উমারিয়া (মধ্যপ্রদেশ), 25 সেপ্টেম্বর: পথদুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হল মধ্যপ্রদেশের শাহদোল সংলগ্ন উমারিয়া জেলায় অবস্থিত পালি রোডে ৷ রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে৷ ওই পাঁচজন যে গাড়িতে ছিলেন, সেই গাড়িটি দ্রুতগতি আসছিল ৷ ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এনএইচ43-তে পাশের একটি গাছে ধাক্কা মারে গাড়িটি ৷ তার জেরেই মাঝগাওয়ান গ্রামের গাড়িতে থাকা পাঁচজনের মৃত্যু হয় ৷
মৃতদের মধ্যে একজন ইন্সপেক্টর পুষ্পেন্দ্র ত্রিপাঠী ৷ তিনি শাহদোলের খনিজ বিভাগে কর্মরত ছিলেন ৷ আরেকজন অবিনাশ দুবে ৷ তিনি একজন পাবলিক সার্ভিস ম্যানেজার ৷ বাকি তিনজনের নাম পরিচয় এখনও পুলিশ জানাতে পারেনি ৷ বাকি তিনজনও এই দু’জনের পরিচিত ছিলেন বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে ৷
এসডিওপি পালির দেওয়া তথ্য অনুসারে, যাত্রীদের মধ্যে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ বাকি দু’জন শাহদোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান । ওই পাঁচজন কাছের একটি ধাবায় একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে ৷
গভীর রাতে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাস্থলে আসেন । আহত ও নিহতদের উদ্ধার করা হয় ৷ পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়৷ এই খবর শোকস্তব্ধ মৃতদের পরিবার ৷
পুলিশের মতে, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে ৷ তাছাড়া যেহেতু আরোহীরা একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন, তাই তাঁরা মত্ত অবস্থাতেও থাকতে পারেন ৷ ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে ৷
একই সঙ্গে পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, জাতীয় সড়ক বা অন্যকোনও হাইওয়েতে বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর জন্য সতর্ক করা হয়, তার পরও সাধারণ মানুষ যে সতর্ক হন না, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বিপদ ডেকে আনেন, তার প্রমাণ মিলল এই দুর্ঘটনায় ৷
আরও পড়ুন: বিহারে বিষ মদের বলি 2, তদন্তে পুলিশ