হায়দরাবাদ, 10 মার্চ : বুথ ফেরৎ সমীক্ষা যা আভাস দিয়েছিল তাকেই মান্যতা দিয়ে উত্তরপ্রদেশে দ্বিতীয়বার মসনদে বসতে চলেছেন যোগী আদিত্যনাথ ৷ গণনার প্রাথমিক ট্রেন্ড যদি শেষ পর্যন্ত বজায় থাকে ,তবে কিছুটা কমলেও আড়াইশোর বেশি আসনে জিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি (In Uttar Pradesh BJP is likely to make history) ৷ এক্সিট পোলকে মান্যতা দিয়ে পঞ্জাব 'হাত' বদলে আস্থা রাখছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে ৷
বুথ ফেরৎ সমীক্ষাকাকে মিলিয়ে পঞ্জাবে সরকার গড়ার পথে ঝাড়ু শিবির ৷ উত্তরাখণ্ড, মণিপুরে অ্যাডভান্টেজ বিজেপি ৷ এক্সিট পোলে মান্যতা দিয়ে ত্রিশঙ্কু হওয়ার পথে গোয়া ৷ কিন্তু কোথায় দাঁড়িয়ে এই মুহূর্তে পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ দেখে নেওয়া যাক একনজরে ৷
- উত্তরপ্রদেশ : সকাল 11টায় পাওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গোরক্ষপুর (আর্বান) থেকে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ দ্বিতীয় রাউন্ডে গণনার শেষে 10 হাজারেরও বেশি ভোটে এগিয়ে তিনি ৷
- পঞ্জাব : আপ ঝড়ে বেসামাল পঞ্জাবে দু'টি কেন্দ্রেই পিছিয়ে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ৷ ভাদৌর এবং চামকৌর সাহিব দু'টিতেই অনেকটা পিছিয়ে রয়েছেন চান্নি ৷
- উত্তরাখণ্ড : মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি খাতিমা বিধানসভা কেন্দ্র থেকে পিছিয়ে ৷
- গোয়া : সকাল 11টায় পাওয়া সর্বশেষ রিপোর্টে সাড়ে তিনশোর সামান্য বেশি ভোটে এগিয়ে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ৷
- মণিপুর : মণিপুরে ক্ষমতা ধরে রাখার পাশাপাশি হেইংগাং বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