ETV Bharat / bharat

Alia Bhatt-Ranbir Kapoor: বিয়ের আড়াই মাসেই গর্ভবতী আলিয়া, শুভেচ্ছাতে 'দুষ্টুমি' বোট-ডুরেক্সের - Alia Bhatt Ranbir Kapoor

ডুরেক্স এবং বোট শুভেচ্ছাবার্তা জানিয়েছে টিনসেল টাউনের পাওয়ার কাপলকে । নেটদুনিয়া বলছে, শুভেচ্ছাবার্তা 'জ্যাঠামি'ই করেছে দুই জনপ্রিয় সংস্থা । কিন্তু একটু অন্যভাবে, তাতে ভরপুর (Durex Boat congratulate Alia Bhatt-Ranbir Kapoor) ।

Durex Boat congratulate Alia-Ranbir
শুভেচ্ছাতে 'দুষ্টুমি' বোট-ডুরেক্সের
author img

By

Published : Jun 27, 2022, 8:02 PM IST

মুম্বই, 27 জুন : সোমবার সকাল সকাল অনুরাগীদের সুখবর শুনিয়েছেন 'রণলিয়া' ৷ কাপুর পরিবারে আসছে নয়া সদস্য ৷ মা হতে চলেছেন অভিনেত্রী আলিয়া ভাট । তারপর থেকে শুভেচ্ছায় ভাসছেন জুটিতে ৷ 'কোন উপায়ে' বিয়ের আড়াই মাসের মধ্যেই এই কাণ্ড ঘটালেন তাঁরা, তা নিয়ে গবেষণাও শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায় (Durex Boat congratulate Alia Bhatt-Ranbir Kapoor) ।

তারমধ্যেই শুভেচ্ছা ভেসে এসেছে দুই নামজাদা সংস্থার তরফ থেকে । কন্ডোম প্রস্তুতকারক সংস্থা ডুরেক্স এবং ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারক সংস্থা বোট শুভেচ্ছাবার্তা জানিয়েছে টিনসেল টাউনের পাওয়ার কাপলকে । যদিও, দুই বার্তাতেই কার্যত 'খোঁচা' মেরেছে দুই সংস্থা । দুই শুভেচ্ছাবার্তাই 'দুষ্টুমি'তে ভরপুর ।

শুভেচ্ছাবার্তায় রণবীরেরই 'ইয়ে দিল হ্যায় মুশকিল' সিনেমার জনপ্রিয় গানের লাইন ধার করেছে ডুরেক্স । জনপ্রিয় লাইন খানিক বদলে করে দেওয়া হয়েছে, 'মেহফিল মে তেরি, হাম তো ক্লিয়ারলি নেহি থে' । স্বাভাবিকভাবেই এহেন বুদ্ধিদীপ্ত খোঁচায় মন মজেছে নেটদুনিয়ায় ।

  • Renaming Fast Charging to ‘Bhatt’ Charging⚡#AliaBhatt

    — boAt (@RockWithboAt) June 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : নেটপাড়ায় মা হওয়ার খবর দিয়েছেন আলিয়া... জানতেন না নীতু ?

অন্যদিকে, বোটের বার্তাতেও পরতে পরতে রয়েছে দুষ্টুমির হালকা ছোঁয়া । ফাস্ট চার্জারের নাম বদলে 'ভাট চার্জার' করে দেওয়ার প্রস্তাব দিয়েছে সংস্থা । নেটদুনিয়া বলছে, শুভেচ্ছাবার্তা 'জ্যাঠামি'ই করেছে দুই জনপ্রিয় সংস্থা । কিন্তু একটু অন্যভাবে । সোমবার সকালে যেভাবে বোমা ফাটিয়েছিলেন আলিয়া, বিকেলেও সেভাবেই হাস্যরসের জোগান দিল ডুরেক্স,বোট ।

মুম্বই, 27 জুন : সোমবার সকাল সকাল অনুরাগীদের সুখবর শুনিয়েছেন 'রণলিয়া' ৷ কাপুর পরিবারে আসছে নয়া সদস্য ৷ মা হতে চলেছেন অভিনেত্রী আলিয়া ভাট । তারপর থেকে শুভেচ্ছায় ভাসছেন জুটিতে ৷ 'কোন উপায়ে' বিয়ের আড়াই মাসের মধ্যেই এই কাণ্ড ঘটালেন তাঁরা, তা নিয়ে গবেষণাও শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায় (Durex Boat congratulate Alia Bhatt-Ranbir Kapoor) ।

তারমধ্যেই শুভেচ্ছা ভেসে এসেছে দুই নামজাদা সংস্থার তরফ থেকে । কন্ডোম প্রস্তুতকারক সংস্থা ডুরেক্স এবং ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারক সংস্থা বোট শুভেচ্ছাবার্তা জানিয়েছে টিনসেল টাউনের পাওয়ার কাপলকে । যদিও, দুই বার্তাতেই কার্যত 'খোঁচা' মেরেছে দুই সংস্থা । দুই শুভেচ্ছাবার্তাই 'দুষ্টুমি'তে ভরপুর ।

শুভেচ্ছাবার্তায় রণবীরেরই 'ইয়ে দিল হ্যায় মুশকিল' সিনেমার জনপ্রিয় গানের লাইন ধার করেছে ডুরেক্স । জনপ্রিয় লাইন খানিক বদলে করে দেওয়া হয়েছে, 'মেহফিল মে তেরি, হাম তো ক্লিয়ারলি নেহি থে' । স্বাভাবিকভাবেই এহেন বুদ্ধিদীপ্ত খোঁচায় মন মজেছে নেটদুনিয়ায় ।

  • Renaming Fast Charging to ‘Bhatt’ Charging⚡#AliaBhatt

    — boAt (@RockWithboAt) June 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : নেটপাড়ায় মা হওয়ার খবর দিয়েছেন আলিয়া... জানতেন না নীতু ?

অন্যদিকে, বোটের বার্তাতেও পরতে পরতে রয়েছে দুষ্টুমির হালকা ছোঁয়া । ফাস্ট চার্জারের নাম বদলে 'ভাট চার্জার' করে দেওয়ার প্রস্তাব দিয়েছে সংস্থা । নেটদুনিয়া বলছে, শুভেচ্ছাবার্তা 'জ্যাঠামি'ই করেছে দুই জনপ্রিয় সংস্থা । কিন্তু একটু অন্যভাবে । সোমবার সকালে যেভাবে বোমা ফাটিয়েছিলেন আলিয়া, বিকেলেও সেভাবেই হাস্যরসের জোগান দিল ডুরেক্স,বোট ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.