ETV Bharat / bharat

Indigo Flight Bomb Threat আত্মীয়রা দুবাই যাচ্ছিলেন, তাঁদের আটকাতে বিমানে বোমা রাখার ভুয়ো হুমকি

শনিবার সকালে 180 জন যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির ৷ কিন্তু তার আগেই ফোন এল, বোমা বিস্ফোরণে উড়ে যেতে পারে ওই বিমান (Dubai bound flight receives bomb threat call) ৷

author img

By

Published : Aug 27, 2022, 10:55 AM IST

Updated : Aug 27, 2022, 2:40 PM IST

Flight Bomb Threat Call
ইন্ডিগো বিমানে বোমাতঙ্গ

চেন্নাই, 27 অগস্ট: বোমাতঙ্ক দুবাইগামী বিমানে ৷ শনিবার সকাল 6.15 মিনিট নাগাদ বিমান বোমা রাখা আছে বলে একটি ফোন পায় বেসরকারি বিমান কর্তৃপক্ষ ৷ শনিবার সকাল 7.20 মিনিট নাগাদ 180 জন যাত্রী নিয়ে দুবাইয়ে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির, জানিয়েছেন আধিকারিকরা ৷ স্বভাবতই আতঙ্ক ছড়ায় ৷ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বোম্ব স্কোয়াড ৷ তল্লাশি চালানো হয় ইন্ডিগোর দুবাইগামী বিমানটিতে ৷ কিন্তু কোনও বিস্ফোরক জাতীয় পদার্থ পাওয়া যায়নি ৷ পরে জানা যায়, ওই ফোনটি ভুয়ো ছিল ৷ এক ব্যক্তি চাননি তাঁর আত্মীয়রা দুবাইয়ে যান ৷ তাই এই পথ বেছে নিয়েছিলেন ওই ব্যক্তি ৷

এই ঘটনার পর বিমানে জোরদার তল্লাশি চালানো হয়, কোথাও কোনও বিস্ফোরক পদার্থ রাখা আছে কি না ৷ অজ্ঞাতপরিচয় একটি নম্বর থেকে পুলিশ কন্ট্রোল রুমে ফোন আসে ৷ এরপরই পুলিশ-প্রশাসন কড়া নজরদারি চালাতে শুরু করে ৷ নিরাপত্তা এজেন্সি ইন্ডিগোর বিমানের ভিতরে তল্লাশি চালায় (Dubai bound Indigo Flight gets bomb threat call) ৷

আরও পড়ুন: সঙ্গে বোমা আছে ! যাত্রীর দাবিতে পটনায় ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ

সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি নেশাগ্রস্ত ৷ তিনি তাঁর পরিবারের সদস্যকে দুবাই যাওয়া থেকে আটকাতে চাইছিলেন ৷ তাই শনিবার ভোর ভোর বিমান ছাড়ার প্রায় এক ঘণ্টা আগে বোম রাখার ভুয়ো খবর দিয়ে ফোন করেন ৷ তল্লাশি চালানোর পরেও কোথাও কিছু বিস্ফোরক পাওয়া যায়নি ৷ এরপর ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির সন্ধান শুরু করে পুলিশ ৷ সঙ্গে সঙ্গে তাঁর খোঁজ পাওয়া যায় ৷ তিনি তাঁর আত্মীয়দের দেশ ছাড়ায় খুশি ছিলেন না ৷ পুলিশ তাঁকে ধরে ফেলে ৷ সকাল 7.20 মিনিটে না ছাড়লেও পরে বিমানটি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গিয়েছে ৷

চেন্নাই, 27 অগস্ট: বোমাতঙ্ক দুবাইগামী বিমানে ৷ শনিবার সকাল 6.15 মিনিট নাগাদ বিমান বোমা রাখা আছে বলে একটি ফোন পায় বেসরকারি বিমান কর্তৃপক্ষ ৷ শনিবার সকাল 7.20 মিনিট নাগাদ 180 জন যাত্রী নিয়ে দুবাইয়ে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির, জানিয়েছেন আধিকারিকরা ৷ স্বভাবতই আতঙ্ক ছড়ায় ৷ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বোম্ব স্কোয়াড ৷ তল্লাশি চালানো হয় ইন্ডিগোর দুবাইগামী বিমানটিতে ৷ কিন্তু কোনও বিস্ফোরক জাতীয় পদার্থ পাওয়া যায়নি ৷ পরে জানা যায়, ওই ফোনটি ভুয়ো ছিল ৷ এক ব্যক্তি চাননি তাঁর আত্মীয়রা দুবাইয়ে যান ৷ তাই এই পথ বেছে নিয়েছিলেন ওই ব্যক্তি ৷

এই ঘটনার পর বিমানে জোরদার তল্লাশি চালানো হয়, কোথাও কোনও বিস্ফোরক পদার্থ রাখা আছে কি না ৷ অজ্ঞাতপরিচয় একটি নম্বর থেকে পুলিশ কন্ট্রোল রুমে ফোন আসে ৷ এরপরই পুলিশ-প্রশাসন কড়া নজরদারি চালাতে শুরু করে ৷ নিরাপত্তা এজেন্সি ইন্ডিগোর বিমানের ভিতরে তল্লাশি চালায় (Dubai bound Indigo Flight gets bomb threat call) ৷

আরও পড়ুন: সঙ্গে বোমা আছে ! যাত্রীর দাবিতে পটনায় ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ

সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি নেশাগ্রস্ত ৷ তিনি তাঁর পরিবারের সদস্যকে দুবাই যাওয়া থেকে আটকাতে চাইছিলেন ৷ তাই শনিবার ভোর ভোর বিমান ছাড়ার প্রায় এক ঘণ্টা আগে বোম রাখার ভুয়ো খবর দিয়ে ফোন করেন ৷ তল্লাশি চালানোর পরেও কোথাও কিছু বিস্ফোরক পাওয়া যায়নি ৷ এরপর ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির সন্ধান শুরু করে পুলিশ ৷ সঙ্গে সঙ্গে তাঁর খোঁজ পাওয়া যায় ৷ তিনি তাঁর আত্মীয়দের দেশ ছাড়ায় খুশি ছিলেন না ৷ পুলিশ তাঁকে ধরে ফেলে ৷ সকাল 7.20 মিনিটে না ছাড়লেও পরে বিমানটি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গিয়েছে ৷

Last Updated : Aug 27, 2022, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.