নয়াদিল্লি, 12 মার্চ : পাঁচ রাজ্যে ভোট শেষ ৷ চার রাজ্যে সরকার গড়ল বিজেপি ৷ আর তারপরই কমল সুদের হার ৷ ইপিএফ বা এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত টাকার সুদ 8.5 শতাংশ থেকে কমে হচ্ছে 8.1 শতাংশ ৷ যা বিগত চার দশকে সবচেয়ে কম ৷ শনিবার এই সিদ্ধান্ত জানিয়েছে ইপিএফও বা এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ৷ 2021-22 অর্থবর্ষে ইপিএফ-এর 5 কোটিরও বেশি গ্রাহক তাঁদের অ্যাকাউন্টে জমা রাখা টাকায় 8.1 শতাংশ সুদ পেতে চলেছেন ৷ কোভিড অতিমারি পেরিয়ে এটা বড়সড় ধাক্কা ৷ 2020-21 অর্থবর্ষে এই হার ছিল 8.5 শতাংশ (EPFO fixes 8.1 pc as rate of interest on EPF deposits for 2021-22) ৷
এর আগে 1977-78 সালে ইপিএফ-এর সুদের হার 8 শতাংশে নেমে গিয়েছিল ৷ সূত্রে জানা গিয়েছে, ইপিএফও-এর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (Central Board of Trustees, CBT) ৷ এই বোর্ড শনিবার একটি বৈঠকে 2021-22 অর্থবর্ষে ইপিএফ-এ সুদের হার 8.1 শতাংশ স্থির করেছে ৷ এবার এই সিবিটি তাদের সিদ্ধান্ত অর্থ মন্ত্রককে (Ministry of Finance) জানাবে ৷ মন্ত্রক সিলমোহর দিলেই সুদের হার কার্যকর করবে ইপিএফও ৷
আরও পড়ুন : PM Modi Attacks Opposition Parties : ভারতের জনতাই পরিবারতন্ত্র শেষ করবে, বিরোধীদের তোপ মোদির
-
EPFO fixes 8.1 pc as rate of interest on EPF deposits for 2021-22: Sources
— Press Trust of India (@PTI_News) March 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">EPFO fixes 8.1 pc as rate of interest on EPF deposits for 2021-22: Sources
— Press Trust of India (@PTI_News) March 12, 2022EPFO fixes 8.1 pc as rate of interest on EPF deposits for 2021-22: Sources
— Press Trust of India (@PTI_News) March 12, 2022
2020-21 অর্থবর্ষে ইপিএফ-র জমা টাকায় 8.5 শতাংশ সুদ দেওয়ার কথা জানানো হয়েছিল 2021-এর মার্চে ৷ 2021-এর অক্টোবরে অর্থ মন্ত্রক তাতে অনুমোদন দেয় ৷ এরপর ইপিএফও 2020-21 অর্থবর্ষে গ্রাহকদের 8.5 শতাংশ সুদ দেওয়ার নির্দেশ দেয় ৷
2019-20 অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডের টাকায় 8.5 শতাংশ সুদ দেওয়া হয়েছিল ৷ সেই কথা ইপিএফও জানিয়েছিল 2020-র মার্চে ৷ এই সুদের হার বিগত সাত বছরে সবচেয়ে কম ছিল ৷ 2018-19 অর্থবর্ষে সুদের হার ছিল 8.65 শতাংশ ৷
2011-2021: ইপিএফ-এ সুদের হার
অর্থবর্ষ | ইপিএফ-এ সুদের হার |
2020-21 | 8.5 শতাংশ |
2019-20 | 8.5 শতাংশ |
2018-19 | 8.65 শতাংশ |
2017-18 | 8.55 শতাংশ |
2016-17 | 8.65 শতাংশ |
2015-16 | 8.80 শতাংশ |
2014-15 | 8.75 শতাংশ |
2013-14 | 8.75 শতাংশ |
2012-13 | 8.50 শতাংশ |
2011-12 | 8.25 শতাংশ |