দিল্লি, 1 ফেব্রুয়ারি : দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্ত গাজ়িপুরে আরও আটোঁসাটো করা হলো নিরাপত্তা ৷ কেন্দ্রীয় কৃষি প্রত্যাহারের দাবিতে চলা কৃষক আন্দোলনের জেরেই সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷
আরও পড়ুন :গাজিপুর সীমান্তে কৃষকদের "দিল্লি চলো" অভিযান
আরও পড়ুন :আন্দোলনে অনড় কৃষকরা, গাজিপুর সীমান্তে মোতায়েন আরও পুলিশকর্মী
ইতিমধ্যেই দিল্লি পুলিশের তরফে 24 নম্বর দিল্লি-গাজ়িপুর জাতীয় সড়কে বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল ৷ একই সঙ্গে আকসারধামের রাস্তাও বন্ধ রয়েছে ৷
আরও পড়ুন :কৃষক নেতার ডাকা মহাপঞ্চায়েতে ঢল নামল জনতার
একটানা 66 দিন ধরে চলছে গাজ়িপুরে কৃষক আন্দোলন ৷ প্রথম থেকেই সেখানে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা চরমে ছিল৷ এরপর গত দু'তিন দিন ধরে সেই নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয় ৷
আরও পড়ুন :সিঙ্ঘু সীমানায় কৃষক শিবিরে হামলা
আরও পড়ুন :লাল কেল্লায় চক্রান্ত? বিক্ষোভকারীদের শান্তি রক্ষার অনুরোধ কৃষক নেতাদের
গতবছর 26 নভেম্বর থেকে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা আন্দোলনে নামেন ৷ এরপর থেকেই খবরের শিরোনামে থেকেছে গাজ়িপুর৷ সাধারণতন্ত্র দিবসের দিন ট্রাক্টর র্যালির সময় কৃষকরা রুট বদল করলে পরিস্থিতি হয়ে আরও ভয়ানক ৷ নিরাপত্তা আরও জোরদার করা হয় ৷ এরপর আজ বন্ধ করে দেওয়া হল আকসারধামের রাস্তাও ৷