ETV Bharat / bharat

Etv Horoscope for 6th October: লক্ষ্মীবারে বিনিয়োগ শুভ কোন রাশির, জানুন রাশিফলে

প্রতিটি নতুন দিন নতুন পাঠ শেখায় ৷ আগের দিনের ভুল শুধরে নিয়ে নতুন করে গড়ে তোলার সুযোগ দেয় ৷ এই সুযোগ ও সাফল্য নির্ভর করে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ৷ কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 6th October) ৷

Etv Horoscope
রাশিফল
author img

By

Published : Oct 6, 2022, 12:01 AM IST

Etv Horoscope
মেষ

মেষ: অবিবাহিত ব্যক্তিরা বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড় করবেন। কেউ কেউ প্রেমের মিষ্টি ছোঁয়া পাবেন আজ ৷ বিশেষ কারোর সঙ্গে সাক্ষাৎও হতে পারে। আর্থিক অবস্থার উন্নতির জন্য প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পেশার জগৎ প্রশস্ত করার জন্য আদর্শ দিন আজ। নতুবা, আপনি কোনও পেশাগত গোষ্ঠী বা ফোরামেও যোগদান করতে পারেন। আপনার সমস্যা সমাধানের মানসিকতা অফিসে আপনার ভালো ভাবমূর্তি তৈরি করবে। কাজের প্রতি আপনার একনিষ্ঠতার জন্য আপনি প্রশংসা পাবেন। আপনি যদি অন্য চাকরির জন্য আবেদন করতে চান, তাহলে আজ একটি আদর্শ দিন।

Etv Horoscope
বৃষ

বৃষ: ভালোবাসার মানুষের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা আপনার নির্জনতাকে উপভোগ করতে সাহায্য করবে। আর্থিক বিষয় আপনি খুবই ভালোভাবে গোছাতে ও কোনও বিষয়কে প্রাধান্য দিতে হবে তা ঠিক করতে পারবেন। ব্যবসায়ীদের যে কোনও বড় লেনদেন করার সময় বেশি সতর্ক থাকতে হবে। অফিসে হয়ত আপনাকে অন্যদের সাহায্য ছাড়াই সিদ্ধান্ত নিতে হবে। আত্মবিশ্বাসী থাকুন, পরিকল্পনা করেই লক্ষ্যে এগিয়ে যান ৷

Etv Horoscope
মিথুন

মিথুন: আজ আপনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখানে আপনাকে মানিয়ে নিতে হবে। আপনার এমনও মনে হতে পারে যে, আপনি কাজটা করতে বাধ্য হচ্ছেন। আপনার আজ উপলব্ধি করবেন আপনার ভবিষ্যৎ এবং অর্থনৈতিক পরিস্থিতির নিরাপত্তার প্রয়োজন। আপনি মিটিংয়ে উপস্থিত থাকলেও কোনও সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে নিজেকে জড়াবেন না। আপনাকে কিছু অপ্রীতিকর পরিস্থিতি সুন্দরভাবে সামলাতে হতে পারে। মন এবং বুদ্ধির মধ্যে দ্বন্দ্ব বাড়বে, এরফলে অস্থিরতা বৃদ্ধি পাবে।

Etv Horoscope
কর্কট

কর্কট: আজ আপনি সমস্যার সম্মুখীন হবেন । আপনার ব্যক্তিগত ও কর্মজীবন দু‘দিকেরই চাহিদা পূরণ করতে হবে । এর ফলে নিজেকে অবসন্ন লাগবে। সব ধরণের চাহিদা পূরণ করা সহজ হবে না । আপনাকে মানসিক ভাবে স্থিরপ্রতিজ্ঞ হতে হবে। নিজের ধৈর্য্য এবং আত্মবিশ্বাস বজায় রাখুন। দৃঢ় মনোভাবের জেরে আপনি সমগ্র পরিস্থিতি আয়ত্তে আনতে পারবেন। আপনি অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে চিন্তিত থাকতে পারেন।

