ETV Bharat / bharat

ETV Cameraman in Indian Book of Records: কোনও কাট ছাড়াই 21 মিনিট শুট ক্যামেরা বন্দি, রেকর্ড ইটিভি'র ক্যামেরাম্যানের - ইটিভির ক্যামেরাম্যানের রেকর্ড

ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুললেন ইটিভির ক্যামেরাম্যান ওমপ্রকাশ ৷ তিনি এমন একটি কাজ করেছিলেন যা তেলুগু টেলিভিশনের ইতিহাসে কেউ করেনি ৷ যার জন্য এই পুরস্কার ৷

Etv Bharat
রেকর্ড ইটিভির ক্যামেরাম্যানের
author img

By

Published : Jul 2, 2023, 2:07 PM IST

হায়দরাবাদ, 2 জুলাই: যারা অসম্ভবকে সম্ভব করে তোলে তাদের কাছ থেকে পাওয়া আনন্দ ও অনুভূতিগুলো কোনও শব্দ বর্ণনা করতে পারে না ৷ এমনই অবস্থানে রয়েছেন ইটিভিতে প্রচারিত ধারাবাহিকের ফটোগ্রাফির পরিচালক হিসেবে কর্মরত ওমপ্রকাশ ৷ তিনি এমন একটি কাজ করেছিলেন যা তেলুগু টেলিভিশনের ইতিহাসে কেউ করেনি ৷ তাঁর এই কাজ ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে ৷

ইটিভিতে অনেক সফল কাজের অভিজ্ঞতা নিয়ে ওমপ্রকাশ একটি নতুন এক্সপেরিমেন্ট শুরু করেন এবং তা সফল হয় ৷ কিন্তু ওমপ্রকাশ এমন কী করেছিলেন যার জন্য ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস তাঁকে স্বীকৃতি দিল ?

তেলুগু টেলিভিশনের ইতিহাসে ইটিভির একটি বিশেষ স্থান রয়েছে ৷ দর্শকদের রুচি অনুযায়ী বিনোদনমূলক অনুষ্ঠান তৈরি করে সকল দর্শককে উপহার দিয়েছে এই চ্যানেল ৷ এই ধারাবাহিকের পিছনে কাজ করা টেকনিশিয়ানদের মধ্যে ওমপ্রকাশের নাম উল্লেখ করতেই হয় ৷ তেলুগু টেলিভিশন ধারাবাহিকে কেউ সাহস করেনি এমন কাজ করতে ৷ আর যা দেখে সকলেই প্রশংসা করেছেন ৷ তার পারফরম্যান্সের প্রশংসা করে ইন্ডি বুক অফ ওয়ার্ল্ড সংস্থা ওমপ্রকাশকে তাদের রেকর্ডে স্থান দিয়েছে ৷

ইটিভিতে প্রচারিত মনসান্থ নুভবে ধারাবাহিকে ফটোগ্রাফি পরিচালক হিসেবে কাজ করেন ওমপ্রকাশ ৷ সফল এই ধারাবাহিকে নতুন এপিসোড দেখানোর কথা ভাবেন তিনি ৷ ম্যানেজমেন্ট ও পরিচালককে বিষয়টি বলতেই তাঁরাও রাজি হয়ে যান ৷ এই ধারাবাহিক একটি একক শটে 331তম পর্ব সম্পূর্ণ করেছে ৷ 21 মিনিটে কোনও কাট বা ঝাঁকুনি ছাড়াই 6 অভিনেতার অভিনয় ও আবেগ তাঁর ক্যামেরায় বন্দি হয়েছিল ৷

এর আগে পুত্তাদিবোম্মা সিরিজের জন্য পুরো পর্বটি 26 মিনিটের জন্য একক সময়ে শুট করা হয়েছিল ৷ যার জন্য তিনি নামের সঙ্গে নন্দী পুরস্কার পান ৷ এবার তিনি মনসান্থ নুভের পর্বে করা কাজটি পুরস্কারের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেন ৷ ছেলের সহায়তায় এটি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে পাঠান ওমপ্রকাশ ৷ যে সংস্থা 4 মাস ধরে ওমপ্রকাশের সিঙ্গেল টেক শট পরীক্ষা করেছিল তারাই ওমপ্রকাশের নাম ইন্ডিয়ান করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নথিভুক্ত করে ৷

