লখনউ, 03 ডিসেম্বর: লুকিয়ে চুরিয়ে নয়, উত্তরপ্রদেশে বায়ুসেনা ঘাঁটির দোরগোড়া থেকে যুদ্ধবিমানের চাকা চুরি (Fighter Jet Wheel Stolen) করে নিয়ে গেল চোরের দল । তার পর এক সপ্তাহ কাটতে চললেও এখনও চাকা তো উদ্ধার করা যায়ইনি, নাগাল মেলেনি চোরের দলের । এই ঘটনায় দেশবিরোধীদের ষড়যন্ত্র দেখছে রাজ্য পুলিশ ।
গত 27 নভেম্বর রাতে লখনউয়ের বখশী কে তলাব (Uttar Pradesh Air Base) বায়ুসেনা ঘাঁটিতে, রাত 2টো নাগাদ এই ঘটনা ঘটে । সেখান থেকে জোধপুরের বিমানঘাঁটিতে মিরাজ 2000 যুদ্ধবিমানের (Fighter jet Miraj 2000) পাঁচটি চাকা এবং অন্যান্য সরঞ্জাম পাঠানো হচ্ছিল ।
আরও পড়ুন: NCR Pollution Control: দূষণের দায় ইসলামাবাদের ঘাড়ে চাপানোয় সুপ্রিম তিরষ্কার যোগী সরকারকে
সব কিছু নিয়ে সবে বায়ুসেনা ঘাঁটির মূল ফটক ছাড়িয়ে বেরিয়েছে ট্রাকটি, সঙ্গে সঙ্গে ট্রেলারের সামনে হাজির হয় একটি স্করপিও । তার মধ্যে থাকা একদল যুবকই যুদ্ধবিমানের একটি চাকা নিয়ে উধাও হয়ে যায় বলে অভিযোগ ।
ঘটনার সঙ্গে সঙ্গেই আপৎকালীন নম্বর 112 ডায়াল করে চাকা চুরির অভিযোগ জানান ট্রেলারের চালক হেম সিং রাওয়াত । পুলিশ এসে ট্রেলারটিকে আশিয়ানা থানায় নিয়ে যায় । সেখান থেকে বাকি চারটি চাকা নিয়েই জোধপুরের উদ্দেশে রওনা দেন আদতে রাজস্থানেরই বাসিন্দা হেম সিং । সেখানে বায়ুসেনা তাঁকে হেফাজতে নেয় ।
আরও পড়ুন: Rahul Gandhi Attacks Narendra Modi: কৃষক মৃত্যুর দায় স্বীকার করুন, মোদিকে তীব্র আক্রমণ রাহুলের
কিন্তু হেম সিংয়ের দাবি, বখশী কা তলাব বায়ুসেনা ঘাঁটি থেকে বেরিয়ে শহিদপথ ধরে এগোচ্ছিলেন তিনি । কিন্তু এইচআর হোটেলের কাছে রাস্তায় যানজট থাকায় বেশ কিছুক্ষণ আটকে পড়েন । তখনই স্করপিও চেপে তাঁর সামনে আসে দুষ্কৃতীরা । সন্দেহ হওয়ায় ট্রেলার থেকে নেমে আসেন তিনি । বোঝাই জিনিস মিলিয়ে দেখতে গিয়ে দেখেন একটি চাকা নেই । তখনই ফোন করে অভিযোগ জানান ।
কিন্তু গোটা ঘটনায় দেশবিরোধী ষড়যন্ত্র দেখছে উত্তরপ্রদেশ পুলিশ । আশিয়ানা থানার ইনস্পেক্টর ধীরজ শুক্লা জানিয়েছেন, শহিদপথ এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছেন তাঁরা । খুব শীঘ্র চাকা চোরদের হদিশ মিলবে বলেও আশাবাদী তিনি । কিন্তু যুদ্ধবিমানের চাকা অন্যত্র ব্যবহার করা সম্ভব নয় । তাই চাকা চুরির কারণ নিয়ে ধোঁয়াশা কাটছে না ।