ETV Bharat / bharat

দুর্গন্ধ পেয়ে থানায় প্রতিবেশীরা, উদ্ধার হল স্বামী-স্ত্রী-মেয়ের ঝুলন্ত দেহ!

Entire Family Died by Suicide: ছত্তিশগড়ে একই পরিবারের তিনজনের আত্মহত্যা ৷ প্রতিবেশীদের কাছে দুর্গন্ধের খবর পেয়ে ঘটনাস্থলে যেতেই উদ্ধার স্বামী-স্ত্রী-মেয়ের দেহ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 12:55 PM IST

রায়পুর (ছত্তিশগড়), 29 ডিসেম্বর: স্বামী, স্ত্রী তাদের সন্তান আত্মঘাতী! তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার ছত্তিশগড়ের রায়পুরে । আত্মঘাতী গোটা পরিবার বলেই পুলিশে সূত্রের খবর । মৃতদের নাম লখন লাল সেন (48), তাঁর স্ত্রী রানু সেন (42), তাঁদের সন্তান পায়েল সেন (14) ৷ কেন পরিবারটি মর্মান্তিক এই সিদ্ধান্ত নিয়েছে, এখনও পর্যন্ত তা জানা যায়নি । রায়পুরের টিকরাপাড়া থানার মাঠপুরাইনা বিএসইউপি কলোনির বাসিন্দা ছিলেন পরিবারটি ।

জানা যাচ্ছে, তিনজনই 2 দিন আগে আত্মহত্যা করেছে ৷ কিন্তু কেউই বিষয়টি জানতে পারেনি ৷ দুই দিন পর বাড়ি থেকে দুর্গন্ধ আসতে শুরু করলে প্রতিবেশীদের সন্দেহ হয় । তারাই খবর দেয় থানায় । পুলিশ এসে দরজা ভেঙে একই ফ্যানের হুক থেকে নতুন নাইলনের দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে । দেহগুলি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ৷

মনে করা হচ্ছে, কয়েকদিন ধরেই পরিবারটি কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিল । এরপর আত্মহত্যার পরিকল্পনা করেন লখন লাল ও তার পরিবার । এ জন্য বাজার থেকে তিনটি ভিন্ন দড়ি কেনা হয়েছে । তারপরই এই ঘটনা । আত্মহত্যার তদন্ত শুরু করেছে পুলিশ । কী কারণে পরিবার এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । আশেপাশের লোকজন থেকে শুরু করে আত্মীয়পরিজন সকলকেই জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ ।

আরও পড়ুন :

1 আত্মহত্যা রুখতে পুলিশকর্মীদের মানসিক স্বাস্থ্যের খোঁজ নেওয়া উচিত, বলছেন মনোরোগ বিশেষজ্ঞ

2 রাজস্থানে একই পরিবারের 5 সদস্য আত্মঘাতী, নেপথ্যে আর্থিক অনটন; অনুমান পুলিশের

3 একই পরিবারের 7 সদস্যের দেহ উদ্ধার, গণ-আত্মহত্যা বলে সন্দেহ

রায়পুর (ছত্তিশগড়), 29 ডিসেম্বর: স্বামী, স্ত্রী তাদের সন্তান আত্মঘাতী! তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার ছত্তিশগড়ের রায়পুরে । আত্মঘাতী গোটা পরিবার বলেই পুলিশে সূত্রের খবর । মৃতদের নাম লখন লাল সেন (48), তাঁর স্ত্রী রানু সেন (42), তাঁদের সন্তান পায়েল সেন (14) ৷ কেন পরিবারটি মর্মান্তিক এই সিদ্ধান্ত নিয়েছে, এখনও পর্যন্ত তা জানা যায়নি । রায়পুরের টিকরাপাড়া থানার মাঠপুরাইনা বিএসইউপি কলোনির বাসিন্দা ছিলেন পরিবারটি ।

জানা যাচ্ছে, তিনজনই 2 দিন আগে আত্মহত্যা করেছে ৷ কিন্তু কেউই বিষয়টি জানতে পারেনি ৷ দুই দিন পর বাড়ি থেকে দুর্গন্ধ আসতে শুরু করলে প্রতিবেশীদের সন্দেহ হয় । তারাই খবর দেয় থানায় । পুলিশ এসে দরজা ভেঙে একই ফ্যানের হুক থেকে নতুন নাইলনের দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে । দেহগুলি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ৷

মনে করা হচ্ছে, কয়েকদিন ধরেই পরিবারটি কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিল । এরপর আত্মহত্যার পরিকল্পনা করেন লখন লাল ও তার পরিবার । এ জন্য বাজার থেকে তিনটি ভিন্ন দড়ি কেনা হয়েছে । তারপরই এই ঘটনা । আত্মহত্যার তদন্ত শুরু করেছে পুলিশ । কী কারণে পরিবার এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । আশেপাশের লোকজন থেকে শুরু করে আত্মীয়পরিজন সকলকেই জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ ।

আরও পড়ুন :

1 আত্মহত্যা রুখতে পুলিশকর্মীদের মানসিক স্বাস্থ্যের খোঁজ নেওয়া উচিত, বলছেন মনোরোগ বিশেষজ্ঞ

2 রাজস্থানে একই পরিবারের 5 সদস্য আত্মঘাতী, নেপথ্যে আর্থিক অনটন; অনুমান পুলিশের

3 একই পরিবারের 7 সদস্যের দেহ উদ্ধার, গণ-আত্মহত্যা বলে সন্দেহ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.