আরও পড়ুন : গুজরাতে আপ ক্ষমতায় এলেই বিনামূল্যে বিদ্যুৎ, ইটিভি ভারত-কে জানালেন কেজরিওয়াল

মাছলিপত্তনমে জন্ম ও বেড়ে ওঠা ওমপ্রকাশ ফটোগ্রাফি খুব পছন্দ করেন ৷ ভাইয়ের সহকারী হিসেবে কাজ করার সময় ক্যামেরাম্যান হিসেবে দক্ষতা অর্জন করেন ৷ সেই অভিজ্ঞতা নিয়ে ওমপ্রকাশ 2000 সালে ইটিভিতে যোগ দেন ৷ তিনি 28 বছরের অভিজ্ঞতায় 32টি সিরিয়ালে ডিওপি হিসেবে কাজ করেছেন হিসাবে কাজ করেছেন, পুত্তাদিবোম্মা ও স্বাতী চিনিকুলু ধারাবাহিকের জন্য নন্দী পুরস্কার জিতেছেন ৷

ওমপ্রকাশের কথায়, টেলিভিশন ধারাবাহিকের জন্য ডিওপি হিসেবে কাজ করা খুবই চ্য়ালেঞ্জিং ৷ ইটিভির ব্যবস্থাপনা, এফএক্স 9-এর মতো অত্যাধুনিক ক্যামেরা, পরিচালক ও অভিনেতাদের উৎসাহিত করার কারণেই এই পুরস্কার প্রাপ্তি ৷

ওমপ্রকাশ নিজের সমস্ত অভিজ্ঞতাকে পাঠে পরিণত করেছিলেন ৷ টেলিভিশনের ক্ষেত্রে 16 জন শিষ্য তৈরি করেছিলেন ৷ যারা সকলেই এখন উচ্চ পর্যায়ে রয়েছে ৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক সুযোগ থাকলেও ধারাবাহিকের প্রতি আগ্রহ নিয়ে নতুনভাবে কাজ করছেন তিনি ৷ 20 হাজার পর্ব শেষ করার পর তিনি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলেছেন ৷

হায়দরাবাদ, 2 জুলাই: যারা অসম্ভবকে সম্ভব করে তোলে তাদের কাছ থেকে পাওয়া আনন্দ ও অনুভূতিগুলো কোনও শব্দ বর্ণনা করতে পারে না ৷ এমনই অবস্থানে রয়েছেন ইটিভিতে প্রচারিত ধারাবাহিকের ফটোগ্রাফির পরিচালক হিসেবে কর্মরত ওমপ্রকাশ ৷ তিনি এমন একটি কাজ করেছিলেন যা তেলুগু টেলিভিশনের ইতিহাসে কেউ করেনি ৷ তাঁর এই কাজ ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে ৷

ইটিভিতে অনেক সফল কাজের অভিজ্ঞতা নিয়ে ওমপ্রকাশ একটি নতুন এক্সপেরিমেন্ট শুরু করেন এবং তা সফল হয় ৷ কিন্তু ওমপ্রকাশ এমন কী করেছিলেন যার জন্য ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস তাঁকে স্বীকৃতি দিল ?