Etv Horoscope
সিংহ

সিংহ: আজ দিনটি বেশ ভালো কাটবে । আজ গ্রহ-নক্ষত্রের অবস্থান বেশ ভালো, ভালোবাসার মানুষকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য আদর্শ দিন আজ । আপনার স্বভাব হলো আপনি এক মুহূর্তও কিছু না করে থাকতে পারেন না। অফিসে বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকবেন আজ ৷ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রসংশিত হবেন । অর্থসংক্রান্ত বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না।

Etv Horoscope
কন্যা

কন্যা: কর্মজগতে আজ আপনি ব্যস্ত থাকবেন। আপনার প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর কোনও সুযোগ আজ আপনি পাবেন না। দিনের পরবর্তী সময়ে, আপনার শারীরিক সমস্যার কারণে অযাচিত ভাবে ব্যয় হবে, আকস্মিক দুর্ঘটনাও ঘটতে পারে । ঋণে যাতে জড়িয়ে না পড়েন সেদিকে লক্ষ্য রাখুন। কাজের বিষয়ে, আপনার মৌলিক উদ্ভাবনী চিন্তা আপনি শেয়ার করতে ইচ্ছুক হবেন।

Etv Horoscope
তুলা

তুলা: আপনি সম্ভবত আপনার ভালোবাসার মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখবেন। আপনাদের সম্পর্কের সেরা দিকটি হলো এই যে আপনি কখনোই নির্লিপ্ততা বাড়ার সুযোগ দেবেন না ৷ প্রেমের শিখা প্রজ্জ্বলিত রাখবেন। স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী, কোনওরকম বিনিয়োগের পরিকল্পনার জন্যই এটা আদর্শ সময় নয়। চ্যালেঞ্জ বেড়ে যাবে ঠিকই, কিন্তু ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিখুন, যাতে জীবন থেকে চিন্তা দূরে থাকে।

Etv Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: পরিবারের আনন্দোৎসব আপনাকে নতুন জীবন দান করবে। আপনার প্রিয়তম আশ্বস্ত বোধ করবেন, কেননা আপনি তাদের সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দেবেন। খরচে রাশ টানুন, ভবিষ্যৎ সুরক্ষিত করতে ৷ কর্মক্ষেত্রে আপনার প্রয়াস সমাদৃত হবে, ফলে সেদিক থেকে দিনটি আপনার অনুকূলে যাবে। আজ আপনি যে কোনও সমস্যা খুব দ্রুত সমাধান করে ফেলবেন।

Etv Horoscope
ধনু

ধনু: দার্শনিক বিষয় আপনাকে মোহিত করবে কিন্তু আপনি সম্ভবত আপনার প্রিয়তমের সঙ্গে ভালোবাসা নিয়ে আলোচনা করবেন। পরিবার পরিকল্পনা নিয়ে কিছু সুন্দর চিন্তা আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভাগ করে নেবেন। কঠোর পরিশ্রমের সাহায্যে আপনি কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। ধৈর্যশীল হতে শিখুন, কেননা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে ফল নাও পাওয়া যেতে পারে। ভবিষ্যতে হয়ত তার থেকে লাভ হবে। কর্মক্ষেত্রে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে চাপ হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করতে হবে।

Etv Horoscope
মকর

মকর: আপনি নিজের ও আপনার প্রিয়জনের ভবিষ্যত সুরক্ষিত করতে ইচ্ছুক হবেন, তার ফলে একটি দীর্ঘ আলোচনায় জড়িয়ে পড়তে পারেন। আর্থিক ক্ষেত্রে আজ আপনি বেশি পরিশ্রম করতে চাইবেন না। কোনও আর্থিক দায়িত্ব নেওয়ার আগে তার ভালো-মন্দ দুই দিকই ভালো করে খতিয়ে দেখে নেবেন। আপনার দল ও সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ অফিসে কাজের হার ভালো করে তুলবে। আপনি আজ কাজের গুণগত মানের ওপরে বেশি জোর দেবেন।

