ETV Bharat / bharat

Militant killed : বারামুল্লায় পুলিশের গুলিতে খতম এক জঙ্গি - সোপোর

মঙ্গলবার সোপোরে এক জঙ্গি খতম করে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷ এনকাউন্টার এখনও চলছে, জানিয়েছে পুলিশ ৷

চলছে এনকাউন্টার
চলছে এনকাউন্টার
author img

By

Published : Aug 24, 2021, 8:15 AM IST

শ্রীনগর, 24 অগস্ট : জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে চলছে জঙ্গি দমন অপারেশন ৷ মঙ্গলবার সোপোরে (Sopore) বারামুল্লা জেলায় (Baramulla district) একজন জঙ্গিকে খতম করে পুলিশ ৷ গতকাল থেকে এনকাউন্টার শুরু হয়েছে ৷ এখনও গোলাগুলি চলছে দু'পক্ষের মধ্যে, জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জঙ্গিরা কোথায় রয়েছে, সেই খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে পিথশির (Pethseer) অঞ্চলটি ঘিরে ফেলে অপারেশন শুরু করে পুলিশ ৷

আরও পড়ুন : Two militants killed : ভূ-স্বর্গে খতম লস্কর-ই-তৈবার দুই শীর্ষ কম্যান্ডো, দাবি আইজির

মঙ্গলবার ভোরে জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর উপর গুলি চালাতে শুরু করে ৷ ফলে তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিণত হয় ৷ এখনও পর্যন্ত কোনও পক্ষের হতাহতের খবর পাওয়া যায়নি ৷

শ্রীনগর, 24 অগস্ট : জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে চলছে জঙ্গি দমন অপারেশন ৷ মঙ্গলবার সোপোরে (Sopore) বারামুল্লা জেলায় (Baramulla district) একজন জঙ্গিকে খতম করে পুলিশ ৷ গতকাল থেকে এনকাউন্টার শুরু হয়েছে ৷ এখনও গোলাগুলি চলছে দু'পক্ষের মধ্যে, জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জঙ্গিরা কোথায় রয়েছে, সেই খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে পিথশির (Pethseer) অঞ্চলটি ঘিরে ফেলে অপারেশন শুরু করে পুলিশ ৷

আরও পড়ুন : Two militants killed : ভূ-স্বর্গে খতম লস্কর-ই-তৈবার দুই শীর্ষ কম্যান্ডো, দাবি আইজির

মঙ্গলবার ভোরে জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর উপর গুলি চালাতে শুরু করে ৷ ফলে তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিণত হয় ৷ এখনও পর্যন্ত কোনও পক্ষের হতাহতের খবর পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.