শ্রীনগর, 24 অগস্ট : জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে চলছে জঙ্গি দমন অপারেশন ৷ মঙ্গলবার সোপোরে (Sopore) বারামুল্লা জেলায় (Baramulla district) একজন জঙ্গিকে খতম করে পুলিশ ৷ গতকাল থেকে এনকাউন্টার শুরু হয়েছে ৷ এখনও গোলাগুলি চলছে দু'পক্ষের মধ্যে, জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জঙ্গিরা কোথায় রয়েছে, সেই খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে পিথশির (Pethseer) অঞ্চলটি ঘিরে ফেলে অপারেশন শুরু করে পুলিশ ৷
-
#Encounter has started at #Sopore. Police and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) August 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Encounter has started at #Sopore. Police and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) August 23, 2021#Encounter has started at #Sopore. Police and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) August 23, 2021
আরও পড়ুন : Two militants killed : ভূ-স্বর্গে খতম লস্কর-ই-তৈবার দুই শীর্ষ কম্যান্ডো, দাবি আইজির
মঙ্গলবার ভোরে জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর উপর গুলি চালাতে শুরু করে ৷ ফলে তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিণত হয় ৷ এখনও পর্যন্ত কোনও পক্ষের হতাহতের খবর পাওয়া যায়নি ৷