ETV Bharat / bharat

ষষ্ঠ সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী, দেখতে হেলমেট ছাড়াই পাঁচ সন্তানকে বাইকে বসিয়ে ঝুঁকির সফর বাবার; তাজ্জব পুলিশ - 5 সন্তান

6 People Ride in One Bike: ষষ্ঠবার পুত্র সন্তানের জন্ম স্ত্রীর ৷ পাঁচ সন্তানকে বাইকে চাপিয়ে নবজাতককে দেখতে চললেন বাবা ৷ রাস্তায় মুখোমুখি পুলিশ 'মামা'র ৷ ধরে সোজা কাটলেন চালান ৷

father and five children Ride One Bike
5 সন্তানকে নিয়ে বাইকে সফর বাবার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 10:39 PM IST

বারাবাঙ্কি, 25 নভেম্বর: 'খাতরোঁ কে খিলাড়ি' বাবা ! ষষ্ঠ সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী ৷ তাই জীবনের পরোয়া না-করেই 5 সন্তানকে বাইকে চাপিয়ে ষষ্ঠকে দেখতে চললেন ব্য়ক্তি ৷ হাতেনাতে রাস্তায় পাকড়াও করল পুলিশ ৷ হেলমেট ছাড়া কেন সফর? জিজ্ঞেস করায় ব্যক্তির জবাবে হেসে লুটিয়ে পড়েন পুলিশ আধিকারিকরা ৷ তিনি জানান, তাঁর স্ত্রী হাসপাতালে তাদের ষষ্ঠ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন । তিনি সকল সন্তানকে তাদের নতুন ভাইয়ের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যাচ্ছেন। যদিও পুলিশের সেই উত্তর পছন্দ হয়নি মোটেই ৷ পরবর্তীতে পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে বাইক আরোহীর বিরুদ্ধে ৷

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় বাইকে করে পাঁচ সন্তান নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি । প্রথমত, ছয়জন এক বাইকে ৷ দ্বিতীয়ত, তাদের কারও মাথায় হেলমেট ছিল না । ফলে বাইকটির রাস্তা আটকায় পুলিশ ৷ পরে সতর্ক ও জরিমানা করে ছেড়ে দেওয়া হয় বাইকটিকে। শুক্রবার সিও সিটি বিনু সিং লখনউ-অযোধ্যা হাইওয়েতে চৌপুলার কাছে দল নিয়ে গাড়িতে তল্লাশি করছিলেন। সে সময় তার চোখে পড়ে বাইকটি। বাইক আরোহীর সামনে বসে ছিল দুই শিশু, আর পিছনে বসেছিল তিন সন্তান। সবমিলিয়ে বাইকে চালক-সহ মোট 6 জন বসেছিল। এক বাইকে এত মানুষ দেখে পুলিশ অবাক হয়ে যায় । রাস্তার অন্যান্য চালকরাও বাইকের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে ।

বাইক আরোহীকে নিয়ম মেনে থামায় পুলিশ । সিও সিটি বাইক চালককে জিজ্ঞেস করেন, হেলমেট না-পরে এত বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছেন? এতে চালক জবাব দেন, স্ত্রী হাসপাতালে ভরতি ৷ তিনি ষষ্ঠ সন্তানের জন্ম দিয়েছেন । সন্তানরা সকলে তাদের নতুন ভাইকে দেখতে চায় । সেজন্য তাদের হাসপাতালে নিয়ে যাচ্ছি । পুলিশ বাইক চালককে বুঝিয়ে বলে, এভাবে নিজের ও সন্তানের জীবনের ঝুঁকি নেওয়া ঠিক নয় । সিও সিটি বিনু সিং জানান, বাইক আরোহীকে জরিমানা করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. একটি বাইকে 8 জন! পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মৃত্যু দম্পতি-সহ 2 সন্তানের
  2. বহরমপুর বাইপাসে অন্য অধীর! হাত ছেড়ে বুলেট স্টান্ট দেখালেন প্রদেশ কংগ্রেস সভাপতি
  3. চলন্ত বাইকে রোমান্সে মগ্ন যুগল, ভিডিয়ো ভাইরাল

বারাবাঙ্কি, 25 নভেম্বর: 'খাতরোঁ কে খিলাড়ি' বাবা ! ষষ্ঠ সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী ৷ তাই জীবনের পরোয়া না-করেই 5 সন্তানকে বাইকে চাপিয়ে ষষ্ঠকে দেখতে চললেন ব্য়ক্তি ৷ হাতেনাতে রাস্তায় পাকড়াও করল পুলিশ ৷ হেলমেট ছাড়া কেন সফর? জিজ্ঞেস করায় ব্যক্তির জবাবে হেসে লুটিয়ে পড়েন পুলিশ আধিকারিকরা ৷ তিনি জানান, তাঁর স্ত্রী হাসপাতালে তাদের ষষ্ঠ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন । তিনি সকল সন্তানকে তাদের নতুন ভাইয়ের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যাচ্ছেন। যদিও পুলিশের সেই উত্তর পছন্দ হয়নি মোটেই ৷ পরবর্তীতে পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে বাইক আরোহীর বিরুদ্ধে ৷

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় বাইকে করে পাঁচ সন্তান নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি । প্রথমত, ছয়জন এক বাইকে ৷ দ্বিতীয়ত, তাদের কারও মাথায় হেলমেট ছিল না । ফলে বাইকটির রাস্তা আটকায় পুলিশ ৷ পরে সতর্ক ও জরিমানা করে ছেড়ে দেওয়া হয় বাইকটিকে। শুক্রবার সিও সিটি বিনু সিং লখনউ-অযোধ্যা হাইওয়েতে চৌপুলার কাছে দল নিয়ে গাড়িতে তল্লাশি করছিলেন। সে সময় তার চোখে পড়ে বাইকটি। বাইক আরোহীর সামনে বসে ছিল দুই শিশু, আর পিছনে বসেছিল তিন সন্তান। সবমিলিয়ে বাইকে চালক-সহ মোট 6 জন বসেছিল। এক বাইকে এত মানুষ দেখে পুলিশ অবাক হয়ে যায় । রাস্তার অন্যান্য চালকরাও বাইকের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে ।

বাইক আরোহীকে নিয়ম মেনে থামায় পুলিশ । সিও সিটি বাইক চালককে জিজ্ঞেস করেন, হেলমেট না-পরে এত বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছেন? এতে চালক জবাব দেন, স্ত্রী হাসপাতালে ভরতি ৷ তিনি ষষ্ঠ সন্তানের জন্ম দিয়েছেন । সন্তানরা সকলে তাদের নতুন ভাইকে দেখতে চায় । সেজন্য তাদের হাসপাতালে নিয়ে যাচ্ছি । পুলিশ বাইক চালককে বুঝিয়ে বলে, এভাবে নিজের ও সন্তানের জীবনের ঝুঁকি নেওয়া ঠিক নয় । সিও সিটি বিনু সিং জানান, বাইক আরোহীকে জরিমানা করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. একটি বাইকে 8 জন! পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মৃত্যু দম্পতি-সহ 2 সন্তানের
  2. বহরমপুর বাইপাসে অন্য অধীর! হাত ছেড়ে বুলেট স্টান্ট দেখালেন প্রদেশ কংগ্রেস সভাপতি
  3. চলন্ত বাইকে রোমান্সে মগ্ন যুগল, ভিডিয়ো ভাইরাল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.