ETV Bharat / bharat

পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু না হলে কাশ্মীরের পরিস্থিতি গাজার মতো হবে, দাবি ফারুক আবদুল্লার - পাকিস্তান

Farooq Abdullah: কাশ্মীর সমস্যা নিয়ে ভয়ঙ্কর দাবি করলেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা ৷ কাশ্মীরের এই বর্ষীয়ান রাজনীতিকের দাবি, পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করা উচিত ৷ না হলে কাশ্মীরের পরিস্থিতি ভবিষ্যতে গাজার মতো হতে পারে ৷

Farooq Abdullah
Farooq Abdullah
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 5:06 PM IST

শ্রীনগর, 26 ডিসেম্বর: পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসার পক্ষে সওয়াল করলেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ফারুক আবদুল্লার ৷ তাঁর মতে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করলে কাশ্মীরের পরিস্থিতি ভবিষ্যতে গাজার মতো হতে পারে ৷ মঙ্গলবার তিনি এই কথা জানিয়েছেন ৷

এ দিন তাঁর কাছে জানতে চাওয়া হয় যে ভারতের কি পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা উচিত ? উত্তরে শুরুতেই তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর প্রসঙ্গ টানেন ৷ বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তান প্রসঙ্গে বলেছিলেন, ‘‘আমরা বন্ধু পরিবর্তন করতে পারি ৷ কিন্তু প্রতিবেশী বদল করতে পারি না ৷’’ সেই কথাই এ দিন মনে করিয়ে দেন ফারুক আবদুল্লা ৷

এর পর তিনি বলেন, "আমরা যদি প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বে থাকি, আমরা উভয়ই সমৃদ্ধ হব ৷ কিন্তু যদি আমরা শত্রুতার মধ্যে থাকি, তবে আমরা দ্রুত অগ্রগতি করতে পারব না । মোদিজিও বলেছেন যে যুদ্ধ এখন বিকল্প নয় এবং আলোচনার মাধ্যমে সমস্যাগুলি সমাধান করতে হবে । সেই আলোচনা হচ্ছে কোথায় ?"

ফারুক আবদুল্লার দাবি, "ইমরান খানকে (পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী) বাদ দিন । এখন নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং তিনি উচ্চস্বরে বলছেন যে তাঁরা আলোচনার জন্য প্রস্তুত । আমরা কেন কথা বলছি না ?’’ এর পরই গাজার প্রসঙ্গ টানেন কাশ্মীরের এই বর্ষীয়ান রাজনীতিক ৷ তাঁর কথায়, ‘‘যদি আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধান না করি, আমি দুঃখিত যে গাজায় ফিলিস্তিনিদের যে পরিস্থিতি, প্রতিদিন বোমাবর্ষণ করা হচ্ছে, আমরাও একই পরিস্থিতির মুখোমুখি হব । যেকোনও কিছু ঘটতে পারে ।’’

অন্যদিকে পুঞ্চে গত বৃহস্পতিবার সেনার গাড়িতে যে জঙ্গি হামলা হয়, তা নিয়ে তদন্তে নেমে বেশ কয়েকজনকে আটক করা হয় ৷ তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয় ৷ এই নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হয়েছেন ফারুক আবদুল্লা ৷ তিনি এই ঘটনায় তদন্তের দাবি তুলেছেন ৷

মঙ্গলবার তিনি বলেন, "শান্তিপ্রিয় আটজন নাগরিককে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনজনকে নির্দয়ভাবে মারধর করা হয় এবং তাঁদের ক্ষতস্থানে লঙ্কার গুঁড়ো মাখিয়ে দেওয়া হয় । তাঁদের মধ্যে তিনজন নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন । অন্য পাঁচজন হাসপাতালে রয়েছেন । নিহতদের একজনের ভাই বিএসএফ-এ আছেন এবং গত 24 বছর ধরে চাকরি করছেন ৷ এখন তিনি বলেছেন যে দেশের জন্য তাঁর সেবার বিনিময়ে তিনি ভাইকে হারালেন ।"

ন্যাশনাল কনফারেন্সের এই নেতা আরও বলেন, "সেনাপ্রধান নর্দান কমান্ডারকেও এখান থেকে দেরাদুনের অ্য়াকাডেমিতে নিয়ে গিয়েছেন ৷ কিন্তু তাতে সমস্যার সমাধান হবে না । কেন এমন হল তার তদন্ত হওয়া উচিত ?" তাঁর দাবি, মহাত্মা গান্ধির ভারতে মানুষ শান্তিতে বসবাস করতে পারছেন না ৷

তাছাড়া সন্ত্রাস প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করেছেন ৷ ফারুক আবদুল্লা বলেন, "চার বছর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী চেন্নাইতে একটি বক্তৃতা করেছিলেন ৷ যেখানে তিনি বলেছিলেন যে 370 ধারা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের জন্য দায়ী । এখন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষ হবে এবং উন্নয়ন হবে । চার বছর পর তিনি সংসদে বক্তৃতা দিয়ে বলছেন, তিনি এমন কিছু বলেননি । এঁরা কত মিথ্যা বলছেন । সন্ত্রাস শেষ হয়নি, বাড়ছে । প্রশিক্ষিত (সন্ত্রাসী) লোকজন আসছে এবং তারা ধরা পড়ছে না । নিরীহ মানুষকে টার্গেট করা হচ্ছে ।’’

