তিরুবনন্তপুরম, 30 জুলাই: সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতে মাঙ্কিপক্স আক্রান্ত প্রথম ব্যক্তি ৷ শনিবার কেরলের বাসিন্দা ওই ব্যক্তিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, দু'দিন আগেই ওই ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল ৷ কিন্তু 72 ঘণ্টার ব্যবধানে তাঁর আরও দুটি স্বাস্থ্য পরীক্ষা হওয়ায়, ওই ব্যক্তিকে শনিবার হাসপাতাল থেকে ছাড়া হয়েছে (first Monkeypox patient in India cured) ৷
কেরলের স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মাঙ্কিপক্স আক্রান্ত ওই ব্যক্তির যাবতীয় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক এসেছে ৷ সমস্ত উপসর্গও সেরে গিয়েছে ৷ যাঁরা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তাঁরাও প্রত্যেকে সুস্থ আছেন ৷ রাজ্যের আরও দুই মাঙ্কিপক্স আক্রান্তের শারীরিক অবস্থাও সন্তোষজনক, দ্রুত তাঁরা সুস্থ হচ্ছেন ৷
আরও পড়ুন: প্রবল বর্ষণে ভেসে গেল ট্রাক্টর, দেখুন হাড়হিম করা ভিডিয়ো
উল্লেখ্য, গত 14 জুলাই কেরলের বাসিন্দা ওই ব্যক্তির দেহে মাঙ্কিপক্স সংক্রমণ ধরা পড়ে ৷ 12 জুলাই তিনি আরব আমিরশাহী থেকে ফিরেছিলেন ৷ তিনি তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন ৷