ETV Bharat / bharat

দেশে আটকে ভারতীয় ছাত্রছাত্রীদের পাশে বিদেশ মন্ত্রক

করোনা আবহে দেশেই আটকে পড়েছেন বহু ভারতীয় ছাত্রছাত্রী ৷ তাঁরা বিদেশে তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না ৷ এই সমস্য়া মেটাতে তাঁদের অবিলম্বে বিদেশ মন্ত্রকের সংশ্লিষ্ট বিভাগের (OIA-II Division) সঙ্গে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ সচিব ৷

external affair ministry extends help to indian students who stuck in the country during pandemic
দেশে আটকে ভারতীয় ছাত্রছাত্রীদের পাশে বিদেশ মন্ত্রক
author img

By

Published : Jun 5, 2021, 7:04 PM IST

নয়াদিল্লি, 5 জুন : যে ভারতীয় ছাত্রছাত্রীরা বিদেশের বিভিন্ন শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করছেন, অথচ করোনা পরিস্থিতির জন্য ভারতে আটকে রয়েছেন, তাঁদের সহযোগিতায় এগিয়ে এল বিদেশ মন্ত্রক ৷ শনিবার মন্ত্রকের তরফে বিদেশ সচিব অরিন্দম বাগচি একটি টুইট করেন ৷ তাতে তাঁর বার্তা, এই মুহূর্তে যেসব ভারতীয় পড়ুয়ারা বিদেশে তাঁদের শিক্ষাকেন্দ্রে যেতে পারছেন না, তাঁরা যেন অবিলম্বে বিদেশ মন্ত্রকের সংশ্লিষ্ট বিভাগের (OIA-II Division) সঙ্গে যোগাযোগ করেন ৷

এক্ষেত্রে পড়ুয়ারা যাতে সহজেই নিজেদের সমস্য়ার কথা জানাতে পারেন, তার জন্য দু’টি ই-মেল আইডিও দিয়েছেন বিদেশ সচিব ৷ সেগুলি হল, us.oia2@mea.gov.in এবং so1oia2@mea.gov.in ৷ বিদেশ মন্ত্রকের জারি করা একটি বিবৃতিতেও এই সংক্রান্ত তথ্য পেশ করা হয়েছে ৷

প্রসঙ্গত, কোভিড আবহে বিশ্বের নানা প্রান্তেই পড়ুয়ারা আটকে রয়েছেন ৷ অনেকেই বিধিনিষেধ ও লকডাউনের কারণে অন্য দেশে গিয়ে নিজেদের পড়াশোনা ফের শুরু করতে পারছেন না ৷ ভারতীয় ছাত্রছাত্রীরাও এর ব্য়তিক্রম নন ৷ এতে তাঁদের বছর নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে ৷ রয়েছে ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার মতো অন্যান্য সমস্য়াও ৷ এই প্রেক্ষাপটেই এবার বিদেশে পড়াশোনা করা পড়ুয়াদের পাশে দাঁড়াল বিদেশ মন্ত্রক ৷

আরও পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ গিয়েছে বাংলার 30 জন চিকিৎসকের

উল্লেখ্য, ভারতের যে পড়ুয়ারা কোভ্য়াকসিন বা স্পুটনিক-ভি টিকা নিয়েছেন, তাঁদের অন্য দেশে যেতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে ৷ কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এখনও পর্যন্ত করোনার এই দু’টি টিকাকে অনুমোদন দেয়নি ৷

নয়াদিল্লি, 5 জুন : যে ভারতীয় ছাত্রছাত্রীরা বিদেশের বিভিন্ন শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করছেন, অথচ করোনা পরিস্থিতির জন্য ভারতে আটকে রয়েছেন, তাঁদের সহযোগিতায় এগিয়ে এল বিদেশ মন্ত্রক ৷ শনিবার মন্ত্রকের তরফে বিদেশ সচিব অরিন্দম বাগচি একটি টুইট করেন ৷ তাতে তাঁর বার্তা, এই মুহূর্তে যেসব ভারতীয় পড়ুয়ারা বিদেশে তাঁদের শিক্ষাকেন্দ্রে যেতে পারছেন না, তাঁরা যেন অবিলম্বে বিদেশ মন্ত্রকের সংশ্লিষ্ট বিভাগের (OIA-II Division) সঙ্গে যোগাযোগ করেন ৷

এক্ষেত্রে পড়ুয়ারা যাতে সহজেই নিজেদের সমস্য়ার কথা জানাতে পারেন, তার জন্য দু’টি ই-মেল আইডিও দিয়েছেন বিদেশ সচিব ৷ সেগুলি হল, us.oia2@mea.gov.in এবং so1oia2@mea.gov.in ৷ বিদেশ মন্ত্রকের জারি করা একটি বিবৃতিতেও এই সংক্রান্ত তথ্য পেশ করা হয়েছে ৷

প্রসঙ্গত, কোভিড আবহে বিশ্বের নানা প্রান্তেই পড়ুয়ারা আটকে রয়েছেন ৷ অনেকেই বিধিনিষেধ ও লকডাউনের কারণে অন্য দেশে গিয়ে নিজেদের পড়াশোনা ফের শুরু করতে পারছেন না ৷ ভারতীয় ছাত্রছাত্রীরাও এর ব্য়তিক্রম নন ৷ এতে তাঁদের বছর নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে ৷ রয়েছে ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার মতো অন্যান্য সমস্য়াও ৷ এই প্রেক্ষাপটেই এবার বিদেশে পড়াশোনা করা পড়ুয়াদের পাশে দাঁড়াল বিদেশ মন্ত্রক ৷

আরও পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ গিয়েছে বাংলার 30 জন চিকিৎসকের

উল্লেখ্য, ভারতের যে পড়ুয়ারা কোভ্য়াকসিন বা স্পুটনিক-ভি টিকা নিয়েছেন, তাঁদের অন্য দেশে যেতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে ৷ কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এখনও পর্যন্ত করোনার এই দু’টি টিকাকে অনুমোদন দেয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.