ETV Bharat / bharat

Earthquake in Delhi NCR: নতুন বছরের রাতে রাজধানীতে ভূমিকম্প - Delhi NCR Earthquake News

নয়াদিল্লিতে ভূমিকম্প ৷ বছরের প্রথম দিনের শুরুতেই সামান্য কেঁপে উঠল রাজধানী ৷ তবে তীব্রতা 3.8 (Earthquake of 3.8 magnitude strikes Delhi NCR) ৷

Earthquake
ভূমিকম্প
author img

By

Published : Jan 1, 2023, 9:54 AM IST

নয়াদিল্লি, 1 জানুয়ারি: নতুন বছরের এক ঘণ্টা কাটতে না কাটতেই কেঁপে উঠল রাজধানী ৷ হ্যাঁ, রবিবার 3.8 তীব্রতার ভূমকম্পন অনুভূত হল দিল্লিতে। এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology, NSC) ৷ দেশে ভূমিকম্পের উপর নজরদারির করে কেন্দ্রীয় সরকারের সংস্থা এনএসসি ৷ রবিবার 1টা 19 মিনিট নাগাদ হরিয়ানার ঝাজ্জরের উত্তর উত্তরপশ্চিমে এই ভূমিকম্প হয় ৷

স্থলভাগের 5কিমি গভীরে এই ভূমিকম্প হয় বলে খবর ৷ এনএসসি জানিয়েছে, 1 জানুয়ারি, 2023 তারিখে 1.19.42 মিনিট নাগাদ 3.8 তীব্রতার ভূমিকম্প (Earthquake of Magnitude 3.8) হয়েছে, অক্ষাংশ 28.71 এবং দ্রাঘিমাংশ 76.62, গভীরতা 5 কিমি, ভূকম্পনস্থল হরিয়ানা ঝাজ্জর (Jhajjar, Haryana), 12 কিমি উত্তর উত্তরপশ্চিম৷ এর আগে 12 নভেম্বর দিল্লি এনসিআরে ভূমিকম্প হয়েছিল ৷ এনএসসির দেওয়া তথ্য অনুযায়ী, 12 নভেম্বর হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল 5.4 ৷ এর উৎসকেন্দ্র নেপাল ৷ সন্ধে 7টা 57 মিনিট নাগাদ এই ভূমিকম্প হয় ৷ মাটি থেকে 10 কিমি নীচে এই ভূমিকম্প হয়েছিল ৷

নয়াদিল্লি, 1 জানুয়ারি: নতুন বছরের এক ঘণ্টা কাটতে না কাটতেই কেঁপে উঠল রাজধানী ৷ হ্যাঁ, রবিবার 3.8 তীব্রতার ভূমকম্পন অনুভূত হল দিল্লিতে। এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology, NSC) ৷ দেশে ভূমিকম্পের উপর নজরদারির করে কেন্দ্রীয় সরকারের সংস্থা এনএসসি ৷ রবিবার 1টা 19 মিনিট নাগাদ হরিয়ানার ঝাজ্জরের উত্তর উত্তরপশ্চিমে এই ভূমিকম্প হয় ৷

স্থলভাগের 5কিমি গভীরে এই ভূমিকম্প হয় বলে খবর ৷ এনএসসি জানিয়েছে, 1 জানুয়ারি, 2023 তারিখে 1.19.42 মিনিট নাগাদ 3.8 তীব্রতার ভূমিকম্প (Earthquake of Magnitude 3.8) হয়েছে, অক্ষাংশ 28.71 এবং দ্রাঘিমাংশ 76.62, গভীরতা 5 কিমি, ভূকম্পনস্থল হরিয়ানা ঝাজ্জর (Jhajjar, Haryana), 12 কিমি উত্তর উত্তরপশ্চিম৷ এর আগে 12 নভেম্বর দিল্লি এনসিআরে ভূমিকম্প হয়েছিল ৷ এনএসসির দেওয়া তথ্য অনুযায়ী, 12 নভেম্বর হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল 5.4 ৷ এর উৎসকেন্দ্র নেপাল ৷ সন্ধে 7টা 57 মিনিট নাগাদ এই ভূমিকম্প হয় ৷ মাটি থেকে 10 কিমি নীচে এই ভূমিকম্প হয়েছিল ৷

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, উৎসস্থল নেপাল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.