তেলুগু টেলিভিশনের ইতিহাসে ইটিভির একটি বিশেষ স্থান রয়েছে ৷ দর্শকদের রুচি অনুযায়ী বিনোদনমূলক অনুষ্ঠান তৈরি করে সকল দর্শককে উপহার দিয়েছে এই চ্যানেল ৷ এই ধারাবাহিকের পিছনে কাজ করা টেকনিশিয়ানদের মধ্যে ওমপ্রকাশের নাম উল্লেখ করতেই হয় ৷ তেলুগু টেলিভিশন ধারাবাহিকে কেউ সাহস করেনি এমন কাজ করতে ৷ আর যা দেখে সকলেই প্রশংসা করেছেন ৷ তার পারফরম্যান্সের প্রশংসা করে ইন্ডি বুক অফ ওয়ার্ল্ড সংস্থা ওমপ্রকাশকে তাদের রেকর্ডে স্থান দিয়েছে ৷

ইটিভিতে প্রচারিত মনসান্থ নুভবে ধারাবাহিকে ফটোগ্রাফি পরিচালক হিসেবে কাজ করেন ওমপ্রকাশ ৷ সফল এই ধারাবাহিকে নতুন এপিসোড দেখানোর কথা ভাবেন তিনি ৷ ম্যানেজমেন্ট ও পরিচালককে বিষয়টি বলতেই তাঁরাও রাজি হয়ে যান ৷ এই ধারাবাহিক একটি একক শটে 331তম পর্ব সম্পূর্ণ করেছে ৷ 21 মিনিটে কোনও কাট বা ঝাঁকুনি ছাড়াই 6 অভিনেতার অভিনয় ও আবেগ তাঁর ক্যামেরায় বন্দি হয়েছিল ৷

এর আগে পুত্তাদিবোম্মা সিরিজের জন্য পুরো পর্বটি 26 মিনিটের জন্য একক সময়ে শুট করা হয়েছিল ৷ যার জন্য তিনি নামের সঙ্গে নন্দী পুরস্কার পান ৷ এবার তিনি মনসান্থ নুভের পর্বে করা কাজটি পুরস্কারের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেন ৷ ছেলের সহায়তায় এটি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে পাঠান ওমপ্রকাশ ৷ যে সংস্থা 4 মাস ধরে ওমপ্রকাশের সিঙ্গেল টেক শট পরীক্ষা করেছিল তারাই ওমপ্রকাশের নাম ইন্ডিয়ান করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নথিভুক্ত করে ৷

আরও পড়ুন : গুজরাতে আপ ক্ষমতায় এলেই বিনামূল্যে বিদ্যুৎ, ইটিভি ভারত-কে জানালেন কেজরিওয়াল

মাছলিপত্তনমে জন্ম ও বেড়ে ওঠা ওমপ্রকাশ ফটোগ্রাফি খুব পছন্দ করেন ৷ ভাইয়ের সহকারী হিসেবে কাজ করার সময় ক্যামেরাম্যান হিসেবে দক্ষতা অর্জন করেন ৷ সেই অভিজ্ঞতা নিয়ে ওমপ্রকাশ 2000 সালে ইটিভিতে যোগ দেন ৷ তিনি 28 বছরের অভিজ্ঞতায় 32টি সিরিয়ালে ডিওপি হিসেবে কাজ করেছেন হিসাবে কাজ করেছেন, পুত্তাদিবোম্মা ও স্বাতী চিনিকুলু ধারাবাহিকের জন্য নন্দী পুরস্কার জিতেছেন ৷

ওমপ্রকাশের কথায়, টেলিভিশন ধারাবাহিকের জন্য ডিওপি হিসেবে কাজ করা খুবই চ্য়ালেঞ্জিং ৷ ইটিভির ব্যবস্থাপনা, এফএক্স 9-এর মতো অত্যাধুনিক ক্যামেরা, পরিচালক ও অভিনেতাদের উৎসাহিত করার কারণেই এই পুরস্কার প্রাপ্তি ৷

ওমপ্রকাশ নিজের সমস্ত অভিজ্ঞতাকে পাঠে পরিণত করেছিলেন ৷ টেলিভিশনের ক্ষেত্রে 16 জন শিষ্য তৈরি করেছিলেন ৷ যারা সকলেই এখন উচ্চ পর্যায়ে রয়েছে ৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক সুযোগ থাকলেও ধারাবাহিকের প্রতি আগ্রহ নিয়ে নতুনভাবে কাজ করছেন তিনি ৷ 20 হাজার পর্ব শেষ করার পর তিনি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.