ETV Bharat / bharat

একশো দিনের কাজে জাতের ভিত্তিতে মজুরি ভাগের পরামর্শ কেন্দ্রের, উদ্বিগ্ন শ্রমিকরা - জাতের ভিত্তিতে মজুরি ভাগ

একশো দিনের কাজে জাতের ভিত্তিতে মজুরি ভাগের পরামর্শ দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক ৷ এতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন শ্রমিকরা ৷ তবে আশঙ্কা অমূলক বলে দাবি কেন্দ্রের ৷

Finance Ministry advised caste-wise split in MGNREGA wage payments, Workers get worried
একশো দিনের কাজে জাতের ভিত্তিতে মজুরি ভাগের পরামর্শ কেন্দ্রের, উদ্বিগ্ন শ্রমিকরা
author img

By

Published : Jun 4, 2021, 4:32 PM IST

নয়াদিল্লি, 4 জুন : চলতি অর্থবর্ষ থেকে একশো দিনের কাজে জাতপাতের ভিত্তিতে মজুরি বিভাজিত করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ৷ তাতেই চিন্তায় পড়েছেন দিনমজুররা ৷ তাঁদের আশঙ্কা, এই ব্যবস্থা কার্যকর হলে মজুরি পেতে বিলম্ব হতে পারে ৷ তবে জাতের ভিত্তিতে মজুরি ভাগ করা হলে শ্রমিকদের কোনও সমস্যায় পড়তে হবে না বলে দাবি করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন সচিব এনএন সিনহা ৷

গ্রামোন্নয়ন মন্ত্রকের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, চলতি আর্থিকবর্ষ থেকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি ও অন্যান্যদের জাতের ভিত্তিতে বিভাজিত করে সেই মতো এমজি নারেগা (MGNREGA) প্রকল্পে মজুরি ভাগ করে দেওয়া হবে ৷ এতে অযথা পারিশ্রমিক পেতে বিলম্ব হওয়ার ও জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন শ্রমিকরা ৷ এর ফলে এই প্রকল্পের তহবিলে বরাদ্দ কমেও যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই ৷

যদিও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন সচিব এনএন সিনহা এ ব্যাপারে বলেছেন, "যুক্তিটা খুবই সহজ ৷ এমনটা নয় যে, এসসি ও এসটি-দের দেওয়া মজুরির উল্লেখ নারেগা ওয়েবসাইটে থাকবে না ৷ কিন্তু সবমিলিয়ে বাজেট অনুযায়ী মানুষ বুঝতেই পান না যে, তফশিলি জাতি / উপজাতি খাতে তাঁরা কী সুবিধে পাচ্ছেন ৷ সেই কারণেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক পরামর্শ দিয়েছে যে, আমাদের বাজেটের প্রস্তাব মেনে এসসি ও এসটি-দের সুবিধেগুলি দেওয়া উচিত এবং তার উল্লেখ রাখা উচিত ৷"

আরও পড়ুন: আলাপনের উত্তর পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত, বলছে কেন্দ্র

নয়া এই ব্যবস্থায় শ্রমিকদের উদ্বেগের কোনও কারণ নেই বলে দাবি করেছেন গ্রামোন্নয়ন সচিব ৷ তাঁর কথায়, "শ্রমিকদের জন্য় বিভিন্ন মজুরি ট্রান্সফার করা হবে না ৷ ফান্ড ট্রান্সফারের একটাই নির্দেশ দেওয়া হবে, যেটি জাতের ভিত্তিতে তিনটি ভাগে ভেঙে দেওয়া হবে ৷ পেমেন্ট জেনারেট হয়ে গেলে টাকা সরাসরি সুবিধেভোগীর অ্যাকাউন্টে গিয়ে পড়বে ৷ শ্রমিকদের যেটা করতে বলা হবে, তা তারা সঠিকভাবে করে প্রস্তুতি নিয়ে রাখলে মজুরি পেতে কোনও দেরি হবে না ৷"

