরিবারের 5 - তেলাঙ্গানা

তেলাঙ্গানায় (Telangana) নাগাড়ে বৃষ্টিতে দেওয়াল ভেঙে (Wall Collapse) পড়ে প্রাণ গেল একই পরিবারের 5 জনের ৷ মৃতদের মধ্যে 3টি শিশুও রয়েছে ৷ পরিবারের বাকি দু'জন আহত হয়ে হাসপাতালে ভর্তি ৷

five-of-a-family-die-as-wall-collapses-due-to-heavy-rains-in-telangana
নাগাড়ে বৃষ্টিতে ভাঙল দেওয়াল, ঘুমের মধ্যেই মৃত একই পরিবারের 5
author img

By

Published : Oct 10, 2021, 12:57 PM IST

তেলাঙ্গানা, 10 অক্টোবর: তেলাঙ্গানায় (Telangana) প্রবল বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে (Wall Collapse) পড়ে মৃত্যু হল 5 জনের ৷ তাদের মধ্যে 3 জনই শিশু ৷ ঘুমের মধ্যেই শেষ হয়ে গেল একই পরিবারের পাঁচটি প্রাণ ৷

তেলাঙ্গানার জোগুলাম্বার কোথাপল্লি গ্রামে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ৷ শনিবার রাতে রোজকার মতোই ঘুমিয়েছিলেন পরিবারের 7 জন ৷ বাইরে ছিল প্রবল বৃষ্টি ৷ বৃষ্টির জেরে আচমকাই মানুষগুলির গায়ের উপর ভেঙে পড়ে ঘরের আস্ত দেওয়াল ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনটি শিশু-সহ পাঁচজনের ৷ পরিবারের বাকি দু'জনও আহত হয়েছেন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন: Dilip Ghosh: দুর্গাপুজো থেকে ভ্যাকসিন বণ্টন সবকিছুতেই রাজনীতি হচ্ছে, তৃণমূল কংগ্রসকে আক্রমণ দিলীপের

এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া ৷ খবর পেয়েই ঘটনাস্থলে যান প্রতিবেশীরা ৷ গিয়ে পৌঁছান ওই পরিবারের আত্মীয়-স্বজনেরাও ৷ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও পৌর কর্তৃপক্ষের কর্মীরা ৷ ভেঙে পড়া দেওয়ালের ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহগুলি বের করা হয় ৷ দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন: Suvendu Adhikari : মায়ের বোধনের আগে জুতো না সরালে পুজো বয়কট হবে, হুঁশিয়ারি শুভেন্দুর

তেলাঙ্গানা, 10 অক্টোবর: তেলাঙ্গানায় (Telangana) প্রবল বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে (Wall Collapse) পড়ে মৃত্যু হল 5 জনের ৷ তাদের মধ্যে 3 জনই শিশু ৷ ঘুমের মধ্যেই শেষ হয়ে গেল একই পরিবারের পাঁচটি প্রাণ ৷

তেলাঙ্গানার জোগুলাম্বার কোথাপল্লি গ্রামে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ৷ শনিবার রাতে রোজকার মতোই ঘুমিয়েছিলেন পরিবারের 7 জন ৷ বাইরে ছিল প্রবল বৃষ্টি ৷ বৃষ্টির জেরে আচমকাই মানুষগুলির গায়ের উপর ভেঙে পড়ে ঘরের আস্ত দেওয়াল ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনটি শিশু-সহ পাঁচজনের ৷ পরিবারের বাকি দু'জনও আহত হয়েছেন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন: Dilip Ghosh: দুর্গাপুজো থেকে ভ্যাকসিন বণ্টন সবকিছুতেই রাজনীতি হচ্ছে, তৃণমূল কংগ্রসকে আক্রমণ দিলীপের

এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া ৷ খবর পেয়েই ঘটনাস্থলে যান প্রতিবেশীরা ৷ গিয়ে পৌঁছান ওই পরিবারের আত্মীয়-স্বজনেরাও ৷ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও পৌর কর্তৃপক্ষের কর্মীরা ৷ ভেঙে পড়া দেওয়ালের ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহগুলি বের করা হয় ৷ দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন: Suvendu Adhikari : মায়ের বোধনের আগে জুতো না সরালে পুজো বয়কট হবে, হুঁশিয়ারি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.