ETV Bharat / bharat

Dussehra 2022 Neelkanth Bird: বিজয়া দশমীতে নীলকণ্ঠের দেখা পেলে সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন - বিজয়া দশমী

কথিত আছে যে, বিজয়া দশমীতে অর্থাৎ দশেরায় নীলকন্ঠকে দেখা এবং তার সঙ্গে কথা বললে ভাগ্য জাগ্রত হয় এবং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় (Dussehra 2022 Neelkanth Bird)। আমরা এই বিষয়ে বারাণসীতে জ্যোতিষী পণ্ডিত প্রসাদ দীক্ষিতের সঙ্গে কথা বলেছি (Dussehra 2022)।

dussehra-2022-neelkanth-bird-awakes-luck-and-increas-happiness-and-prosperity
বিজয়া দশমীতে নীলকণ্ঠের দেখা পেলে সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন
author img

By

Published : Oct 5, 2022, 2:35 PM IST

বারাণসী, 5 অক্টোবর: আজ প্রত্যেকেই নিজ নিজ প্রথা মেনে বিজয়া দশমী উৎসব পালন করছেন (Dussehra 2022 Neelkanth Bird)। কোথাও অস্ত্র পুজো হয়, কোথাও রাবণ পোড়ানো হয় ৷ তবে এমন একটি প্রথা রয়েছে যা আজ নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এবং এই প্রথাটি হল বিজয়া দশমীর দিন নীলকন্ঠ পাখির দেখা মেলা ।

এই দিনে নীলকন্ঠ পাখি দেখা কেন শুভ বলে মনে করা হয় এবং এর পেছনের গল্প কী ? বিজয়া দশমীতে নীলকণ্ঠ দেখার গুরুত্ব সম্পর্কে শ্রী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের সদস্য ও জ্যোতিষী পণ্ডিত প্রসাদ দীক্ষিত জানান, নীলকান্ত পাখির পুজো করা হয় প্রকৃত মহাদেব রূপে । এর বড় কারণ হল, যে সময়ে ভগবান শ্রীরাম রাবণকে বধ করতে যাচ্ছিলেন, সেই সময়ে দেবাদিদেব মহাদেব নীলকন্ঠ পাখি রূপে আবির্ভূত হয়ে শ্রী রামকে দেখা দেন এবং নীলকন্ঠ পাখিকে দেখার পরই রাম তাঁর কাজে সফল হন । তাই এটই বিশ্বাস যে, এই দিনে নীলকন্ঠ পাখির আভাস পেলে আপনার ভাগ্য উজ্জ্বল হয় এবং আপনি প্রতিটি কাজে সাফল্য পান ।

দশেরার দিনে নীলকণ্ঠ পাখি দেখা শুভ

আরেকটি গল্প অনুসারে, রাবণকে বধ করার পর, যখন শ্রীরামের বিরুদ্ধে ব্রহ্মাকে হত্যা অভিযোগ আনা হয়েছিল, তখন শ্রীরাম ও লক্ষ্মণ মহাদেবের পুজো করে পাপ থেকে মুক্তির আহ্বান জানান । সে সময় তিনি উভয় ভাইয়ের কাছে নীলকন্ঠ রূপে আবির্ভূত হয়ে ব্রহ্মা হত্যার পাপ থেকে মুক্তির পথ প্রশস্ত করেছিলেন । আজ দশেরার দিনে নীলকন্ঠকে দেখার পাশাপাশি লোকে বলে থাকে, নীলকন্ঠ তুমি নীল রয়ে যাও, রামের কথা বলো । এটা বিশ্বাস করা হয় যে এই দিনে, নীলকান্তের কাছে মনের কথা বললে মনের ইচ্ছা পূরণ হয় । তাই নীলকণ্ঠ দেখার পর শ্রীরাম ও শিবকে অবশ্যই মনের কথা বলতে হবে ৷

আরও পড়ুন: দশেরার শুভ মুহূর্ত ও পুজোর বিধান জেনে নিন

রাম রাবণকে বধ করার পর এই দিনটিকে দশেরা হিসেবে পালন করা হয় । ইতিমধ্যেই 4 অক্টোবর দুপুর 2:20 মিনিটে দশমী তিথি শুরু হয়েছে এবং 5 অক্টোবর, অর্থাৎ আজ দুপুর 01:00 টার পরে তিথি সমাপ্ত হবে । বিজয় মুহূর্ত হবে দুপুর 2:13 টা থেকে 3:00 টা পর্যন্ত ৷ রাবণ দহন সূর্যাস্তের পর রাত 8:30 টা পর্যন্ত করা যাবে । শাস্ত্র বলছে, এই দিন সকালে স্নান করে হনুমান জি-সহ শ্রী রাম, সীতা ও লক্ষ্মণের পুজো করতে হবে ।