এই প্রস্তাব গৃহীত হলে যে সব জেলায় এসসি ও এসটি জনসংখ্যা বেশি, সেখানে বরাদ্দ কমিয়ে দেওয়ার কথা উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে শ্রমিকদের ৷ তবে এই আশঙ্কা অমূলক বলে দাবি এনএন সিনহার ৷ তিনি বলেছেন, "এমজি নারেগা এখন সর্বজনীন ৷ কাজেই এখন এটা যে আকারে রয়েছে, তা বদল করার কোনও পরিকল্পনা আপাতত নেই ৷"

নয়াদিল্লি, 4 জুন : চলতি অর্থবর্ষ থেকে একশো দিনের কাজে জাতপাতের ভিত্তিতে মজুরি বিভাজিত করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ৷ তাতেই চিন্তায় পড়েছেন দিনমজুররা ৷ তাঁদের আশঙ্কা, এই ব্যবস্থা কার্যকর হলে মজুরি পেতে বিলম্ব হতে পারে ৷ তবে জাতের ভিত্তিতে মজুরি ভাগ করা হলে শ্রমিকদের কোনও সমস্যায় পড়তে হবে না বলে দাবি করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন সচিব এনএন সিনহা ৷

গ্রামোন্নয়ন মন্ত্রকের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, চলতি আর্থিকবর্ষ থেকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি ও অন্যান্যদের জাতের ভিত্তিতে বিভাজিত করে সেই মতো এমজি নারেগা (MGNREGA) প্রকল্পে মজুরি ভাগ করে দেওয়া হবে ৷ এতে অযথা পারিশ্রমিক পেতে বিলম্ব হওয়ার ও জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন শ্রমিকরা ৷ এর ফলে এই প্রকল্পের তহবিলে বরাদ্দ কমেও যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই ৷

যদিও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন সচিব এনএন সিনহা এ ব্যাপারে বলেছেন, "যুক্তিটা খুবই সহজ ৷ এমনটা নয় যে, এসসি ও এসটি-দের দেওয়া মজুরির উল্লেখ নারেগা ওয়েবসাইটে থাকবে না ৷ কিন্তু সবমিলিয়ে বাজেট অনুযায়ী মানুষ বুঝতেই পান না যে, তফশিলি জাতি / উপজাতি খাতে তাঁরা কী সুবিধে পাচ্ছেন ৷ সেই কারণেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক পরামর্শ দিয়েছে যে, আমাদের বাজেটের প্রস্তাব মেনে এসসি ও এসটি-দের সুবিধেগুলি দেওয়া উচিত এবং তার উল্লেখ রাখা উচিত ৷"

আরও পড়ুন: আলাপনের উত্তর পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত, বলছে কেন্দ্র

নয়া এই ব্যবস্থায় শ্রমিকদের উদ্বেগের কোনও কারণ নেই বলে দাবি করেছেন গ্রামোন্নয়ন সচিব ৷ তাঁর কথায়, "শ্রমিকদের জন্য় বিভিন্ন মজুরি ট্রান্সফার করা হবে না ৷ ফান্ড ট্রান্সফারের একটাই নির্দেশ দেওয়া হবে, যেটি জাতের ভিত্তিতে তিনটি ভাগে ভেঙে দেওয়া হবে ৷ পেমেন্ট জেনারেট হয়ে গেলে টাকা সরাসরি সুবিধেভোগীর অ্যাকাউন্টে গিয়ে পড়বে ৷ শ্রমিকদের যেটা করতে বলা হবে, তা তারা সঠিকভাবে করে প্রস্তুতি নিয়ে রাখলে মজুরি পেতে কোনও দেরি হবে না ৷"

এই প্রস্তাব গৃহীত হলে যে সব জেলায় এসসি ও এসটি জনসংখ্যা বেশি, সেখানে বরাদ্দ কমিয়ে দেওয়ার কথা উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে শ্রমিকদের ৷ তবে এই আশঙ্কা অমূলক বলে দাবি এনএন সিনহার ৷ তিনি বলেছেন, "এমজি নারেগা এখন সর্বজনীন ৷ কাজেই এখন এটা যে আকারে রয়েছে, তা বদল করার কোনও পরিকল্পনা আপাতত নেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.