ETV Bharat / bharat

Kali Puja : ভূত চতুর্দশীতে দিনের আলোয় কালী পুজো

author img

By

Published : Nov 3, 2021, 8:03 PM IST

92 বছরে পা দিল ইংরেজবাজার ব্যায়াম সমিতির কালীপুজো ৷ ভূত চতুর্দশী তিথিতে দিনের আলোয় এই পুজো অনুষ্ঠিত হয় । আজও তার ব্যতিক্রম হয়নি । শুধু মালদা শহর নয়, জেলার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন ।

Kali Puja
ভূত চতুর্দশীতে দিনের আলোয় পুজো হয় ইংরেজবাজার ব্যায়াম সমিতিতে

মালদা, 3 নভেম্বর : 1930 সাল, দেশজুড়ে বাড়ছে ব্রিটিশদের অত্যাচার ৷ একই সঙ্গে ইংরেজবিরোধী লড়াই জোরাল হতে শুরু করেছে বিভিন্ন জায়গায় ৷ সহিংস আন্দোলন ছাড়া অত্যাচারী শাসকদের যে দেশছাড়া করা যাবে না, ততদিনে সবাইকে বুঝিয়ে দিয়েছেন বাংলার দামালরা । সেই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল মালদা শহরেও । মালদার পুড়াটুলি এলাকার কিছু যুবকও তখন দেশ স্বাধীন করার ব্রত নিয়ে ফেলেছেন । শরীরচর্চা করতে এলাকাতেই তাঁরা খুলে ফেলেছিলেন একটি ব্যায়ামাগার । শরীরের সঙ্গে মনকেও লৌহকঠিন বানাতে শুরু করেছিলেন শক্তির আরাধনা । আরাধ্যা ছিলেন 10 মাথার মহাকালী । সেই পুজো এবার 92 বছরে পা দিল ।

আরও পড়ুন : Anubrata Mandal : আড়াই কোটির সোনায় সাজছে অনুব্রতর কালী প্রতিমা

সময়ের সঙ্গে পুজোর স্থান পরিবর্তন হয়েছে । পুড়াটুলিতে শুরু হওয়া পুজো এখন হয় খানিকটা দূরে গঙ্গাবাগে । আশির দশকে এখানেই তৈরি হয়েছে মহাকালী মন্দির । এই পুজোর বৈশিষ্ঠ হল, প্রথম থেকেই ভূত চতুর্দশী তিথিতে দিনের আলোয় এই পুজো অনুষ্ঠিত হয় । আজও তার ব্যতিক্রম হয়নি । ইংরেজবাজার ব্যায়াম সমিতির 10 মাথার মহাকালী শ্রীশ্রী চণ্ডী গ্রন্থের বৈকৃতিক রহস্য সূত্রে নির্মিত । পুরাণ মতেই প্রথম থেকে সেই মূর্তি তৈরি হয় । বিহারের বিন্দুবাসিনীতে পাহাড়ের গায়ে এখনও খোদাই করা এই মহাকালী মূর্তি দেখতে পাওয়া যায় । এবার সেই মূর্তি তৈরি করেছেন শহরের মৃৎশিল্পী অষ্টম চৌধুরী ।

আরও পড়ুন : Medinipur Kali Puja : জমি বিবাদে জায়গা বদল মানিকপুরের মোটা কালীর পুজোয়

ইংরেজবাজার ব্যায়াম সমিতির সম্পাদক পাপান চৌধুরী বলেন, “1930 সালে ইংরেজবাজার ব্যায়াম সমিতি প্রতিষ্ঠিত হয় । তখন থেকেই মহাকালীর পুজোও শুরু হয় । যাঁরা এই ব্যায়ামাগার প্রতিষ্ঠা করেছিলেন, তাঁরা সবাই ছিলেন স্বাধীনতা সংগ্রামী । তাঁরা শক্তির আরাধনার জন্য মহাকালীপুজো শুরু করেন । প্রথম থেকেই কৃষ্ণা চতুর্দশী তিথিতে দিনের বেলায় এই পুজো হয়ে আসছে । এখনও সেই রীতিতেই পুজো হয় । যে সময় এই পুজো চালু হয়েছিল, তখন ইংরেজরা প্রবল অত্যাচার করত । রাতে তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়ত । রাতে লোকজনের সমাগমও কম হত । তাই তাদের চোখ এড়িয়ে শক্তির আরাধনার জন্য ভূত চতুর্দশীর দিনের আলোকে বেছে নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা । মায়ের আদি রূপ হল 10 হাত, 10 পা ও 10 মাথা । পায়ে ও হাতে নরমুণ্ড । এখানে শিবের কোনও অস্তিত্ব নেই ।”

