ETV Bharat / bharat

ED summons Hemant Soren: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আগামী 24 অগস্ট তলব ইডির - বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে

ED summons Jharkhand CM Hemant Soren: আগামী 24 অগস্ট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জমি কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এর আগে 14 অগস্ট তাঁকে তলব করেছিল ইডি ৷ সেদিন তিনি যাননি ৷ বরং চিঠি লিখে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ এখন দেখার এবার তিনি কী করেন !

ED summons Hemant Soren
হেমন্ত সোরেনকে তলব ইডির
author img

By

Published : Aug 19, 2023, 12:51 PM IST

রাঁচি, 19 অগস্ট: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আগামী 24 অগস্ট ইডি-র দফতরে হাজিরা দেওয়ার জন্য তাঁকে সমন পাঠানো হয়েছে ৷ চলতি অগস্ট মাসে এই নিয়ে তাঁকে দ্বিতীয়বার তলব করল ইডি ৷ এর আগে গত 14 অগস্ট তাঁকে ডাকা হয়েছিল ৷

24 অগস্ট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব: চলতি মাসের শুরুতেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব করে ইডি ৷ 14 অগস্ট তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয় ৷ কিন্তু তিনি সেদিন হাজির হননি ইডির তদন্তকারীদের সামনে ৷ বরং চিঠি লিখে আসবেন না বলে জানিয়ে দেন ৷ তার পর জমি কেলেঙ্কারি সংক্রান্ত এই মামলায় ফের তাঁকে ইডি তলব করেছে ৷ সূত্রের খবর, দ্বিতীয়বার তলবের আগে এই বিষয়ে আইনি পরামর্শও নিয়েছে তদন্তকারী সংস্থা ৷ তার পরই হেমন্ত সোরেনকে 24 অগস্ট আসতে বলা হয়েছে ৷

রাজাকে চা-পানের আমন্ত্রণ: শনিবার সকালেই হেমন্তকে তলবের বিষয়টি সামনে আসে ৷ তার পরই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, 24 অগস্ট ইডি আবার রাজা সাহেবকে চা-পানের জন্য ডেকেছে ৷ তিনি অবশ্য হেমন্তর নাম লেখেননি ৷ তবে তাঁর কটাক্ষের লক্ষ্য যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তা সহজেই অনুমান করা যাচ্ছে ৷

ইডিকে পাঠানো হেমন্ত সোরেনের চিঠি: রাঁচিতে জমি কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় ইডি গত 14 অগস্ট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করে ৷ 14 অগস্ট সকাল 11টায় হেমন্তকে ইডি-র রাঁচি জোনাল অফিসে যেতে বলা হয়েছিল ৷ কিন্তু সংস্থার সামনে হাজির হওয়ার পরিবর্তে তিনি ইডি-র রাঁচি জোনাল অফিসে একটি চিঠি পাঠান ।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চিঠির মাধ্যমে সময় না চাইলেও এই নিয়ে আইনি পদক্ষেপের বিষয়ে জানান ৷ ওই সমন রাজনৈতিক উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে সেই চিঠিতে হেমন্ত অভিযোগ করেছিলেন ৷ নাম না করে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্য়বহার করার অভিযোগ তোলেন ৷

আরও পড়ুন: আমি মুখ্যমন্ত্রী, পালিয়ে যাব নাকি, ইডির কাছে হাজিরার আগে প্রশ্ন তুললেন হেমন্ত

এখনও পর্যন্ত হেমন্ত সোরেনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ এখন দেখার 24 অগস্ট তিনি হাজিরা দিতে যান, নাকি এবার কোনও আইনি পদক্ষেপ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে !

রাঁচি, 19 অগস্ট: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আগামী 24 অগস্ট ইডি-র দফতরে হাজিরা দেওয়ার জন্য তাঁকে সমন পাঠানো হয়েছে ৷ চলতি অগস্ট মাসে এই নিয়ে তাঁকে দ্বিতীয়বার তলব করল ইডি ৷ এর আগে গত 14 অগস্ট তাঁকে ডাকা হয়েছিল ৷

24 অগস্ট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব: চলতি মাসের শুরুতেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব করে ইডি ৷ 14 অগস্ট তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয় ৷ কিন্তু তিনি সেদিন হাজির হননি ইডির তদন্তকারীদের সামনে ৷ বরং চিঠি লিখে আসবেন না বলে জানিয়ে দেন ৷ তার পর জমি কেলেঙ্কারি সংক্রান্ত এই মামলায় ফের তাঁকে ইডি তলব করেছে ৷ সূত্রের খবর, দ্বিতীয়বার তলবের আগে এই বিষয়ে আইনি পরামর্শও নিয়েছে তদন্তকারী সংস্থা ৷ তার পরই হেমন্ত সোরেনকে 24 অগস্ট আসতে বলা হয়েছে ৷

রাজাকে চা-পানের আমন্ত্রণ: শনিবার সকালেই হেমন্তকে তলবের বিষয়টি সামনে আসে ৷ তার পরই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, 24 অগস্ট ইডি আবার রাজা সাহেবকে চা-পানের জন্য ডেকেছে ৷ তিনি অবশ্য হেমন্তর নাম লেখেননি ৷ তবে তাঁর কটাক্ষের লক্ষ্য যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তা সহজেই অনুমান করা যাচ্ছে ৷

ইডিকে পাঠানো হেমন্ত সোরেনের চিঠি: রাঁচিতে জমি কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় ইডি গত 14 অগস্ট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করে ৷ 14 অগস্ট সকাল 11টায় হেমন্তকে ইডি-র রাঁচি জোনাল অফিসে যেতে বলা হয়েছিল ৷ কিন্তু সংস্থার সামনে হাজির হওয়ার পরিবর্তে তিনি ইডি-র রাঁচি জোনাল অফিসে একটি চিঠি পাঠান ।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চিঠির মাধ্যমে সময় না চাইলেও এই নিয়ে আইনি পদক্ষেপের বিষয়ে জানান ৷ ওই সমন রাজনৈতিক উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে সেই চিঠিতে হেমন্ত অভিযোগ করেছিলেন ৷ নাম না করে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্য়বহার করার অভিযোগ তোলেন ৷

আরও পড়ুন: আমি মুখ্যমন্ত্রী, পালিয়ে যাব নাকি, ইডির কাছে হাজিরার আগে প্রশ্ন তুললেন হেমন্ত

এখনও পর্যন্ত হেমন্ত সোরেনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ এখন দেখার 24 অগস্ট তিনি হাজিরা দিতে যান, নাকি এবার কোনও আইনি পদক্ষেপ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.