Etv Horoscope
কুম্ভ

কুম্ভ: আপনি হয়ত চিত্তাকর্ষক কোনও বিষয় আপনার প্রিয় মানুষটির সঙ্গে ভাগ করে নেবেন। কিন্তু আপনি সুবিধাবাদী হয়ে উঠতে পারেন ৷ হৃদয়ঘটিত বিষয়গুলিকে উপেক্ষা করবেন। সম্পর্কে চিড় ধরা আটকানোর জন্য সঙ্গীর সঙ্গে সময় কাটান। আর্থিক বিষয়ে বেশি চিন্তা করবেন না ৷ মন শান্ত ও ঠান্ডা রাখলে এইগুলির সমাধান করে ফেলা যাবে। কর্মক্ষেত্রে অধ্যবসায় অপ্রত্যাশিত কাজ শেষ করতে সাহায্য করবে। কোনও নতুন ধারণা প্রাথমিকভাবে অদ্বুত মনে হলেও, তার ভালো-মন্দ খতিয়ে দেখে আপনি হয়ত সেটি নিয়ে এগিয়ে যাবেন।

Etv Horoscope
মীন

মীন: আপনি হয়ত পরিবারের সঙ্গে সময় কাটাবেন। আপনার জন্য সম্ভবত কোনও ভালো চমক অপেক্ষা করছে। আপনার প্রিয়তমের সঙ্গে ভালো সময় কাটানো ছাড়াও আপনি আপনার বাবা-মায়ের আদর ও প্রশংসা পাবেন। গণনা বলছে আজ গড়পড়তা আর্থিক লাভের সম্ভাবনা আছে। কঠোর পরিশ্রমের ফল পাবেন ৷ পেশার ক্ষেত্রে ভাগ্য আপানার খুবই সহায় থাকবে। যদিও আপনাকে সবসময় ভাগ্যের ওপরে নির্ভর করার বদলে নিজের পরিশ্রমের ওপর নির্ভর করতে হবে। সময় ও মেজাজ সামলানো কঠিন হয়ে পড়তে পারে।

Etv Horoscope
মেষ

মেষ: অবিবাহিত ব্যক্তিরা বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড় করবেন। কেউ কেউ প্রেমের মিষ্টি ছোঁয়া পাবেন আজ ৷ বিশেষ কারোর সঙ্গে সাক্ষাৎও হতে পারে। আর্থিক অবস্থার উন্নতির জন্য প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পেশার জগৎ প্রশস্ত করার জন্য আদর্শ দিন আজ। নতুবা, আপনি কোনও পেশাগত গোষ্ঠী বা ফোরামেও যোগদান করতে পারেন। আপনার সমস্যা সমাধানের মানসিকতা অফিসে আপনার ভালো ভাবমূর্তি তৈরি করবে। কাজের প্রতি আপনার একনিষ্ঠতার জন্য আপনি প্রশংসা পাবেন। আপনি যদি অন্য চাকরির জন্য আবেদন করতে চান, তাহলে আজ একটি আদর্শ দিন।

Etv Horoscope
বৃষ

বৃষ: ভালোবাসার মানুষের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা আপনার নির্জনতাকে উপভোগ করতে সাহায্য করবে। আর্থিক বিষয় আপনি খুবই ভালোভাবে গোছাতে ও কোনও বিষয়কে প্রাধান্য দিতে হবে তা ঠিক করতে পারবেন। ব্যবসায়ীদের যে কোনও বড় লেনদেন করার সময় বেশি সতর্ক থাকতে হবে। অফিসে হয়ত আপনাকে অন্যদের সাহায্য ছাড়াই সিদ্ধান্ত নিতে হবে। আত্মবিশ্বাসী থাকুন, পরিকল্পনা করেই লক্ষ্যে এগিয়ে যান ৷