ভূত চতুর্দশীতে দিনের আলোয় কালী পুজো

আরও পড়ুন : North Dinajpur Kali Puja : হাটপাড়ার টেরাকোটার প্রদীপ পাড়ি দিচ্ছে বিহার থেকে ব্রিটেনে

শুধু মালদা শহর নয়, জেলার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন । গয়েশপুর থেকে পুজো দিতে এসেছিলেন অভিজিৎ ভাস্কর । তিনি বলেন, “আমি 10-11 বছর ধরে এখানে পুজো দিতে আসছি । তার আগে বাড়ির সদস্যরা পুজো দিতে আসতেন । এই পুজো স্বাধীনতার আগে থেকে চলে আসছে । বেদ অনুযায়ী তান্ত্রিক মতে এখানে পুজো হয়।”

আরও পড়ুন : Kali Puja 2021 : প্রতিমা নির্মাণ থেকে নিরঞ্জন, সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে সম্পন্ন হয় রায়গঞ্জের কালীপুজোয়

1985 সালে গঙ্গাবাগে তৈরি হয়েছে মহাকালীর স্থায়ী মন্দির । একসময় সেখানে তন্ত্র সাধনা করতেন স্থানীয় বাসিন্দা প্রফুল্লধন মুখোপাধ্যায় । নিজের তন্ত্র সাধনার জন্য তিনি পঞ্চমুণ্ডির আসন তৈরি করেন । সেই আসনের উপর রয়েছে মহাকালীর বেদী । ছাগল বলি দিয়ে শুরু হয় পুজো । পঞ্চমুণ্ডির আসনে সাধনা করা তান্ত্রিকরাই প্রথম থেকে মায়ের পুজো করে আসছেন । এবারও তার ব্যতিক্রম হয়নি । আজ সকালে শোভাযাত্রা করে মৃৎশিল্পীর বাড়ি থেকে প্রতিমা মন্দিরে নিয়ে আসা হয়েছে । দুপুরের পর প্রথা মেনে শুরু হয়েছে পুজো ।

মালদা, 3 নভেম্বর : 1930 সাল, দেশজুড়ে বাড়ছে ব্রিটিশদের অত্যাচার ৷ একই সঙ্গে ইংরেজবিরোধী লড়াই জোরাল হতে শুরু করেছে বিভিন্ন জায়গায় ৷ সহিংস আন্দোলন ছাড়া অত্যাচারী শাসকদের যে দেশছাড়া করা যাবে না, ততদিনে সবাইকে বুঝিয়ে দিয়েছেন বাংলার দামালরা । সেই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল মালদা শহরেও । মালদার পুড়াটুলি এলাকার কিছু যুবকও তখন দেশ স্বাধীন করার ব্রত নিয়ে ফেলেছেন । শরীরচর্চা করতে এলাকাতেই তাঁরা খুলে ফেলেছিলেন একটি ব্যায়ামাগার । শরীরের সঙ্গে মনকেও লৌহকঠিন বানাতে শুরু করেছিলেন শক্তির আরাধনা । আরাধ্যা ছিলেন 10 মাথার মহাকালী । সেই পুজো এবার 92 বছরে পা দিল ।

