ETV Bharat / bharat

Eight YouTube Channel Blocked 8টি ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্র, এর মধ্যে একটি পাকিস্তানের

ভুয়ো ও মিথ্যে খবর ছড়ানো হচ্ছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ৷ এতে দেশের সাম্প্রদায়িক পরিস্থিতির যথেষ্ট ক্ষতি হতে পারে ৷ সরকারের নামেও ভুলভাল খবর ছড়াচ্ছে তারা ৷ এই যুক্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক 8টি ইউটিউব চ্যানেল ব্লক করল (Eight YouTube Channel Blocked) ৷

YouTube Channel in India
ইউটিউব চ্যানেল ব্লক
author img

By

Published : Aug 18, 2022, 3:13 PM IST

নয়াদিল্লি, 18 অগস্ট: 8টি ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত সরকার ৷ বৃহস্পতিবার তথ্য় ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে টুইট করে জানানো হয় 8টি ইউটিউব চ্যানেল ব্লক করছে ভারত সরকার ৷ এর মধ্যে 7টি ভারতের, একটি পাকিস্তানের ৷ কেন্দ্রের দাবি ওই সমস্ত চ্যানেলের মাধ্যমে ভুয়ো এবং ভারত বিরোধী কনটেন্ট প্রচার করে টাকা রোজগার করছে চ্যানেগুলি ৷ এদের লক্ষ্য ভারতে বিভিন্ন ধর্ম এবং সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো ৷ তাই 2021-এর তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী এই ইউটিউব চ্যানেলগুলিকে ব্লক করা হল বলে জানিয়েছে তথ্য মন্ত্রক (Eight YouTube channels blocked by Information and Broadcasting Ministry under IT Rules 2021) ৷

  • The purpose of the content published by some of these YouTube channels was to spread hatred among religious communities in India. False claims were made in various videos of the blocked YouTube channels.https://t.co/SiG0rwN7St

    3/3

    — PIB India (@PIB_India) August 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মন্ত্রক তাদের টুইটার হ্যান্ডেলে একটি প্রেস বিজ্ঞপ্তিও পোস্ট করেছে ৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রক ইমারজেন্সি পাওয়ারের আওতায় আইটি রুল 2021-এর নির্দেশ প্রয়োগ করছে 16 অগস্ট, 2022 তারিখে 8টি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক অ্যাকাউন্ট, 2টি ফেসবুক পোস্টের উপর ৷ ব্লক করা ইউটিউব চ্যানেলগুলির ভিউয়ারের সংখ্যা 114 কোটিরও বেশি এবং সাবস্ক্রাইবারের সংখ্যা 85 লক্ষ ছাড়িয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলের গ্রাহক সংখ্যা ছাড়াল 1 কোটি

এই ইউটিউব চ্যানেলগুলিতে প্রচারিত ভিডিয়োয় বেশ কিছু মিথ্যে দাবি করা হয় ৷ শুধু তাই নয় কেন্দ্রীয় সরকার মনে করছে এই ধরনের খবর বন্ধ করা না গেলে দেশের আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যথেষ্ট আশঙ্কা আছে ৷ চ্যানেগুলিতে ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়েও নানা ভুয়ো খবর প্রচার করা হত বলে জানা গিয়েছে ৷ দেশের নিরাপত্তার দিক দিয়ে সম্পূর্ণরূপে মিথ্যে এবং স্পর্শকাতর এই খবরগুলি অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কে প্রভাব ফেলতে পারে ৷

ব্লক হওয়া চ্যানেলের তালিকা (YouTube Channels):

মিডিয়া স্ট্যাটিসটিক্স (Media Statistics)

লোকতন্ত্র টিভি (Loktantra TV)

এএম রাজভি (AM Razvi)

গৌরব পাওয়ান মিথিলাঞ্চল (Gouravshali Pawan Mithilanchal)

সিটপ5টিএইচ (SeeTop5TH)

সরকারি আপডেট (Sarkari Update)

সব কুছ দেখো (Sab Kuch Dekho)

নিউজ কি দুনিয়া, পাকিস্তানি চ্যানেল (News ki Dunya, Pakistan based)

নয়াদিল্লি, 18 অগস্ট: 8টি ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত সরকার ৷ বৃহস্পতিবার তথ্য় ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে টুইট করে জানানো হয় 8টি ইউটিউব চ্যানেল ব্লক করছে ভারত সরকার ৷ এর মধ্যে 7টি ভারতের, একটি পাকিস্তানের ৷ কেন্দ্রের দাবি ওই সমস্ত চ্যানেলের মাধ্যমে ভুয়ো এবং ভারত বিরোধী কনটেন্ট প্রচার করে টাকা রোজগার করছে চ্যানেগুলি ৷ এদের লক্ষ্য ভারতে বিভিন্ন ধর্ম এবং সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো ৷ তাই 2021-এর তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী এই ইউটিউব চ্যানেলগুলিকে ব্লক করা হল বলে জানিয়েছে তথ্য মন্ত্রক (Eight YouTube channels blocked by Information and Broadcasting Ministry under IT Rules 2021) ৷

  • The purpose of the content published by some of these YouTube channels was to spread hatred among religious communities in India. False claims were made in various videos of the blocked YouTube channels.https://t.co/SiG0rwN7St

    3/3

    — PIB India (@PIB_India) August 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মন্ত্রক তাদের টুইটার হ্যান্ডেলে একটি প্রেস বিজ্ঞপ্তিও পোস্ট করেছে ৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রক ইমারজেন্সি পাওয়ারের আওতায় আইটি রুল 2021-এর নির্দেশ প্রয়োগ করছে 16 অগস্ট, 2022 তারিখে 8টি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক অ্যাকাউন্ট, 2টি ফেসবুক পোস্টের উপর ৷ ব্লক করা ইউটিউব চ্যানেলগুলির ভিউয়ারের সংখ্যা 114 কোটিরও বেশি এবং সাবস্ক্রাইবারের সংখ্যা 85 লক্ষ ছাড়িয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলের গ্রাহক সংখ্যা ছাড়াল 1 কোটি

এই ইউটিউব চ্যানেলগুলিতে প্রচারিত ভিডিয়োয় বেশ কিছু মিথ্যে দাবি করা হয় ৷ শুধু তাই নয় কেন্দ্রীয় সরকার মনে করছে এই ধরনের খবর বন্ধ করা না গেলে দেশের আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যথেষ্ট আশঙ্কা আছে ৷ চ্যানেগুলিতে ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়েও নানা ভুয়ো খবর প্রচার করা হত বলে জানা গিয়েছে ৷ দেশের নিরাপত্তার দিক দিয়ে সম্পূর্ণরূপে মিথ্যে এবং স্পর্শকাতর এই খবরগুলি অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কে প্রভাব ফেলতে পারে ৷

ব্লক হওয়া চ্যানেলের তালিকা (YouTube Channels):

মিডিয়া স্ট্যাটিসটিক্স (Media Statistics)

লোকতন্ত্র টিভি (Loktantra TV)

এএম রাজভি (AM Razvi)

গৌরব পাওয়ান মিথিলাঞ্চল (Gouravshali Pawan Mithilanchal)

সিটপ5টিএইচ (SeeTop5TH)

সরকারি আপডেট (Sarkari Update)

সব কুছ দেখো (Sab Kuch Dekho)

নিউজ কি দুনিয়া, পাকিস্তানি চ্যানেল (News ki Dunya, Pakistan based)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.