পণ্ডিত প্রসাদ দীক্ষিতের মতে, এই দিনে শমী গাছের পুজোর উল্লেখ আছে । কথিত আছে যে, শমী গাছ শুভ এবং লঙ্কা জয় করার পর শ্রীরাম এই গাছের পুজো করেছিলেন এবং নবরাত্রিতে শমী গাছের পাতা দিয়ে দেবী দুর্গার আরাধনা করা খুবই শুভ বলে মনে করা হয় । এছাড়াও অপরাজিতা গাছ বা এর ফুলের পুজো করাও শুভ হিসেবে বিবেচিত হয় ৷

বারাণসী, 5 অক্টোবর: আজ প্রত্যেকেই নিজ নিজ প্রথা মেনে বিজয়া দশমী উৎসব পালন করছেন (Dussehra 2022 Neelkanth Bird)। কোথাও অস্ত্র পুজো হয়, কোথাও রাবণ পোড়ানো হয় ৷ তবে এমন একটি প্রথা রয়েছে যা আজ নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এবং এই প্রথাটি হল বিজয়া দশমীর দিন নীলকন্ঠ পাখির দেখা মেলা ।

এই দিনে নীলকন্ঠ পাখি দেখা কেন শুভ বলে মনে করা হয় এবং এর পেছনের গল্প কী ? বিজয়া দশমীতে নীলকণ্ঠ দেখার গুরুত্ব সম্পর্কে শ্রী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের সদস্য ও জ্যোতিষী পণ্ডিত প্রসাদ দীক্ষিত জানান, নীলকান্ত পাখির পুজো করা হয় প্রকৃত মহাদেব রূপে । এর বড় কারণ হল, যে সময়ে ভগবান শ্রীরাম রাবণকে বধ করতে যাচ্ছিলেন, সেই সময়ে দেবাদিদেব মহাদেব নীলকন্ঠ পাখি রূপে আবির্ভূত হয়ে শ্রী রামকে দেখা দেন এবং নীলকন্ঠ পাখিকে দেখার পরই রাম তাঁর কাজে সফল হন । তাই এটই বিশ্বাস যে, এই দিনে নীলকন্ঠ পাখির আভাস পেলে আপনার ভাগ্য উজ্জ্বল হয় এবং আপনি প্রতিটি কাজে সাফল্য পান ।

দশেরার দিনে নীলকণ্ঠ পাখি দেখা শুভ

আরেকটি গল্প অনুসারে, রাবণকে বধ করার পর, যখন শ্রীরামের বিরুদ্ধে ব্রহ্মাকে হত্যা অভিযোগ আনা হয়েছিল, তখন শ্রীরাম ও লক্ষ্মণ মহাদেবের পুজো করে পাপ থেকে মুক্তির আহ্বান জানান । সে সময় তিনি উভয় ভাইয়ের কাছে নীলকন্ঠ রূপে আবির্ভূত হয়ে ব্রহ্মা হত্যার পাপ থেকে মুক্তির পথ প্রশস্ত করেছিলেন । আজ দশেরার দিনে নীলকন্ঠকে দেখার পাশাপাশি লোকে বলে থাকে, নীলকন্ঠ তুমি নীল রয়ে যাও, রামের কথা বলো । এটা বিশ্বাস করা হয় যে এই দিনে, নীলকান্তের কাছে মনের কথা বললে মনের ইচ্ছা পূরণ হয় । তাই নীলকণ্ঠ দেখার পর শ্রীরাম ও শিবকে অবশ্যই মনের কথা বলতে হবে ৷

আরও পড়ুন: দশেরার শুভ মুহূর্ত ও পুজোর বিধান জেনে নিন

রাম রাবণকে বধ করার পর এই দিনটিকে দশেরা হিসেবে পালন করা হয় । ইতিমধ্যেই 4 অক্টোবর দুপুর 2:20 মিনিটে দশমী তিথি শুরু হয়েছে এবং 5 অক্টোবর, অর্থাৎ আজ দুপুর 01:00 টার পরে তিথি সমাপ্ত হবে । বিজয় মুহূর্ত হবে দুপুর 2:13 টা থেকে 3:00 টা পর্যন্ত ৷ রাবণ দহন সূর্যাস্তের পর রাত 8:30 টা পর্যন্ত করা যাবে । শাস্ত্র বলছে, এই দিন সকালে স্নান করে হনুমান জি-সহ শ্রী রাম, সীতা ও লক্ষ্মণের পুজো করতে হবে ।

পণ্ডিত প্রসাদ দীক্ষিতের মতে, এই দিনে শমী গাছের পুজোর উল্লেখ আছে । কথিত আছে যে, শমী গাছ শুভ এবং লঙ্কা জয় করার পর শ্রীরাম এই গাছের পুজো করেছিলেন এবং নবরাত্রিতে শমী গাছের পাতা দিয়ে দেবী দুর্গার আরাধনা করা খুবই শুভ বলে মনে করা হয় । এছাড়াও অপরাজিতা গাছ বা এর ফুলের পুজো করাও শুভ হিসেবে বিবেচিত হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.