পটনা, 29 এপ্রিল: আড়াই মাসের মেয়েকে শ্বাসরোধ করে খুন করল বাবা ৷ ঘটনাটি ঘটেছে বিহারের পটনায় ৷ শিশুটির দেহ রান্নাঘরে ডালডার টিনের বাক্সে তালাবন্ধ করে রেখেছিল অভিযুক্ত ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে ৷ অভিযুক্তের নাম ভরত ৷
জানা গিয়েছে, 27 এপ্রিল শিশুটির নিখোঁজের অভিযোগ থানায় দায়ের করা হয় ৷ সেই অভিযোগ করেন খোদ ভরত ৷ 28 এপ্রিল জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাবা তার অপরাধ স্বীকার করে । সে জানায়, মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং রান্নাঘরে লুকিয়ে রেখেছে ৷ এরপরই ওই ব্যক্তির বাড়ির রান্নাঘরে ডালডার বাক্স থেকে মেয়েটির দেহ উদ্ধার করে পুলিশ ।
কদমকুয়ান থানার পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাবা ভরত জানায়, কাজিপুর এলাকায় ডিম বিক্রি করে সে ৷ আগেই তার একটি ছেলে রয়েছে । আড়াই মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম হয় ৷ মেয়েটি জন্ম থেকেই অসুস্থ ৷ তার হৃদয়ে ছিদ্র ছিল । ভরত পুলিশকে জানায়, মেয়েটির চিকিৎসা নিয়ে সে খুবই বিরক্ত ছিল ৷ এমনকী বাড়ির গয়নাও বিক্রি করে দিয়েছিল তার চিকিৎসা করানোর জন্য ৷ কিন্তু তার স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি ।
সেই সঙ্গে ডিম ব্যবসা থেকে তার যথেষ্ট আয় হচ্ছিল না ৷ সন্তানদের ভরণ-পোষণের পাশাপাশি মেয়ের চিকিৎসা করানো দুষ্কর হয়ে পড়ছিল তার পক্ষে । এর জেরে বিরক্ত হয়েই 26 এপ্রিল রাতেই মেয়ের মুখ চেপে শ্বাসরোধ করে তাকে হত্যা করে অভিযুক্ত । এরপর দেহটি একটি ডালডার বাক্সে রেখে রান্নাঘরে লুকিয়ে রাখে । মেয়েকে হত্যার পর বাবা তাকে না খুঁজে পাওয়ার নাটক করে । কিছুক্ষণ পর স্ত্রী সন্তানের কথা জিজ্ঞেস করায় তাকে থানায় অভিযোগ করতে হয় । মেয়েটির মা এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছু জানতেই না বলে জানা গিয়েছে ।
সূত্রের খবর, ভারত 26 এপ্রিলের ঘটনার 7 দিন আগেও মেয়েকে হত্যা করার চেষ্টা করেছিল ৷ সে মেয়েটির নাকে ফেভিকউইক দিয়ে দেয় । যাতে তার নাক আটকে যায় এবং শ্বাস বন্ধ হয়ে শিশুটি মারা যায় ৷ কিন্তু তা হয়নি এবং মেয়েটি বেঁচে যায় । এরপর ভরত সেই পরিকল্পনায় কাজ না হওয়ায় মেয়েকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে অভিযুক্ত । অপরদিকে কদমকুয়ান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমলেন্দু জানান, মেয়েটিকে তার বাবা খুন করেছে এবং পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে ।
আরও পড়ুন: পারিবারিক অশান্তির জের! তিন সন্তানকে নিয়ে আত্মহত্যা মায়ের