ETV Bharat / bharat

Jagadish Shettar joins Congress: কংগ্রেসে যোগ দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার - জগদীশ শেত্তার

বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার ৷ সোমবার বেঙ্গালুরুর কার্যালয়ে এসে কংগ্রেসে যোগ দেন তিনি ।

Jagadish Shettar joins Congress
কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার
author img

By

Published : Apr 17, 2023, 10:00 AM IST

Updated : Apr 17, 2023, 10:41 AM IST

বেঙ্গালুরু(কর্ণাটক), 17 এপ্রিল: কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার সোমবার কংগ্রেসের হাত ধরলেন ৷ একদিন আগেই বিজেপির সঙ্গ ছাড়ার কথা ঘোষণা করেন তিনি । এদিন সকালে কংগ্রেসের বেঙ্গালুরুর কার্যালয়ে পৌঁছন তিনি ৷ সেখানেই প্রদেশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কর্ণাটক কংগ্রেস প্রধান ডি কে শিবকুমারের উপস্থিতিতে হাত শিবিরে যোগদান করলেন জগদীশ শেত্তার ৷ অবশ্য বিজেপি ছাড়লেও এখনও বিধায়ক পদে রয়েছেন তিনি ৷ কিন্তু স্পীকার বাইরে থাকায় তাঁর কাছে পদত্যাগ পত্র জমা দিতে পারেননি বলে জানিয়েছিলেন জগদীশ শেত্তার ৷ তবে তিনি বিধানসভা থেকেও পদত্যাগ করবেন ৷

সোমবার কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "জগদীশ শেত্তারের কাছ থেকে কোনও দাবি থাকবে না । আমরা কিছু অফারও করি না । তাঁকে দলের (জগদীশ শেত্তার) নীতি ও নেতৃত্বের সঙ্গে একমত হতে হবে । আমরা দেশকে ঐক্যবদ্ধ রাখতে চাই এবং শুধুমাত্র কংগ্রেসই তা করতে পারে ।" কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে জগদীশ শেত্তারের কংগ্রেসে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল ৷

হুবলি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের তরফে জগদীশ শেত্তারকে একটি বিশিষ্ট স্থান দেওয়া হবে বলে মনে করা হচ্ছে । মল্লিকার্জুন খাড়গে এদিন প্রথমে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এবং তারপর ভেনুগোপাল জগদীশ শেত্তারকে দলীয় পতাকা দেন । এই যোগদান অনুষ্ঠানে খাড়গে বলেন, "কংগ্রেস জগদীশ শেত্তারকে স্বাগত জানায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর আত্মসম্মান বজায় রাখতে কংগ্রেস দলের আদর্শকে গ্রহণ করেছেন ।"

মল্লিকার্জুন খাড়গে আরও জানান, জগদীশ শেত্তার বিজেপির সমৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম করেছেন । আজ কংগ্রেস দলে যোগ দিয়ে তিনি সেই অর্থে কংগ্রেসের শক্তি বাড়িয়েছেন। জগদীশ শেত্তারের বাবাও দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে জড়িত ছিলেন । রাহুল গান্ধি কর্ণাটক বিধানসভা নির্বাচনে 150টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা রেখেছেন ৷ এখন জগদীশ শেত্তারের যোগদানের পরে তাঁরা নিশ্চিত যে সেই জয় পাওয়া আরও সহজ হবে । খাড়গে আরও জানান, তিনি আত্মবিশ্বাসী যে কংগ্রেস উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম কেন্দ্রেও জিতবে ।

ডিকে শিবকুমারের বক্তব্য, জগদীশ শেত্তার প্রতিদ্বন্দ্বী দলের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এবং অনেক স্তরের ক্ষমতা উপভোগ করেছিলেন ৷ কিন্তু তাঁর বর্তমান অভিজ্ঞতার কারণে এইরকম একজন মহান নেতা এমনভাবে কংগ্রেসে যোগ দিলেন ৷ তবে তাঁর যোগদানে গর্বিত কংগ্রেস । প্রাক্তন সংসদ অমর সিং পাতিলও কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে তিনি জানান।

