মুম্বই, 15 জানুয়ারি : ধর্ষণে অভিযুক্ত ধনঞ্জয় মুন্ডে স্বস্তি পেলেন দলের সিদ্ধান্তে ৷ তিনি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপির সদস্য৷ আর মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে ক্যাবিনেটের সদস্য৷ শুক্রবার একটি সূত্র মারফৎ জানা গিয়েছে যে আপাতত দল তাঁর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে ৷ সেই কারণে এখনই তাঁকে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে না ৷
যিনি ধনঞ্জয় মুন্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন, তাঁর বিরুদ্ধে পালটা হেনস্থার অভিযোগ করেছেন মহারাষ্ট্র সরকারের এক মন্ত্রী৷ ওই মহিলার বিরুদ্ধে একই অভিযোগ করছে বিজেপি ও এমএনএস-এর কয়েকজন নেতা ৷ সেই কারণেই শরদ পওয়ারের দল এই সিদ্ধান্ত নিয়েছে বলে ওই সূত্রের দাবি৷
বৃহস্পতিবার রাতে এনসিপির এক উচ্চপর্যায়ের বৈঠক হয় ৷ সেখানে দলের সভাপতি শরদ পওয়ার, মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ার, জলসম্পদমন্ত্রী জয়ন্ত পাটিল ও প্রফুল প্যাটেল উপস্থিত ছিলেন৷ তাঁর বাড়িতেই এই বৈঠক হয়৷ সেখানেই ঠিক হয় যে আপাতত সামাজিক ন্যায়বিচার দপ্তরের মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার প্রয়োজন নেই মুন্ডের৷
আরও পড়ুন : শনিবার কোরোনা টিকাকরণের সূচনা করবেন প্রধানমন্ত্রী
সম্প্রতি এক মহিলা ধনঞ্জয় মুন্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন৷ তার পর পালটা ওই মহিলার বিরুদ্ধে হেনস্থা ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ তোলেন ধনঞ্জয়৷ তার পরই বিজেপির কৃষ্ণ হেগড়ে দাবি করেন যে ওই মহিলা তাঁকেও কয়েক বছর ধরে হেনস্থা করেছেন৷ একই কথা শোনা যায় রাজ ঠাকরের দলের কয়েকজন নেতার কাছ থেকে৷ তার পরই এনসিপি সিদ্ধান্ত নেয় যে পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মুন্ডে মন্ত্রী হিসেবে থাকতে পারবেন৷