আরও পড়ুন : Anubrata Mandal : আড়াই কোটির সোনায় সাজছে অনুব্রতর কালী প্রতিমা

সময়ের সঙ্গে পুজোর স্থান পরিবর্তন হয়েছে । পুড়াটুলিতে শুরু হওয়া পুজো এখন হয় খানিকটা দূরে গঙ্গাবাগে । আশির দশকে এখানেই তৈরি হয়েছে মহাকালী মন্দির । এই পুজোর বৈশিষ্ঠ হল, প্রথম থেকেই ভূত চতুর্দশী তিথিতে দিনের আলোয় এই পুজো অনুষ্ঠিত হয় । আজও তার ব্যতিক্রম হয়নি । ইংরেজবাজার ব্যায়াম সমিতির 10 মাথার মহাকালী শ্রীশ্রী চণ্ডী গ্রন্থের বৈকৃতিক রহস্য সূত্রে নির্মিত । পুরাণ মতেই প্রথম থেকে সেই মূর্তি তৈরি হয় । বিহারের বিন্দুবাসিনীতে পাহাড়ের গায়ে এখনও খোদাই করা এই মহাকালী মূর্তি দেখতে পাওয়া যায় । এবার সেই মূর্তি তৈরি করেছেন শহরের মৃৎশিল্পী অষ্টম চৌধুরী ।

আরও পড়ুন : Medinipur Kali Puja : জমি বিবাদে জায়গা বদল মানিকপুরের মোটা কালীর পুজোয়

ইংরেজবাজার ব্যায়াম সমিতির সম্পাদক পাপান চৌধুরী বলেন, “1930 সালে ইংরেজবাজার ব্যায়াম সমিতি প্রতিষ্ঠিত হয় । তখন থেকেই মহাকালীর পুজোও শুরু হয় । যাঁরা এই ব্যায়ামাগার প্রতিষ্ঠা করেছিলেন, তাঁরা সবাই ছিলেন স্বাধীনতা সংগ্রামী । তাঁরা শক্তির আরাধনার জন্য মহাকালীপুজো শুরু করেন । প্রথম থেকেই কৃষ্ণা চতুর্দশী তিথিতে দিনের বেলায় এই পুজো হয়ে আসছে । এখনও সেই রীতিতেই পুজো হয় । যে সময় এই পুজো চালু হয়েছিল, তখন ইংরেজরা প্রবল অত্যাচার করত । রাতে তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়ত । রাতে লোকজনের সমাগমও কম হত । তাই তাদের চোখ এড়িয়ে শক্তির আরাধনার জন্য ভূত চতুর্দশীর দিনের আলোকে বেছে নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা । মায়ের আদি রূপ হল 10 হাত, 10 পা ও 10 মাথা । পায়ে ও হাতে নরমুণ্ড । এখানে শিবের কোনও অস্তিত্ব নেই ।”

ভূত চতুর্দশীতে দিনের আলোয় কালী পুজো

আরও পড়ুন : North Dinajpur Kali Puja : হাটপাড়ার টেরাকোটার প্রদীপ পাড়ি দিচ্ছে বিহার থেকে ব্রিটেনে

শুধু মালদা শহর নয়, জেলার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন । গয়েশপুর থেকে পুজো দিতে এসেছিলেন অভিজিৎ ভাস্কর । তিনি বলেন, “আমি 10-11 বছর ধরে এখানে পুজো দিতে আসছি । তার আগে বাড়ির সদস্যরা পুজো দিতে আসতেন । এই পুজো স্বাধীনতার আগে থেকে চলে আসছে । বেদ অনুযায়ী তান্ত্রিক মতে এখানে পুজো হয়।”

আরও পড়ুন : Kali Puja 2021 : প্রতিমা নির্মাণ থেকে নিরঞ্জন, সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে সম্পন্ন হয় রায়গঞ্জের কালীপুজোয়

1985 সালে গঙ্গাবাগে তৈরি হয়েছে মহাকালীর স্থায়ী মন্দির । একসময় সেখানে তন্ত্র সাধনা করতেন স্থানীয় বাসিন্দা প্রফুল্লধন মুখোপাধ্যায় । নিজের তন্ত্র সাধনার জন্য তিনি পঞ্চমুণ্ডির আসন তৈরি করেন । সেই আসনের উপর রয়েছে মহাকালীর বেদী । ছাগল বলি দিয়ে শুরু হয় পুজো । পঞ্চমুণ্ডির আসনে সাধনা করা তান্ত্রিকরাই প্রথম থেকে মায়ের পুজো করে আসছেন । এবারও তার ব্যতিক্রম হয়নি । আজ সকালে শোভাযাত্রা করে মৃৎশিল্পীর বাড়ি থেকে প্রতিমা মন্দিরে নিয়ে আসা হয়েছে । দুপুরের পর প্রথা মেনে শুরু হয়েছে পুজো ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.