পুনে, 30 নভেম্বর: পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ বৃহস্পতিবার ছেলেদের সঙ্গে মেয়েদের সমান সুযোগের পক্ষে সওয়াল করলেন তিনি ৷ এ দিন রাষ্ট্রপতি মুর্মু বলেন, "গত বছর থেকে মহিলা ক্যাডেটরাও এনডিএতে প্রশিক্ষণ শুরু করেছে । আর আজ প্রথমবার তাঁরা এই সমাবর্তনে অংশ নিয়েছে । তাই এই দিনটি ঐতিহাসিক । আমি বিশ্বাস করি সমস্ত মহিলা ক্যাডেটরা দেশের নাম এবং এনডিএকে এগিয়ে নিয়ে যাবে । আজও মেয়েদের তাদের পছন্দের ক্যারিয়ার বেছে নিতে সংগ্রাম করতে হয় । এই কারণে মহিলা ক্যাডেটরা অনেক ভাগ্যবান ৷"
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির 145তম সমাবর্তন অনুষ্ঠান ছিল আজ ৷ এই অনুষ্ঠানে রাজ্যপাল রমেশ বাইস এবং এনডিএর অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন । এনডিএতে কঠোর প্রশিক্ষণের পরে 145তম ব্যাচ প্রকৃত পরিষেবা দিতে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেবে । পুনের এনডিএ গ্রাউন্ডে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানটি শেষ হয় । সভাপতি দ্রৌপদী মুর্মু সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন । তিনি পাশ আউটদের শুভেচ্ছা জানান । অনুষ্ঠানে সামরিক শৃঙ্খলা, সেবা ও দেশপ্রেম দেখা গিয়েছে । এনডিএতে প্রশিক্ষণ চলাকালীন ভালো পারফর্ম করা ক্যাডেটদের অনুষ্ঠানে বিভিন্ন পদক দিয়ে সম্মানিত করা হয় এ দিন ।
-
President Droupadi Murmu reviewed the Passing Out Parade of 145th Course of National Defence Academy at Khadakwasla. The President said that the NDA is a cradle of leadership which has given birth to great warriors.https://t.co/3AzNQ2SbMG pic.twitter.com/rjRzDwVSC2
— President of India (@rashtrapatibhvn) November 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">President Droupadi Murmu reviewed the Passing Out Parade of 145th Course of National Defence Academy at Khadakwasla. The President said that the NDA is a cradle of leadership which has given birth to great warriors.https://t.co/3AzNQ2SbMG pic.twitter.com/rjRzDwVSC2
— President of India (@rashtrapatibhvn) November 30, 2023President Droupadi Murmu reviewed the Passing Out Parade of 145th Course of National Defence Academy at Khadakwasla. The President said that the NDA is a cradle of leadership which has given birth to great warriors.https://t.co/3AzNQ2SbMG pic.twitter.com/rjRzDwVSC2
— President of India (@rashtrapatibhvn) November 30, 2023
রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, "এই তরুণ ক্যাডেটদের দেখে আমার হৃদয় আজ গর্বে ভরে গিয়েছে । এই ক্যাডেটরা চমৎকার এবং সুশৃঙ্খল ড্রিল করেছে ৷ খুব ভালো ছিল । আজ 145তম ব্যাচের এনডিএ ক্যাডেটরা পাস আউট হয়েছে, এনডিএ এই দেশকে মহান সন্তান দিয়েছে । তাঁরা দেশের সেবা করার জন্য সর্বদা প্রস্তুত । এনডিএ দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান । এখান থেকে পাস করে ক্যাডেটরা দেশের সেবা করার জন্য প্রস্তুত । সীমান্ত এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ভারতের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ । আমরা বসুধৈব কুটুম্বকমের ঐতিহ্যে বিশ্বাসী । কিন্তু আমাদের সেনা সর্বদা বাহ্যিক এবং অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত ৷"
-
भारत की शांति, स्थिरता और समृद्धि के लिए उसकी सीमाओं की रक्षा और आंतरिक सुरक्षा आवश्यक है। हम ‘वसुधैव कुटुम्बकम’ की परंपरा को मानते हैं, परंतु हमारी सेनाएँ देश की एकता और अखंडता पर चोट पहुँचाने वाली किसी भी बाहरी या भीतरी स्थिति का सामना करने के लिए पूरी तरह सक्षम हैं और तत्पर…
— President of India (@rashtrapatibhvn) November 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">भारत की शांति, स्थिरता और समृद्धि के लिए उसकी सीमाओं की रक्षा और आंतरिक सुरक्षा आवश्यक है। हम ‘वसुधैव कुटुम्बकम’ की परंपरा को मानते हैं, परंतु हमारी सेनाएँ देश की एकता और अखंडता पर चोट पहुँचाने वाली किसी भी बाहरी या भीतरी स्थिति का सामना करने के लिए पूरी तरह सक्षम हैं और तत्पर…
— President of India (@rashtrapatibhvn) November 30, 2023भारत की शांति, स्थिरता और समृद्धि के लिए उसकी सीमाओं की रक्षा और आंतरिक सुरक्षा आवश्यक है। हम ‘वसुधैव कुटुम्बकम’ की परंपरा को मानते हैं, परंतु हमारी सेनाएँ देश की एकता और अखंडता पर चोट पहुँचाने वाली किसी भी बाहरी या भीतरी स्थिति का सामना करने के लिए पूरी तरह सक्षम हैं और तत्पर…
— President of India (@rashtrapatibhvn) November 30, 2023
আরও পড়ুন: