আজমের, 8 এপ্রিল: আজমেরের জওহরলাল নেহরু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল ৷ বৃহস্পতিবার ভোরবেলা আচমকা আগুন লেগে যাওয়ায় রোগীদের নিয়ে হুলুস্থুল বেঁধে যায় ৷ ঘটনাস্থলে যায় দমকল ৷ শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে ৷
বৃহস্পতিবার ভোর 4টে নাগাদ আজমেরের জওহরলাল নেহরু হাসপাতালে নিউরো সার্জারি ওয়ার্ডে আগুন লেগে যায় ৷ এরপরই আতঙ্কের পরিবেশ তৈরি হয় সেই ওয়ার্ডে ৷ কোনওক্রমে রোগীদের ওয়ার্ড থেকে বাইরে বের করে আনা হয় ৷ হাসপাতালকর্মীদের সঙ্গে রোগীদের অন্যত্র সরানোর কাজে হাত লাগান রোগীর আত্মীয় পরিজনেরাও ৷ ভেতরের ওয়ার্ডে আগুন লাগায় দমকলের ইঞ্জিন ঢোকাতেও বেগ পেতে হয়েছে ৷
আরও পড়ুন: 45 বছর বা তার বেশি বয়সি কর্মচারীদের করোনা টিকা নেওয়ার পরামর্শ কেন্দ্রের
শর্ট সার্কিটের জেরে এসি বিস্ফোরণ হয়েই আগুন লেগেছে বলে মনে করছে দমকল ৷ এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ হাসপাতালে যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা নেই বলে অভিযোগ ৷ এর আগেও এমন ঘটনা ঘটেছে এই হাসপাতালে ৷ একবার কোভিড আইসিইউ-তেও শর্ট সার্কিট থেকে আগুন লেগে গিয়েছিল ৷ যার জেরে এক রোগীর মৃত্যুও হয়েছিল ৷ পুড়ে ছাই হয়ে গিয়েছিল প্রায় আধ ডজন ভেন্টিলেটর ৷ তবে এর পরেও হাসপাতালের বৈদ্যুতিন ব্যবস্থার কোনও মেরামত করা হয়নি বলে অভিযোগ ৷ ফলে এর পরেও ফের এখানে বড় কোনও ঘটতে পারে বলে আশঙ্কা রোগীর আত্মীয়দের ৷