ETV Bharat / bharat

Journalist Passes Away: আটত্রিশেই থামল পথচলা, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ইটিভি ভারতের সাংবাদিক - সাংবাদিক

ETV Bharat Journalist: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ইটিভি ভারতের সিনিয়র সাংবাদিক লেনিন রেচাহানাথানের ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 38 বছর ৷ তিনি ইটিভি ভারত তামিলনাড়ুর চেন্নাই ব্যুরোর সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কাজ করতেন ৷ সহকর্মীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ ইটিভি ভারত পরিবার ৷

Journalist Passes Away
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ইটিভি ভারতের সাংবাদিক
author img

By

Published : Aug 7, 2023, 11:05 PM IST

Updated : Aug 8, 2023, 7:08 AM IST

চেন্নাই, 7 অগস্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ইটিভি ভারতের সিনিয়র সাংবাদিক লেনিন রেচাহানাথানের ৷ 38 বছরেই থামল পথচলা ৷ লেনিন রেচাহানাথান তামিলনাড়ুর পুডুকোট্টই জেলার আরথাঙ্গির বাসিন্দা ছিলেন। তিনি ইটিভি ভারত চেন্নাই ব্যুরোর সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছিলেন। তাঁর একের পর এক প্রতিবেদন এবং লেখায় সমৃদ্ধি হয়েছিল সংস্থা ৷ কিন্তু সোমবারই ছন্দপতন ৷ সহকর্মী লেনিন রেচাহানাথানের অকাল প্রয়াণে ইটিভি ভারত পরিবার গভীর মর্মাহত ৷

সিনিয়র সাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে চেন্নাই প্রেস ক্লাবও ৷ তামিল এই সাংসবাদিক ইটিভি ভারতে যোগ দেওয়ার আগে ইন্ডিয়ান এক্সপ্রেস, ডিটি নেক্সট এবং ডেকান ক্রনিকলের মতো ইংরেজি সংবাদপত্রে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ৷ সোমবার সন্ধ্যায় আচমকায় হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷ তাঁরপরই প্রখ্যাত সাংবাদিকের মৃ্ত্যু হয়। ইটিভি ভারতের সকল সাংবাদিক বন্ধুদের তরফে সাংবাদিক লেনিন রেচাহানাথানের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি রইল সমবেদনা ৷

চেন্নাই, 7 অগস্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ইটিভি ভারতের সিনিয়র সাংবাদিক লেনিন রেচাহানাথানের ৷ 38 বছরেই থামল পথচলা ৷ লেনিন রেচাহানাথান তামিলনাড়ুর পুডুকোট্টই জেলার আরথাঙ্গির বাসিন্দা ছিলেন। তিনি ইটিভি ভারত চেন্নাই ব্যুরোর সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছিলেন। তাঁর একের পর এক প্রতিবেদন এবং লেখায় সমৃদ্ধি হয়েছিল সংস্থা ৷ কিন্তু সোমবারই ছন্দপতন ৷ সহকর্মী লেনিন রেচাহানাথানের অকাল প্রয়াণে ইটিভি ভারত পরিবার গভীর মর্মাহত ৷

সিনিয়র সাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে চেন্নাই প্রেস ক্লাবও ৷ তামিল এই সাংসবাদিক ইটিভি ভারতে যোগ দেওয়ার আগে ইন্ডিয়ান এক্সপ্রেস, ডিটি নেক্সট এবং ডেকান ক্রনিকলের মতো ইংরেজি সংবাদপত্রে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ৷ সোমবার সন্ধ্যায় আচমকায় হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷ তাঁরপরই প্রখ্যাত সাংবাদিকের মৃ্ত্যু হয়। ইটিভি ভারতের সকল সাংবাদিক বন্ধুদের তরফে সাংবাদিক লেনিন রেচাহানাথানের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি রইল সমবেদনা ৷

আরও পড়ুন: 26 বসন্ত পেরিয়েই থামল লেখনী ! দুর্ঘটনায় প্রয়াত ইটিভি ভারতের সাংবাদিক

Last Updated : Aug 8, 2023, 7:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.