ETV Bharat / bharat

Uttarkashi Avalanche: তুষার ধসে মৃত আরও পাঁচজনের দেহ উদ্ধার, এখনও খোঁজ নেই তিনজনের

উত্তর কাশীতে তুষার ধসের (Uttarkashi Avalanche) ঘটনায় এখনও নিখোঁজ তিন ৷ তাঁদের মধ্যে দু'জন জীবিত থাকতে পারেন বলে অনুমান ৷ এদিকে, এই ঘটনায় সোমবার আরও পাঁচজনের দেহ উদ্ধার (Five More Bodies Discovered) করা হয়েছে ৷

Five More Bodies Discovered in Uttarkashi Avalanche
Uttarkashi Avalanche: তুষার ধসে মৃত আরও পাঁচজনের দেহ উদ্ধার, এখনও খোঁজ নেই তিনজনের
author img

By

Published : Oct 10, 2022, 3:06 PM IST

নয়াদিল্লি, 10 অক্টোবর: উত্তর কাশীতে তুষার ধসের (Uttarkashi Avalanche) ঘটনায় মৃত আরও পাঁচজনের দেহ উদ্ধার করা হল (Five More Bodies Discovered) ৷ সোমবার এই পাঁচটি দেহ মতলির (Matli) আইটিবিপি ক্য়াম্পে (ITBP Camp) নিয়ে আসা হয় ৷

উত্তর কাশীর জেলাশাসক অভিষেক রুহেলা এই প্রসঙ্গে জানিয়েছেন, সোমবারই পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট 26টি দেহ উদ্ধার করা হল এই ঘটনায় ৷ সামিট ক্যাম্প ও তার আশপাশেই দেহগুলি খুঁজে পান উদ্ধারকারী দলের সদস্যরা ৷ একইসঙ্গে জেলাশাসক জানিয়েছেন, এই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে তাঁদের কাছে খবর রয়েছে ৷ কিন্তু, সেই ব্যক্তির দেহ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ৷ পাশাপাশি, তুষার ধসের পর থেকে আরও দু'জনের সন্ধান পাওয়া যাচ্ছে না ৷

আরও পড়ুন: মারা গেল অনন্তপদ্মনভ মন্দিরের অলৌকিক কুমির ‘বাবিয়া’

অভিষেক জানিয়েছেন, উত্তর কাশির সংশ্লিষ্ট পর্বতে তুষার ধসের ঘটনাটি ঘটে গত 4 অক্টোবর ৷ ভয়াবহ দুর্যোগের কবলে পড়ে পর্বতারোহীদের একটি দল ৷ নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেয়ারিং (Nehru Institute of Mountaineering)-এর তরফে এই অভিযানের আয়োজন করা হয়েছিল ৷ অভিযাত্রী দলে সব মিলিয়ে ছিলেন 29 জন ৷ এঁদের মধ্যে 27 জনই শিক্ষানবীশ ৷ বাকি দু'জন ছিলেন প্রশিক্ষক ৷ সামিট করে ফেরার পথে 17 হাজার ফুট উচ্চতায় তুষার ধসের কবলে পড়েন অভিযাত্রীরা ৷

এরপরই ওই এলাকায় যৌথ তল্লাশি শুরু করা হয় ৷ তল্লাশি অভিযানে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, আইটিবিপি, সেনাবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা ৷ 4 অক্টোবর থেকে শুরু হওয়া এই তল্লাশি অভিযান এখনও চলছে ৷ জেলাশাসক জানিয়েছেন, তুষার ধসের পরই ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে তুষারপাত হয় ৷ ফলে দুর্গতরা সকলেই বরফের চাদরে ঢাকা পড়ে যান ৷ উপরন্তু, গত কয়েকদিন ধরে আবহাওয়াও অনুকূলে নেই ৷ তবুও এখনও দুই পর্বতারোহীর জীবিত থাকার আশা ছাড়তে নারাজ উদ্ধারকারীরা ৷ নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷ পাশাপাশি, আরও একটি মৃতদেহের খোঁজও চালাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা ৷ জেলাশাসকের আশা, দ্রুত এই অভিযান সম্পন্ন হবে ৷

নয়াদিল্লি, 10 অক্টোবর: উত্তর কাশীতে তুষার ধসের (Uttarkashi Avalanche) ঘটনায় মৃত আরও পাঁচজনের দেহ উদ্ধার করা হল (Five More Bodies Discovered) ৷ সোমবার এই পাঁচটি দেহ মতলির (Matli) আইটিবিপি ক্য়াম্পে (ITBP Camp) নিয়ে আসা হয় ৷

উত্তর কাশীর জেলাশাসক অভিষেক রুহেলা এই প্রসঙ্গে জানিয়েছেন, সোমবারই পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট 26টি দেহ উদ্ধার করা হল এই ঘটনায় ৷ সামিট ক্যাম্প ও তার আশপাশেই দেহগুলি খুঁজে পান উদ্ধারকারী দলের সদস্যরা ৷ একইসঙ্গে জেলাশাসক জানিয়েছেন, এই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে তাঁদের কাছে খবর রয়েছে ৷ কিন্তু, সেই ব্যক্তির দেহ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ৷ পাশাপাশি, তুষার ধসের পর থেকে আরও দু'জনের সন্ধান পাওয়া যাচ্ছে না ৷

আরও পড়ুন: মারা গেল অনন্তপদ্মনভ মন্দিরের অলৌকিক কুমির ‘বাবিয়া’

অভিষেক জানিয়েছেন, উত্তর কাশির সংশ্লিষ্ট পর্বতে তুষার ধসের ঘটনাটি ঘটে গত 4 অক্টোবর ৷ ভয়াবহ দুর্যোগের কবলে পড়ে পর্বতারোহীদের একটি দল ৷ নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেয়ারিং (Nehru Institute of Mountaineering)-এর তরফে এই অভিযানের আয়োজন করা হয়েছিল ৷ অভিযাত্রী দলে সব মিলিয়ে ছিলেন 29 জন ৷ এঁদের মধ্যে 27 জনই শিক্ষানবীশ ৷ বাকি দু'জন ছিলেন প্রশিক্ষক ৷ সামিট করে ফেরার পথে 17 হাজার ফুট উচ্চতায় তুষার ধসের কবলে পড়েন অভিযাত্রীরা ৷

এরপরই ওই এলাকায় যৌথ তল্লাশি শুরু করা হয় ৷ তল্লাশি অভিযানে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, আইটিবিপি, সেনাবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা ৷ 4 অক্টোবর থেকে শুরু হওয়া এই তল্লাশি অভিযান এখনও চলছে ৷ জেলাশাসক জানিয়েছেন, তুষার ধসের পরই ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে তুষারপাত হয় ৷ ফলে দুর্গতরা সকলেই বরফের চাদরে ঢাকা পড়ে যান ৷ উপরন্তু, গত কয়েকদিন ধরে আবহাওয়াও অনুকূলে নেই ৷ তবুও এখনও দুই পর্বতারোহীর জীবিত থাকার আশা ছাড়তে নারাজ উদ্ধারকারীরা ৷ নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷ পাশাপাশি, আরও একটি মৃতদেহের খোঁজও চালাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা ৷ জেলাশাসকের আশা, দ্রুত এই অভিযান সম্পন্ন হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.