ETV Bharat / bharat

কৃষি সেস বসলেও বাড়বে না পেট্রল-ডিজ়েলের দাম

পেট্রল-ডিজ়েলের উপর কৃষি সেস বসিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তবে তাতে ক্রেতাকে বাড়তি টাকা খরচ করতে হবে না৷ কারণ, সেই টাকার জোগান দেবে আবগারি কর৷ এই খাতে কাঁচি চালিয়েই রাখা হচ্ছে ভারসাম্য৷ একই নিয়ম কার্যকর হচ্ছে মদের উপরেও৷

author img

By

Published : Feb 1, 2021, 5:19 PM IST

union budget 2021_Explained: Why the agri-infra cess will not impact consumers
কৃষি সেস বসলেও বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম

দিল্লি, 1 ফেব্রুয়ারি : কৃষিক্ষেত্রে উন্নয়নের স্বার্থে পেট্রল-ডিজ়েলের উপর কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেসের (এআইডিসি) প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ প্রতি লিটার পেট্রল ও ডিজ়েলে কৃষি সেস-বাবদ যথাক্রমে 2.5 টাকা এবং 4 টাকা বসছে ৷ তাতে আমজনতার খরচ বাড়বে না ৷ অর্থনীতির হিসেবনিকেশের পর স্বস্তির এই খবর দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ তথ্য বলছে, বর্ধিত দামে পেট্রল বা ডিজ়েল ক্রেতার কাছে পৌঁছানোর আগেই তাতে কাঁচি চালিয়ে দেবে আবগারি কর ৷ অর্থাৎ বাড়তি টাকার জোগান চলে আসবে ওই খাত থেকেই ৷

বিষয়টা একটু ভেঙে বলা যাক ৷ আসলে নির্দিষ্ট কোনও ব্র্যান্ডের তকমা গায়ে লাগার আগেই প্রতি লিটার পেট্রলের উপর 2 টাকা 98 পয়সার বেসিক এক্সাইজ ডিউটি (বিইডি) এবং 12 টাকার স্পেশাল এক্সাইজ ডিউটি (এসএইডি) আরোপ করা হয়৷ এখন থেকে তা কমে হবে যথাক্রমে 1 টাকা 40 পয়সা এবং 11 টাকা৷

একইভাবে আনব্র্যান্ডেড ডিজ়েলের ক্ষেত্রে প্রতি লিটারে বেসিক এক্সাইজ ডিউটি 4 টাকা 83 পয়সা থেকে কমে হচ্ছে 1 টাকা 80 পয়সা৷ পাশাপাশি, স্পেশাল এক্সাইজ ডিউটি 9 টাকা থেকে কমে হচ্ছে 8 টাকা৷

এই হিসেব মোতাবেক এবার থেকে প্রতি লিটার পেট্রোলের উপর সামগ্রিকভাবে 14 টাকা 90 পয়সার শুল্ক বসবে ৷ আগে যেটা ছিল 14 টাকা 98 পয়সা ৷ ডিজ়েলের ক্ষেত্রে পরিমাণটা 13 টাকা 83 পয়সা থেকে কমে হচ্ছে 13 টাকা 80 পয়সা৷

আরও পড়ুন: বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ল 137%, কোভিড টিকায় বরাদ্দ 35,000 কোটি

একই ব্য়বস্থা করা হয়েছে অ্য়ালকোহল বা মদের ক্ষেত্রেও ৷ আগে যেখানে মদের উপর 150 শতাংশ শুল্ক ধার্য হত, এখন তা 50 শতাংশ কমিয়ে 100 শতাংশে নামানো হয়েছে ৷ ফলে, মদ বা অ্য়ালকোহলের উপর কৃষি সেস প্রস্তাবিত হলেও তার দায় ক্রেতাকে সামলাতে হবে না ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : কৃষিক্ষেত্রে উন্নয়নের স্বার্থে পেট্রল-ডিজ়েলের উপর কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেসের (এআইডিসি) প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ প্রতি লিটার পেট্রল ও ডিজ়েলে কৃষি সেস-বাবদ যথাক্রমে 2.5 টাকা এবং 4 টাকা বসছে ৷ তাতে আমজনতার খরচ বাড়বে না ৷ অর্থনীতির হিসেবনিকেশের পর স্বস্তির এই খবর দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ তথ্য বলছে, বর্ধিত দামে পেট্রল বা ডিজ়েল ক্রেতার কাছে পৌঁছানোর আগেই তাতে কাঁচি চালিয়ে দেবে আবগারি কর ৷ অর্থাৎ বাড়তি টাকার জোগান চলে আসবে ওই খাত থেকেই ৷

বিষয়টা একটু ভেঙে বলা যাক ৷ আসলে নির্দিষ্ট কোনও ব্র্যান্ডের তকমা গায়ে লাগার আগেই প্রতি লিটার পেট্রলের উপর 2 টাকা 98 পয়সার বেসিক এক্সাইজ ডিউটি (বিইডি) এবং 12 টাকার স্পেশাল এক্সাইজ ডিউটি (এসএইডি) আরোপ করা হয়৷ এখন থেকে তা কমে হবে যথাক্রমে 1 টাকা 40 পয়সা এবং 11 টাকা৷

একইভাবে আনব্র্যান্ডেড ডিজ়েলের ক্ষেত্রে প্রতি লিটারে বেসিক এক্সাইজ ডিউটি 4 টাকা 83 পয়সা থেকে কমে হচ্ছে 1 টাকা 80 পয়সা৷ পাশাপাশি, স্পেশাল এক্সাইজ ডিউটি 9 টাকা থেকে কমে হচ্ছে 8 টাকা৷

এই হিসেব মোতাবেক এবার থেকে প্রতি লিটার পেট্রোলের উপর সামগ্রিকভাবে 14 টাকা 90 পয়সার শুল্ক বসবে ৷ আগে যেটা ছিল 14 টাকা 98 পয়সা ৷ ডিজ়েলের ক্ষেত্রে পরিমাণটা 13 টাকা 83 পয়সা থেকে কমে হচ্ছে 13 টাকা 80 পয়সা৷

আরও পড়ুন: বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ল 137%, কোভিড টিকায় বরাদ্দ 35,000 কোটি

একই ব্য়বস্থা করা হয়েছে অ্য়ালকোহল বা মদের ক্ষেত্রেও ৷ আগে যেখানে মদের উপর 150 শতাংশ শুল্ক ধার্য হত, এখন তা 50 শতাংশ কমিয়ে 100 শতাংশে নামানো হয়েছে ৷ ফলে, মদ বা অ্য়ালকোহলের উপর কৃষি সেস প্রস্তাবিত হলেও তার দায় ক্রেতাকে সামলাতে হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.