সিকিম, 5 ফেব্রুয়ারি : ভারত-নেপাল সীমান্তে ভূমিকম্প । ভোরে কেঁপে উঠল সিকিম । ভোর 3 টে 43 নাগাদ ভূমিকম্প অনুভূত হয় সিকিমে । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.0 ।
-
An earthquake of magnitude 4.0 on the Richter scale occurred near the Nepal-India border in Sikkim at 3:43 am today: National Centre for Seismology
— ANI (@ANI) February 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An earthquake of magnitude 4.0 on the Richter scale occurred near the Nepal-India border in Sikkim at 3:43 am today: National Centre for Seismology
— ANI (@ANI) February 5, 2021An earthquake of magnitude 4.0 on the Richter scale occurred near the Nepal-India border in Sikkim at 3:43 am today: National Centre for Seismology
— ANI (@ANI) February 5, 2021
গত মঙ্গলবার পরপর দু'বার ভূমিকম্প অনুভূত হয় সিকিমে । ঘণ্টা খানেকের মধ্যে দু'বার ভূমিকম্প হয় সেখানে । তবে ভূমিকম্পের তীব্রতা খুব একটা বেশি না হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি । প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল 4.6 এবং অন্যটি ছিল 4.9 । পশ্চিম সিকিমের ইউকসাম ছিল ভূমিকম্পের উৎসস্থল ।
হিমালয়ের অন্য প্রান্ত তাজিকিস্তানেও ওই দিন ভূমিকম্প অনুভূত হয়েছিল । এছাড়া সিকিম সংলগ্ন কিছু এলাকায় ধস নেমেছিল ।