বেঙ্গালুরু (কর্নাটক), 15 ফেব্রুয়ারি: হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে (Karnataka High Court order on hijab row), সবার তা মেনে চলা উচিত ৷ বার্তা ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের (Karnataka CM on Hijab Row) ৷ হাইকোর্টের চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত সবাইকে সংযত থাকার জন্য আর্জি জানিয়েছেন তিনি ৷
কর্নাটক বিধানসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকের (business advisory committee meeting) পর বাসবরাজ বোম্মাই বলেন, "সোমবার থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল আবার শুরু হয়েছে ৷ বিভিন্ন জেলা থেকে কিছু ঘটনার খবর এসেছে ৷ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের বিষয়ে বৈঠকে আলোচনা হবে ৷ স্কুল পরিচালন সমিতি, প্রিন্সিপাল ও অভিভাবকরা হাইকোর্টের নির্দেশ মেনে চলার দায়িত্ব ভাগ করে নেবেন ৷ এর ফলে সহায়ক একটা পরিবেশ তৈরি হবে, যেখানে হাইকোর্ট তার চূড়ান্ত রায় দিতে পারবে ৷ ততদিন পর্যন্ত আমাদের সংযত থাকতে হবে (Everyone should abide by HC order says Karnataka CM)৷"
আগামী 16 ফেব্রুয়ারি সরকারি নির্দেশে প্রি-ইউনিভার্সিটি কলেজ ও ডিগ্রি কলেজ খুলছে ৷ কর্নাটকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বিসি নাগেশ এ কথা ঘোষণা করেন ৷ 10 ফেব্রুয়ারি কর্নাটক হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার নির্দেশ দিয়েছিল ৷ সেই নির্দেশ মেনেই যাবতীয় ব্যবস্থা নিয়েছে সরকার ৷ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে দায়ের করা পিটিশন মামলার শুনানি সোমবার কর্নাটক হাইকোর্টে শুরু হলে তা মঙ্গলবার পর্যন্ত মুলতুবি করে দেয় আদালত ৷ গত সপ্তাহেই আদালত বলে দিয়েছিল যে, এই নিয়ে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ধর্মীয় পোশাক পরে যাওয়া যাবে না ৷ হাইকোর্টের এই নির্দেশের পরই সোমবার থেকে জুনিয়র ও ডিগ্রি কলেজের ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয় কর্নাটক সরকার ৷
আরও পড়ুন: Yogi Adityanath on Karnataka hijab row: শরিয়ত নয়, সংবিধান অনুযায়ী চলবে দেশ: হিজাব বিতর্কে যোগী