ETV Bharat / bharat

Shocking Incident in Bettiah: স্ত্রীকে ভিডিয়ো কল করে শিশুপুত্রকে খুনের পর আত্মঘাতী বাবা - Murder

Father killed Son before Suicide in Bettiah: দাম্পত্য কলহের জেরে এক ব্যক্তি বিহারের বেতিয়ায় আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ ৷ স্ত্রীকে ভিডিয়ো কল করে তিনি আত্মঘাতী হন বলে অভিযোগ উঠেছে ৷ তবে আত্মহত্যা করার আগে তিনি পাঁচ বছরের ছেলেকে খুন করেন বলে অভিযোগ ৷ বিহার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Shocking Incident in Bettiah
Shocking Incident in Bettiah
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 1:07 PM IST

Updated : Oct 26, 2023, 1:32 PM IST

বেতিয়া, 26 অক্টোবর: পারিবারিক বিবাদে মর্মান্তিক পরিণতি হল বাবা ও ছেলের ৷ অভিযোগ, বুধবার স্ত্রীকে ভিডিয়ো কল করে প্রথমে পাঁচ বছরের ছেলের গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেন বাবা ৷ তার পর নিজে আত্মঘাতী হন ৷ ঘটনাটি ঘটেছে বিহারে বেতিয়াতে ৷

সেখানকার লাউরিয়া থানা এলাকার কান্ধওয়ালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন আজিমুল্লাহ ৷ পরিবার সূত্রে খবর, তাঁর সঙ্গে তাঁর স্ত্রী হারিরার দীর্ঘদিন ধরে দাম্পত্যকলহ চলছিল ৷ সেই কারণে স্ত্রী তাঁকে ছেড়ে বাপের চলে যান ৷ সেই রাগে বছর 43-এর আজিমুল্লাহ স্ত্রীকে ভিডিয়ো কল করেন ৷ তার পর সেই ভিডিয়ো কল চলাকালীনই প্রথমে ছেলে আয়ানকে খুনে করেন ৷ পরে নিজে আত্মঘাতী হন ৷

সঙ্গে সঙ্গে ভাই তৌসিফকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন হারিরা ৷ কিন্তু তাঁরা যতক্ষণে পৌঁছান, ততক্ষণে সবশেষ ৷ এর পর স্থানীয়রাই আজিমুল্লাহ ও তাঁর ছেলে আয়ানের মৃতদেহ ফাঁস খুলে নামান ৷ খবর দেওয়া হয় পুলিশকে ৷ এর পর পুলিশ ঘটনাস্থলে যায় ৷ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয় ৷ আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷ মৃতের স্ত্রীর সঙ্গেও কথা বলা হবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে ৷

পুলিশ আরও জানিয়েছে, আজিমুল্লাহ গ্রামেই একটি মুদির দোকান চালাতেন । ছেলে আয়ান ছাড়াও তাঁর দুই মেয়ে রয়েছে ৷ দাম্পত্য কলহের জেরে তাঁর স্ত্রী প্রায় দেড় মাস ধরে দেউড়োয়া গ্রামে বাপেরবাড়িতে ছিলেন ৷ আজিমুল্লাহ তাঁর তিন সন্তানকে একাই দেখভাল করছিলেন ৷ এর প্রভাব তাঁর ব্যবসায় পড়ছিল ৷ এতেই বিরক্ত হয়ে তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রে জোড়া দুর্ঘটনায় অন্তত 10 জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

বেতিয়া, 26 অক্টোবর: পারিবারিক বিবাদে মর্মান্তিক পরিণতি হল বাবা ও ছেলের ৷ অভিযোগ, বুধবার স্ত্রীকে ভিডিয়ো কল করে প্রথমে পাঁচ বছরের ছেলের গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেন বাবা ৷ তার পর নিজে আত্মঘাতী হন ৷ ঘটনাটি ঘটেছে বিহারে বেতিয়াতে ৷

সেখানকার লাউরিয়া থানা এলাকার কান্ধওয়ালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন আজিমুল্লাহ ৷ পরিবার সূত্রে খবর, তাঁর সঙ্গে তাঁর স্ত্রী হারিরার দীর্ঘদিন ধরে দাম্পত্যকলহ চলছিল ৷ সেই কারণে স্ত্রী তাঁকে ছেড়ে বাপের চলে যান ৷ সেই রাগে বছর 43-এর আজিমুল্লাহ স্ত্রীকে ভিডিয়ো কল করেন ৷ তার পর সেই ভিডিয়ো কল চলাকালীনই প্রথমে ছেলে আয়ানকে খুনে করেন ৷ পরে নিজে আত্মঘাতী হন ৷

সঙ্গে সঙ্গে ভাই তৌসিফকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন হারিরা ৷ কিন্তু তাঁরা যতক্ষণে পৌঁছান, ততক্ষণে সবশেষ ৷ এর পর স্থানীয়রাই আজিমুল্লাহ ও তাঁর ছেলে আয়ানের মৃতদেহ ফাঁস খুলে নামান ৷ খবর দেওয়া হয় পুলিশকে ৷ এর পর পুলিশ ঘটনাস্থলে যায় ৷ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয় ৷ আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷ মৃতের স্ত্রীর সঙ্গেও কথা বলা হবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে ৷

পুলিশ আরও জানিয়েছে, আজিমুল্লাহ গ্রামেই একটি মুদির দোকান চালাতেন । ছেলে আয়ান ছাড়াও তাঁর দুই মেয়ে রয়েছে ৷ দাম্পত্য কলহের জেরে তাঁর স্ত্রী প্রায় দেড় মাস ধরে দেউড়োয়া গ্রামে বাপেরবাড়িতে ছিলেন ৷ আজিমুল্লাহ তাঁর তিন সন্তানকে একাই দেখভাল করছিলেন ৷ এর প্রভাব তাঁর ব্যবসায় পড়ছিল ৷ এতেই বিরক্ত হয়ে তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রে জোড়া দুর্ঘটনায় অন্তত 10 জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

Last Updated : Oct 26, 2023, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.