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. 'রাম শুধু হিন্দুদের নন, সবার ভগবান', বিজেপিকে কটাক্ষ করে দাবি ফারুক আবদুল্লার
  2. ইতিহাস জানেন না অমিত শাহ, নেহরুর সমালোচনা করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ রাহুলের
  3. কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়, পাকিস্তানের দাবি উড়িয়ে ফের জানাল অ্যামেরিকা

শ্রীনগর, 26 ডিসেম্বর: পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসার পক্ষে সওয়াল করলেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ফারুক আবদুল্লার ৷ তাঁর মতে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করলে কাশ্মীরের পরিস্থিতি ভবিষ্যতে গাজার মতো হতে পারে ৷ মঙ্গলবার তিনি এই কথা জানিয়েছেন ৷

এ দিন তাঁর কাছে জানতে চাওয়া হয় যে ভারতের কি পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা উচিত ? উত্তরে শুরুতেই তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর প্রসঙ্গ টানেন ৷ বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তান প্রসঙ্গে বলেছিলেন, ‘‘আমরা বন্ধু পরিবর্তন করতে পারি ৷ কিন্তু প্রতিবেশী বদল করতে পারি না ৷’’ সেই কথাই এ দিন মনে করিয়ে দেন ফারুক আবদুল্লা ৷

এর পর তিনি বলেন, "আমরা যদি প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বে থাকি, আমরা উভয়ই সমৃদ্ধ হব ৷ কিন্তু যদি আমরা শত্রুতার মধ্যে থাকি, তবে আমরা দ্রুত অগ্রগতি করতে পারব না । মোদিজিও বলেছেন যে যুদ্ধ এখন বিকল্প নয় এবং আলোচনার মাধ্যমে সমস্যাগুলি সমাধান করতে হবে । সেই আলোচনা হচ্ছে কোথায় ?"

ফারুক আবদুল্লার দাবি, "ইমরান খানকে (পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী) বাদ দিন । এখন নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং তিনি উচ্চস্বরে বলছেন যে তাঁরা আলোচনার জন্য প্রস্তুত । আমরা কেন কথা বলছি না ?’’ এর পরই গাজার প্রসঙ্গ টানেন কাশ্মীরের এই বর্ষীয়ান রাজনীতিক ৷ তাঁর কথায়, ‘‘যদি আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধান না করি, আমি দুঃখিত যে গাজায় ফিলিস্তিনিদের যে পরিস্থিতি, প্রতিদিন বোমাবর্ষণ করা হচ্ছে, আমরাও একই পরিস্থিতির মুখোমুখি হব । যেকোনও কিছু ঘটতে পারে ।’’

অন্যদিকে পুঞ্চে গত বৃহস্পতিবার সেনার গাড়িতে যে জঙ্গি হামলা হয়, তা নিয়ে তদন্তে নেমে বেশ কয়েকজনকে আটক করা হয় ৷ তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয় ৷ এই নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হয়েছেন ফারুক আবদুল্লা ৷ তিনি এই ঘটনায় তদন্তের দাবি তুলেছেন ৷

মঙ্গলবার তিনি বলেন, "শান্তিপ্রিয় আটজন নাগরিককে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনজনকে নির্দয়ভাবে মারধর করা হয় এবং তাঁদের ক্ষতস্থানে লঙ্কার গুঁড়ো মাখিয়ে দেওয়া হয় । তাঁদের মধ্যে তিনজন নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন । অন্য পাঁচজন হাসপাতালে রয়েছেন । নিহতদের একজনের ভাই বিএসএফ-এ আছেন এবং গত 24 বছর ধরে চাকরি করছেন ৷ এখন তিনি বলেছেন যে দেশের জন্য তাঁর সেবার বিনিময়ে তিনি ভাইকে হারালেন ।"

ন্যাশনাল কনফারেন্সের এই নেতা আরও বলেন, "সেনাপ্রধান নর্দান কমান্ডারকেও এখান থেকে দেরাদুনের অ্য়াকাডেমিতে নিয়ে গিয়েছেন ৷ কিন্তু তাতে সমস্যার সমাধান হবে না । কেন এমন হল তার তদন্ত হওয়া উচিত ?" তাঁর দাবি, মহাত্মা গান্ধির ভারতে মানুষ শান্তিতে বসবাস করতে পারছেন না ৷

তাছাড়া সন্ত্রাস প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করেছেন ৷ ফারুক আবদুল্লা বলেন, "চার বছর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী চেন্নাইতে একটি বক্তৃতা করেছিলেন ৷ যেখানে তিনি বলেছিলেন যে 370 ধারা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের জন্য দায়ী । এখন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষ হবে এবং উন্নয়ন হবে । চার বছর পর তিনি সংসদে বক্তৃতা দিয়ে বলছেন, তিনি এমন কিছু বলেননি । এঁরা কত মিথ্যা বলছেন । সন্ত্রাস শেষ হয়নি, বাড়ছে । প্রশিক্ষিত (সন্ত্রাসী) লোকজন আসছে এবং তারা ধরা পড়ছে না । নিরীহ মানুষকে টার্গেট করা হচ্ছে ।’’

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. 'রাম শুধু হিন্দুদের নন, সবার ভগবান', বিজেপিকে কটাক্ষ করে দাবি ফারুক আবদুল্লার
  2. ইতিহাস জানেন না অমিত শাহ, নেহরুর সমালোচনা করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ রাহুলের
  3. কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়, পাকিস্তানের দাবি উড়িয়ে ফের জানাল অ্যামেরিকা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.