মহারাষ্ট্র, 1 অগস্ট: 4 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতেই থাকতে হবে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে ৷ মুম্বইয়ের একটি আদালত সোমবার এই নির্দেশ দিয়েছে ৷ এর আগে 16 ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রবিবার গভীর রাতে সঞ্জয়কে গ্রেফতার করে ইডি ৷ গোরেগাঁওয়ে পত্র চউল জমি কেলেঙ্কারি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে (Shiv Sena MP Sanjay Raut Arrested by ED)। রবিরাব সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত সঞ্জয় রাউতের বাড়িতে তল্লাশি চলে । এরপর বিকেল সাড়ে 5টা থেকে ইডি অফিসে জিজ্ঞাসাবাদ করা হয় । আরও পরে গ্রেফতার হন সাংসদ ৷
এদিন আদালতে সঞ্জয়ের আইনজীবী দাবি করেন রাজনৈতিক কারণেই শিবসেনার নেতাকে গ্রেফতার করা হয়েছে ৷ তাছাড়া সঞ্জয়ের শারীরিক সমস্যা আছে ৷ হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ তাঁর অস্ত্রপচারও করতে হয়েছে ৷ এমতাবস্থায় তাঁকে জামিন দেওয়া হোক ৷ অন্যদিকে সাংসদকে আরও জেরা করতে চায় ইডি ৷ দু'পক্ষের সওয়াল শুনে সঞ্জয়কে 4 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে থাকার নির্দেশ দেন বিচারক ৷
ইডি সূত্রের খবর, সঞ্জয় রাউতকে রাত 11:45 নাগাদ গ্রেফতার করা হয় । তাঁকে জিজ্ঞাসাবাদের পর দক্ষিণ মুম্বইয়ের ইডি অফিসে নিয়ে যাওয়া হয় । সঞ্জয় রাউতের ভাই সুনীল রাউত জানিয়েছেন, ইডি মামলা সম্পর্কিত কোনও নথি বা প্রমাণ পায়নি । সর্বশেষ তথ্য অনুযায়ী, সাংসদ সঞ্জয় রাউতের বাড়ি থেকে 11 লক্ষ 50 হাজার টাকা পাওয়া গিয়েছে । সেই কারণেই এই মামলা অন্যদিকে মোড় নিচ্ছে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন: দুর্নীতি মামলায় আটক সঞ্জয় রাউত, আনা হল ইডি দফতরে
উল্লেখ্য, গত 1 জুলাই এই রাজ্যসভার সাংসদকে আর্থিক তছরুপের ঘটনায় জিজ্ঞাসাবাদ করেছিল ইডি । জানা গিয়েছে, মুম্বইয়ের পত্র চউল নামে একটি আবাসন প্রকল্প নির্মাণের ক্ষেত্রে শিবসেনা নেতার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে । শুধু সঞ্জয় রাউত নয়, তাঁর স্ত্রীর কত সম্পত্তি রয়েছে, তাও খতিয়ে দেখছে ইডি । এর আগে গত 27 জুন সঞ্জয় রাউতকে নোটিশ পাঠিয়ে মুম্বইয়ের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয় ৷ 1 জুলাই সঞ্জয় রাউত হাজিরা দেন ৷ সেদিনও প্রায় 10 ঘণ্টা শিবসেনার এই শীর্ষনেতাকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