নয়াদিল্লি, 24 নভেম্বর : কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত হয়ে গেল কৃষি আইন বাতিলের প্রস্তাব ৷ বুধবার মন্ত্রিসভার বৈঠকে (Union Cabinet meeting) এই প্রস্তাব পেশ করা হয় ৷ সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে কৃষি আইন বাতিলের বিল (Farm Laws Repeal Bill, 2021) পেশ করা হবে ৷ তারপরই সারা হবে আইন প্রত্যাহারের যাবতীয় সাংবিধানিক প্রক্রিয়া ৷
কেন্দ্রীয় সরকার নয়া তিন কৃষি আইন ঘোষণার পরই প্রতিবাদে সোচ্চার হন কৃষকরা ৷ পরে সংসদে ধ্বনিভোটে বিল পাস করে আইন কার্যকর করা হয় ৷ তারপর থেকেই দিল্লির সীমানায় অবস্থান বিক্ষোভ শুরু করেন কৃষকরা ৷ তাঁদের অনড় মনোভাবের সামনে শেষমেশ মাথা নোয়াতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার ৷ সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi on Farm Laws Repeal) ঘোষণা করেন, বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে নেবে তাঁর সরকার ৷ তিনি জানান, আসন্ন শীতকালীন অধিবেশনেই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া সেরে ফেলা হবে ৷