চিরাংগ (অসম), 31 মার্চ : বোরোল্যান্ড চুক্তিতে করা প্রতিটি প্রতিশ্রুতি 2022 সালের মধ্যে পূরণ করবে বিজেপি ৷ আজ অসমের চিরাংগ-এ নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই জানালেন বিজেপির অন্যতম মুখ্যপ্রচারক অমিত শাহ ৷ যেখানে অমিত শাহ বলেন, ‘‘আমি আজকে এখানে এসেছি এটা বলতে যে, অসমের শান্তি স্থাপনে ভারত সরকার বোরোল্যান্ড চুক্তিতে যা যা প্রতিশ্রুতি দিয়েছে তা 2022 সালের আগে সম্পন্ন করা হবে ৷’’
পাশাপাশি অসমের বন্যা সমস্যা নিয়েও এদিন বলতে শোনা যায় অমিত শাহকে ৷ তিনি বলেন, এটা অত্যন্ত জরুরি যে একটা রাজ্যে বন্যা মুক্ত পরিস্থিতি তৈরি হোক ৷ এনিয়ে তিনি বলেন, ‘‘আমাদের সঙ্কল্প পত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আগামী 5 বছরের মধ্যে অসমকে বন্যা মুক্ত করা হবে ৷’’ পাশাপাশি অসমে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের সঙ্গে জোট করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে নিশানা করেন অমিত শাহ ৷ সেখানে রাহুল গান্ধিকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ‘‘রাহুল বাবা এখন অসমে একজন পর্যটকের মতো ঘোরাঘুরি করছেন ৷ তিনি বলছেন, বদরুদ্দিন আজমল অসমের পরিচিত ৷ তাহলে আপনারাই বলুন ভূপেন হাজারিকা, উপেন্দ্র নাথ এবং শঙ্কর দেবরা কি রাজ্যের মুখ নন?’’
আরও পড়ুন : প্রি-অঙ্ক কষেই কি অসমের চা-বাগানে ইন্দিরা পৌত্রী ?
পাশাপাশি বদরুদ্দিন আজমল অসমের মুখ হতে পারে না বলে এদিনের সভা থেকে বলেন অমিত শাহ ৷ অসমে 1 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে ৷ অসমে মোট 3 দফার নির্বাচন ৷ 6 এপ্রিল শেষ দফার ভোট হবে অসমে ৷