ETV Bharat / bharat

Road Accident in Karnataka: কর্ণাটকে জোড়া পথ দুর্ঘটনায় 11 জনের মৃত্যু

কর্ণাটকের কোড়াগু এবং টুমাকুরুে পথ দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনা দু’টিতে মোট 9 জন হত হয়েছেন ৷ একটি ঘটনায় গাড়ির সঙ্গে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে ৷ আরেকটি ঘটনায় একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভি-তে ধাক্কা মারে ৷

Road Accident in Karnataka ETV BHARAT
Road Accident in Karnataka
author img

By

Published : Apr 15, 2023, 1:20 PM IST

কোড়াগু/টুমাকুরু (কর্ণাটক), 15 এপ্রিল: কর্ণাটকে দু’টি পথ দুর্ঘটনায় 11 জনের মৃত্যু ৷ শুক্রবার সকালে দু’টি ঘটনা ঘটে কর্ণাটকের কোড়াগু এবং টুমাকুরু জেলায় ৷ দু’টি দুর্ঘটনায় মোট 9 জন আহত হয়েছেন ৷ প্রথম দুর্ঘটনায় একটি প্রাইভেট গাড়ির সঙ্গে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে ৷ ওই ঘটনায় মোচ 6 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে 2 জন মহিলা এবং 3 জন শিশু ছিল ৷ টুমাকুরুতে দ্বিতীয় ঘটনায় বেসরকারি বাসের সঙ্গে এসইউভি-র ধাক্কা লাগে ৷ এই ঘটনায় মোট 5 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য ৷ সেখানেও 2টি শিশু ছিল বলে জানা গিয়েছে ৷

কর্ণাটকে কোড়াগু জেলায় প্রথম দুর্ঘটনায় মোট 6 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ আজ সকালে সরকারি বাসের সঙ্গে একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনায় 2 জন ব্যক্তি গুরুতর জখম হয়েছেন ৷ প্রাইভেট গাড়ির সওয়ারিরা সকলে দক্ষিণ কন্নড় জেলার সুল্লিয়াতে যাচ্ছিলেন ৷ তাঁরা মান্ড্য জেলার মাদ্দুর থেকে আসছিলেন ৷ পথে কর্ণাটক রাজ্য পরিবহণ নিগমের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ৷

টুমাকুরু জেলার ঘটনায় বেসরকারি বাসের সঙ্গে একটি এসইউভি-র ধাক্কা লাগে ৷ এই ঘটনায় গাড়িতে থাকা 5 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য ৷ পুলিশের তরফে জানা গিয়েছে, বেসরকারি ওই বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে ৷ এরপর সেটি এসইউভি-র সঙ্গে সংঘর্ষ হয় ৷ এই ঘটনায় বাসে সওয়ার 7 জন যাত্রী আহত হয়েছেন ৷ তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ এই ঘটনায় গাড়িতে সওয়ার সকলেই বেঙ্গালুরুর বাসিন্দা ৷ তাঁরা চিত্রদূর্গ জেলার চাল্লাকেরেতে যাচ্ছিলেন ৷

আরও পড়ুন: রায়গড়ে বাস উলটে পড়ল খাদে , মৃত কমপক্ষে 12

অন্যদিক, শুক্রবার ভোরবেলা মহারাষ্ট্রে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে ৷ রায়গড়ে ওল্ড পুণে-মুম্বই জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী বাসে সওয়ার অন্তত 12 জন যাত্রীর মৃত্যু হয়েছে ৷ বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি ৷

কোড়াগু/টুমাকুরু (কর্ণাটক), 15 এপ্রিল: কর্ণাটকে দু’টি পথ দুর্ঘটনায় 11 জনের মৃত্যু ৷ শুক্রবার সকালে দু’টি ঘটনা ঘটে কর্ণাটকের কোড়াগু এবং টুমাকুরু জেলায় ৷ দু’টি দুর্ঘটনায় মোট 9 জন আহত হয়েছেন ৷ প্রথম দুর্ঘটনায় একটি প্রাইভেট গাড়ির সঙ্গে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে ৷ ওই ঘটনায় মোচ 6 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে 2 জন মহিলা এবং 3 জন শিশু ছিল ৷ টুমাকুরুতে দ্বিতীয় ঘটনায় বেসরকারি বাসের সঙ্গে এসইউভি-র ধাক্কা লাগে ৷ এই ঘটনায় মোট 5 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য ৷ সেখানেও 2টি শিশু ছিল বলে জানা গিয়েছে ৷

কর্ণাটকে কোড়াগু জেলায় প্রথম দুর্ঘটনায় মোট 6 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ আজ সকালে সরকারি বাসের সঙ্গে একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনায় 2 জন ব্যক্তি গুরুতর জখম হয়েছেন ৷ প্রাইভেট গাড়ির সওয়ারিরা সকলে দক্ষিণ কন্নড় জেলার সুল্লিয়াতে যাচ্ছিলেন ৷ তাঁরা মান্ড্য জেলার মাদ্দুর থেকে আসছিলেন ৷ পথে কর্ণাটক রাজ্য পরিবহণ নিগমের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ৷

টুমাকুরু জেলার ঘটনায় বেসরকারি বাসের সঙ্গে একটি এসইউভি-র ধাক্কা লাগে ৷ এই ঘটনায় গাড়িতে থাকা 5 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য ৷ পুলিশের তরফে জানা গিয়েছে, বেসরকারি ওই বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে ৷ এরপর সেটি এসইউভি-র সঙ্গে সংঘর্ষ হয় ৷ এই ঘটনায় বাসে সওয়ার 7 জন যাত্রী আহত হয়েছেন ৷ তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ এই ঘটনায় গাড়িতে সওয়ার সকলেই বেঙ্গালুরুর বাসিন্দা ৷ তাঁরা চিত্রদূর্গ জেলার চাল্লাকেরেতে যাচ্ছিলেন ৷

আরও পড়ুন: রায়গড়ে বাস উলটে পড়ল খাদে , মৃত কমপক্ষে 12

অন্যদিক, শুক্রবার ভোরবেলা মহারাষ্ট্রে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে ৷ রায়গড়ে ওল্ড পুণে-মুম্বই জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী বাসে সওয়ার অন্তত 12 জন যাত্রীর মৃত্যু হয়েছে ৷ বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.