ETV Bharat / bharat

আর্থিক তছরূপের অভিযোগ, মুখ্যমন্ত্রী হেমন্তের মিডিয়া উপদেষ্টার বাড়িতে তল্লাশি ইডি'র

ED Raids CM Hemant Soren's Press Advisor House: বুধবার সাতসকালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মিডিয়া উপদেষ্টার বাড়িতে অভিযান চালাল ইডি ৷

ETV Bharat
ইডির তল্লাশি অভিযান
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 10:01 AM IST

Updated : Jan 3, 2024, 10:30 AM IST

রাঁচি, 3 জানুয়ারি: মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মিডিয়া উপদেষ্টার রাঁচির বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বুধবার ভোরবেলা অভিষেক প্রসাদের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা ৷ ইডি সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা রয়েছে ৷ সেই মামলাতেই তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷

  • #WATCH | Ranchi: ED raids are underway at Jharkhand CM Hemant Soren's press advisor's residence Abhishek Prasad alias Pintu in connection with an illegal mining case.

    Searches are being carried out at 12 locations including Abhishek Prasad's residence and the residence of… pic.twitter.com/fRuJWQkxw8

    — ANI (@ANI) January 3, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, বুধবার ঝাড়খণ্ডের 12টা জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি ৷ এর মধ্যে অন্য়তম অভিষেক প্রসাদের রাঁচির বাড়ি ৷ এছাড়া ডেপুটি কমিশনারের সাহেবগঞ্জের বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এদিকে ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনও বাদ যায়নি ইডির তালিকা থেকে ৷ তাঁকে 30 ডিসেম্বর সমনের চিঠি পাঠিয়েছে ইডি ৷ তাঁর বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে তাঁর বয়ান রেকর্ড করবে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তবে এই সমনকে বেআইনি বলে পালটা তোপ দেগেছেন হেমন্ত সোরেন ৷

2022 সালের প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় হেমন্ত সোরেনকে এ নিয়ে 7 বার সমন পাঠাল ইডি ৷ এর আগে তিনি 6 বার ইডির সমন এড়িয়ে গিয়েছেন ৷ জমি দুর্নীতি কাণ্ডে গত বছরের অগস্টের মাঝামাঝি সময়ে ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রীকে তলব করে ইডি ৷ সেবার তিনি হাজিরা দেননি ৷ তিনি জানিয়েছিলেন, রাজ্যের স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছেন ৷ তাই ইডির কার্যালয়ে হাজিরা দিতে পারবেন না ৷

হেমন্ত সোরেন ইডিকে চিঠিতে জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যে তাঁর সম্পত্তির হিসেবনিকেশ বিস্তারিত পাঠিয়ে দিয়েছেন ৷ তিনি আরও অভিযোগ করেন, পুরো বিষয়টি নিয়ে মিডিয়া ট্রায়াল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এমনকী ঝাড়খণ্ড সরকারকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে ইডি ৷ গত সপ্তাহের শুরুতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বয়ান রেকর্ড করতে চেয়ে তাঁকে 7 নম্বর বার সমন পাঠায় ইডি ৷ এর আগে 6 বার তিনি সমন এড়িয়ে গিয়েছেন ৷ তাই ইডি তাঁকে সতর্ক করে, এটাই সোরেনের শেষ সুযোগ ৷

আরও পড়ুন:

  1. বিজেপি নেতার সঙ্গে জমিবিবাদে দুই প্রৌঢ় কৃষককে ইডির তলব, অর্থমন্ত্রীকে সরানোর দাবি আধিকারিকের
  2. ইডির বিরুদ্ধে হেমন্তকে ঝাড়খণ্ড হাইকোর্টে মামলার পরামর্শ সুপ্রিম কোর্টের
  3. 'কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারের জন্য প্রস্তুত থাকুন', বৈঠক থেকে বার্তা খাড়গের

রাঁচি, 3 জানুয়ারি: মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মিডিয়া উপদেষ্টার রাঁচির বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বুধবার ভোরবেলা অভিষেক প্রসাদের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা ৷ ইডি সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা রয়েছে ৷ সেই মামলাতেই তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷

  • #WATCH | Ranchi: ED raids are underway at Jharkhand CM Hemant Soren's press advisor's residence Abhishek Prasad alias Pintu in connection with an illegal mining case.

    Searches are being carried out at 12 locations including Abhishek Prasad's residence and the residence of… pic.twitter.com/fRuJWQkxw8

    — ANI (@ANI) January 3, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, বুধবার ঝাড়খণ্ডের 12টা জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি ৷ এর মধ্যে অন্য়তম অভিষেক প্রসাদের রাঁচির বাড়ি ৷ এছাড়া ডেপুটি কমিশনারের সাহেবগঞ্জের বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এদিকে ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনও বাদ যায়নি ইডির তালিকা থেকে ৷ তাঁকে 30 ডিসেম্বর সমনের চিঠি পাঠিয়েছে ইডি ৷ তাঁর বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে তাঁর বয়ান রেকর্ড করবে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তবে এই সমনকে বেআইনি বলে পালটা তোপ দেগেছেন হেমন্ত সোরেন ৷

2022 সালের প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় হেমন্ত সোরেনকে এ নিয়ে 7 বার সমন পাঠাল ইডি ৷ এর আগে তিনি 6 বার ইডির সমন এড়িয়ে গিয়েছেন ৷ জমি দুর্নীতি কাণ্ডে গত বছরের অগস্টের মাঝামাঝি সময়ে ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রীকে তলব করে ইডি ৷ সেবার তিনি হাজিরা দেননি ৷ তিনি জানিয়েছিলেন, রাজ্যের স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছেন ৷ তাই ইডির কার্যালয়ে হাজিরা দিতে পারবেন না ৷

হেমন্ত সোরেন ইডিকে চিঠিতে জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যে তাঁর সম্পত্তির হিসেবনিকেশ বিস্তারিত পাঠিয়ে দিয়েছেন ৷ তিনি আরও অভিযোগ করেন, পুরো বিষয়টি নিয়ে মিডিয়া ট্রায়াল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এমনকী ঝাড়খণ্ড সরকারকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে ইডি ৷ গত সপ্তাহের শুরুতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বয়ান রেকর্ড করতে চেয়ে তাঁকে 7 নম্বর বার সমন পাঠায় ইডি ৷ এর আগে 6 বার তিনি সমন এড়িয়ে গিয়েছেন ৷ তাই ইডি তাঁকে সতর্ক করে, এটাই সোরেনের শেষ সুযোগ ৷

আরও পড়ুন:

  1. বিজেপি নেতার সঙ্গে জমিবিবাদে দুই প্রৌঢ় কৃষককে ইডির তলব, অর্থমন্ত্রীকে সরানোর দাবি আধিকারিকের
  2. ইডির বিরুদ্ধে হেমন্তকে ঝাড়খণ্ড হাইকোর্টে মামলার পরামর্শ সুপ্রিম কোর্টের
  3. 'কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারের জন্য প্রস্তুত থাকুন', বৈঠক থেকে বার্তা খাড়গের
Last Updated : Jan 3, 2024, 10:30 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.