Etv Horoscope
মিথুন

মিথুন: আজ আপনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখানে আপনাকে মানিয়ে নিতে হবে। আপনার এমনও মনে হতে পারে যে, আপনি কাজটা করতে বাধ্য হচ্ছেন। আপনার আজ উপলব্ধি করবেন আপনার ভবিষ্যৎ এবং অর্থনৈতিক পরিস্থিতির নিরাপত্তার প্রয়োজন। আপনি মিটিংয়ে উপস্থিত থাকলেও কোনও সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে নিজেকে জড়াবেন না। আপনাকে কিছু অপ্রীতিকর পরিস্থিতি সুন্দরভাবে সামলাতে হতে পারে। মন এবং বুদ্ধির মধ্যে দ্বন্দ্ব বাড়বে, এরফলে অস্থিরতা বৃদ্ধি পাবে।

Etv Horoscope
কর্কট

কর্কট: আজ আপনি সমস্যার সম্মুখীন হবেন । আপনার ব্যক্তিগত ও কর্মজীবন দু‘দিকেরই চাহিদা পূরণ করতে হবে । এর ফলে নিজেকে অবসন্ন লাগবে। সব ধরণের চাহিদা পূরণ করা সহজ হবে না । আপনাকে মানসিক ভাবে স্থিরপ্রতিজ্ঞ হতে হবে। নিজের ধৈর্য্য এবং আত্মবিশ্বাস বজায় রাখুন। দৃঢ় মনোভাবের জেরে আপনি সমগ্র পরিস্থিতি আয়ত্তে আনতে পারবেন। আপনি অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে চিন্তিত থাকতে পারেন।

Etv Horoscope
সিংহ

সিংহ: আজ দিনটি বেশ ভালো কাটবে । আজ গ্রহ-নক্ষত্রের অবস্থান বেশ ভালো, ভালোবাসার মানুষকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য আদর্শ দিন আজ । আপনার স্বভাব হলো আপনি এক মুহূর্তও কিছু না করে থাকতে পারেন না। অফিসে বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকবেন আজ ৷ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রসংশিত হবেন । অর্থসংক্রান্ত বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না।

Etv Horoscope
কন্যা

কন্যা: কর্মজগতে আজ আপনি ব্যস্ত থাকবেন। আপনার প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর কোনও সুযোগ আজ আপনি পাবেন না। দিনের পরবর্তী সময়ে, আপনার শারীরিক সমস্যার কারণে অযাচিত ভাবে ব্যয় হবে, আকস্মিক দুর্ঘটনাও ঘটতে পারে । ঋণে যাতে জড়িয়ে না পড়েন সেদিকে লক্ষ্য রাখুন। কাজের বিষয়ে, আপনার মৌলিক উদ্ভাবনী চিন্তা আপনি শেয়ার করতে ইচ্ছুক হবেন।

Etv Horoscope
তুলা

তুলা: আপনি সম্ভবত আপনার ভালোবাসার মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখবেন। আপনাদের সম্পর্কের সেরা দিকটি হলো এই যে আপনি কখনোই নির্লিপ্ততা বাড়ার সুযোগ দেবেন না ৷ প্রেমের শিখা প্রজ্জ্বলিত রাখবেন। স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী, কোনওরকম বিনিয়োগের পরিকল্পনার জন্যই এটা আদর্শ সময় নয়। চ্যালেঞ্জ বেড়ে যাবে ঠিকই, কিন্তু ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিখুন, যাতে জীবন থেকে চিন্তা দূরে থাকে।

