বৈশালী (বিহার), 7 মে: বিয়ে বাড়ি থেকে ফেরার সময় ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল চালক-সহ 5 জনের ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলার পাতেপুর ব্লকে 28 নম্বর জাতীয় সড়কে ৷ জানা গিয়েছে, জাতীয় সড়কে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ওই গাড়িটির ৷ পুলিশের তরফে জানানো হয়েছে একটি তেলের ট্যাঙ্কারকে ওভার টেক করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ গাড়ির যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সকলকে মৃত ঘোষণা করেন ৷ চালক ছাড়াও ওই গাড়িতে সওয়ার ছিলেন এক ব্যক্তি এবং তাঁর স্ত্রী ও 2 পুত্র সন্তান ৷ অভিযোগ ঘটনার পর ঘাতক ট্রাক-সহ চালক সেখান থেকে পালিয়ে যান ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, মুজাফফরপুরের কান্তি থানার অন্তর্গত কালওয়ারি গ্রামের বাসিন্দা কমলেশ কুমার তাঁর শ্বশুরবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ তাঁরা সমস্তিপুরের রেহমতপুরে সেই বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ৷ তাঁদের ফেরার জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছিল ৷ সপরিবারে ফেরার সময় বৈশালী জেলার পাতেপুর ব্লকে 28 নম্বর জাতীয় সড়কে একটি ওভার লোডেড ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা মারে ৷ যার অভিঘাত এতটাই সাংঘাতিক ছিল যে, গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায় ৷
পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকলকে উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালে পাঠায় ৷ কিন্তু, চিকিৎসক চালক-সহ পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ জানিয়েছে, গাড়ির চালক ফাঁকা রাস্তা দেখে একটি তেলের ট্যাঙ্কারকে ওভার টেক করতে যান ৷ আর তখনই উলটো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির ৷
আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত মহিলাকে দেখতে গিয়ে মোটরবাইকের ধাক্কায় জখম পরিবারের সদস্যরা
পুলিশ জানিয়েছে, মৃত চালকের নাম রোহিত ৷ আর এই ঘটনায় প্রাণ হারানো বাকি চার জন হলেন, কমলেশ কুমার, তাঁর স্ত্রী রিঙ্কু দেবী এবং দুই ছেলে আমন কুমার ও অঙ্কিত কুমার ৷ কমলেশ কুমার পেশায় নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ৷ রাজমিস্ত্রিদের চুক্তির কাজ করতেন তিনি ৷ তাঁর দাদা রাকেশ কুমার জানিয়েছেন, তাঁরা সমস্তিপুর থেকে মুজফফরপুরের ক্যালভারির বাড়িতে ফিরছিলেন ৷ সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে ৷