আরও পড়ুন: টিকিট অসন্তোষ! বিজেপি ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার

বেঙ্গালুরু(কর্ণাটক), 17 এপ্রিল: কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার সোমবার কংগ্রেসের হাত ধরলেন ৷ একদিন আগেই বিজেপির সঙ্গ ছাড়ার কথা ঘোষণা করেন তিনি । এদিন সকালে কংগ্রেসের বেঙ্গালুরুর কার্যালয়ে পৌঁছন তিনি ৷ সেখানেই প্রদেশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কর্ণাটক কংগ্রেস প্রধান ডি কে শিবকুমারের উপস্থিতিতে হাত শিবিরে যোগদান করলেন জগদীশ শেত্তার ৷ অবশ্য বিজেপি ছাড়লেও এখনও বিধায়ক পদে রয়েছেন তিনি ৷ কিন্তু স্পীকার বাইরে থাকায় তাঁর কাছে পদত্যাগ পত্র জমা দিতে পারেননি বলে জানিয়েছিলেন জগদীশ শেত্তার ৷ তবে তিনি বিধানসভা থেকেও পদত্যাগ করবেন ৷

সোমবার কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "জগদীশ শেত্তারের কাছ থেকে কোনও দাবি থাকবে না । আমরা কিছু অফারও করি না । তাঁকে দলের (জগদীশ শেত্তার) নীতি ও নেতৃত্বের সঙ্গে একমত হতে হবে । আমরা দেশকে ঐক্যবদ্ধ রাখতে চাই এবং শুধুমাত্র কংগ্রেসই তা করতে পারে ।" কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে জগদীশ শেত্তারের কংগ্রেসে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল ৷

হুবলি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের তরফে জগদীশ শেত্তারকে একটি বিশিষ্ট স্থান দেওয়া হবে বলে মনে করা হচ্ছে । মল্লিকার্জুন খাড়গে এদিন প্রথমে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এবং তারপর ভেনুগোপাল জগদীশ শেত্তারকে দলীয় পতাকা দেন । এই যোগদান অনুষ্ঠানে খাড়গে বলেন, "কংগ্রেস জগদীশ শেত্তারকে স্বাগত জানায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর আত্মসম্মান বজায় রাখতে কংগ্রেস দলের আদর্শকে গ্রহণ করেছেন ।"

মল্লিকার্জুন খাড়গে আরও জানান, জগদীশ শেত্তার বিজেপির সমৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম করেছেন । আজ কংগ্রেস দলে যোগ দিয়ে তিনি সেই অর্থে কংগ্রেসের শক্তি বাড়িয়েছেন। জগদীশ শেত্তারের বাবাও দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে জড়িত ছিলেন । রাহুল গান্ধি কর্ণাটক বিধানসভা নির্বাচনে 150টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা রেখেছেন ৷ এখন জগদীশ শেত্তারের যোগদানের পরে তাঁরা নিশ্চিত যে সেই জয় পাওয়া আরও সহজ হবে । খাড়গে আরও জানান, তিনি আত্মবিশ্বাসী যে কংগ্রেস উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম কেন্দ্রেও জিতবে ।

ডিকে শিবকুমারের বক্তব্য, জগদীশ শেত্তার প্রতিদ্বন্দ্বী দলের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এবং অনেক স্তরের ক্ষমতা উপভোগ করেছিলেন ৷ কিন্তু তাঁর বর্তমান অভিজ্ঞতার কারণে এইরকম একজন মহান নেতা এমনভাবে কংগ্রেসে যোগ দিলেন ৷ তবে তাঁর যোগদানে গর্বিত কংগ্রেস । প্রাক্তন সংসদ অমর সিং পাতিলও কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে তিনি জানান।

আরও পড়ুন: টিকিট অসন্তোষ! বিজেপি ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার

Last Updated : Apr 17, 2023, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.