Etv Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: পরিবারের আনন্দোৎসব আপনাকে নতুন জীবন দান করবে। আপনার প্রিয়তম আশ্বস্ত বোধ করবেন, কেননা আপনি তাদের সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দেবেন। খরচে রাশ টানুন, ভবিষ্যৎ সুরক্ষিত করতে ৷ কর্মক্ষেত্রে আপনার প্রয়াস সমাদৃত হবে, ফলে সেদিক থেকে দিনটি আপনার অনুকূলে যাবে। আজ আপনি যে কোনও সমস্যা খুব দ্রুত সমাধান করে ফেলবেন।

Etv Horoscope
ধনু

ধনু: দার্শনিক বিষয় আপনাকে মোহিত করবে কিন্তু আপনি সম্ভবত আপনার প্রিয়তমের সঙ্গে ভালোবাসা নিয়ে আলোচনা করবেন। পরিবার পরিকল্পনা নিয়ে কিছু সুন্দর চিন্তা আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভাগ করে নেবেন। কঠোর পরিশ্রমের সাহায্যে আপনি কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। ধৈর্যশীল হতে শিখুন, কেননা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে ফল নাও পাওয়া যেতে পারে। ভবিষ্যতে হয়ত তার থেকে লাভ হবে। কর্মক্ষেত্রে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে চাপ হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করতে হবে।

Etv Horoscope
মকর

মকর: আপনি নিজের ও আপনার প্রিয়জনের ভবিষ্যত সুরক্ষিত করতে ইচ্ছুক হবেন, তার ফলে একটি দীর্ঘ আলোচনায় জড়িয়ে পড়তে পারেন। আর্থিক ক্ষেত্রে আজ আপনি বেশি পরিশ্রম করতে চাইবেন না। কোনও আর্থিক দায়িত্ব নেওয়ার আগে তার ভালো-মন্দ দুই দিকই ভালো করে খতিয়ে দেখে নেবেন। আপনার দল ও সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ অফিসে কাজের হার ভালো করে তুলবে। আপনি আজ কাজের গুণগত মানের ওপরে বেশি জোর দেবেন।

Etv Horoscope
কুম্ভ

কুম্ভ: আপনি হয়ত চিত্তাকর্ষক কোনও বিষয় আপনার প্রিয় মানুষটির সঙ্গে ভাগ করে নেবেন। কিন্তু আপনি সুবিধাবাদী হয়ে উঠতে পারেন ৷ হৃদয়ঘটিত বিষয়গুলিকে উপেক্ষা করবেন। সম্পর্কে চিড় ধরা আটকানোর জন্য সঙ্গীর সঙ্গে সময় কাটান। আর্থিক বিষয়ে বেশি চিন্তা করবেন না ৷ মন শান্ত ও ঠান্ডা রাখলে এইগুলির সমাধান করে ফেলা যাবে। কর্মক্ষেত্রে অধ্যবসায় অপ্রত্যাশিত কাজ শেষ করতে সাহায্য করবে। কোনও নতুন ধারণা প্রাথমিকভাবে অদ্বুত মনে হলেও, তার ভালো-মন্দ খতিয়ে দেখে আপনি হয়ত সেটি নিয়ে এগিয়ে যাবেন।

Etv Horoscope
মীন

মীন: আপনি হয়ত পরিবারের সঙ্গে সময় কাটাবেন। আপনার জন্য সম্ভবত কোনও ভালো চমক অপেক্ষা করছে। আপনার প্রিয়তমের সঙ্গে ভালো সময় কাটানো ছাড়াও আপনি আপনার বাবা-মায়ের আদর ও প্রশংসা পাবেন। গণনা বলছে আজ গড়পড়তা আর্থিক লাভের সম্ভাবনা আছে। কঠোর পরিশ্রমের ফল পাবেন ৷ পেশার ক্ষেত্রে ভাগ্য আপানার খুবই সহায় থাকবে। যদিও আপনাকে সবসময় ভাগ্যের ওপরে নির্ভর করার বদলে নিজের পরিশ্রমের ওপর নির্ভর করতে হবে। সময় ও মেজাজ সামলানো কঠিন হয়ে পড়তে পারে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.