ETV Bharat / bharat

Heroin Seized in Punjab: প্রায় 2 কেজি মাদক-সহ পঞ্জাবে ধৃত দুই মাদক পাচারকারী - হেরোইন উদ্ধার

2 কেজি হেরোইন-সহ দুই মাদক পাচারকারীকে রবিবার গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ ৷ এর আগে 1 নভেম্বরও এই রাজ্যে প্রায় 3 কেজি মাদক বাজেয়াপ্ত হয় ৷

ETV Bharat
পঞ্জাবে ধৃত মাদক পাচারকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 10:29 PM IST

তরন তারন (পঞ্জাব), 5 নভেম্বর: পঞ্জাবের তরন তারন এলাকা থেকে রবিবার দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে সেই রাজ্যের পুলিশ ৷ এদিন মাদক কারবারের সঙ্গে যুক্ত এক দলকে প্রায় 40 কিলোমিটার ধাওয়া করে ভারত-পাক সীমান্তের কাছে ওই দুষ্কৃতীদের আটকায় পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয় প্রায় 2 কিলোগ্রাম হেরোইন ৷ গ্রেফতার করা হয় 2 জনকে ৷ পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব এদিন এই খবর জানিয়ে একটি পোস্ট করেন সোশাল মিডিয়া এক্সে ৷

পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, বড় সাফল্য পেয়েছে তরন তারন এলাকার পুলিশ ৷ ভারত-পাক সীমান্ত পর্যন্ত প্রায় 40 কিমি ধাওয়া করার পর 2 কুখ্যাত পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাজেয়াপ্ত হয়েছে 2 কেজি হেরোইন ৷ ধৃত দুই মাদক পাচারকারীর মধ্যে একজনের পায়ে চোট লেগেছে বলেও জানিয়েছে পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু হয়েছে ও এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ পঞ্জাব পুলিশের ডিজিপি জানিয়েছেন, এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

  • In a major breakthrough, @TarnTaranPolice arrested 2 notorious smugglers after a chase of 40 Kms on Indo-Pak border and recovered 2 Kg Heroin

    During the chase 1 smuggler arrested after a brief encounter in which he got his leg injured (1/2) pic.twitter.com/BJDD45qoFI

    — DGP Punjab Police (@DGPPunjabPolice) November 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দফায় দফায় এনসিবি অভিযান মুম্বইয়ে, 135 কোটি টাকার মাদক-সহ গ্রেফতার 9 পাচারকারী

কয়েকদিন আগেই, 1 নভেম্বর বিএসএফ ও পঞ্জাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে অমৃতসর থেকে 3 প্যাকেট হেরোইন বাজেয়াপ্ত করে ৷ রাজাতাল গ্রামের একটি ক্ষেত থেকে ওই মাদক ছাড়াও একটি ড্রোনও উদ্ধার করা হয় ৷ 3 কেজি 242 গ্রাম ওজনের হেরোইন উদ্ধার হয় সেদিন ৷ অনুমান করা হচ্ছে, সীমান্তবর্তী এই রাজ্যে মাদক পাচারের জন্য ড্রোনের ব্যবহার করছে মাদক কারবারীরা ৷ তাই বেড়েছে পুলিশ ও সীমান্তরক্ষা বাহিনীর নজরদারিও ৷ এর আগে, অগস্ট মাসে তরন তারন কাসাবা পট্টি এলাকার কৈরন গ্রামে পুলিশের এনকাউন্টারে এক মাদক পাচারকারীর মৃত্যু হয় ও একজন ধরা পড়ে ৷

তরন তারন (পঞ্জাব), 5 নভেম্বর: পঞ্জাবের তরন তারন এলাকা থেকে রবিবার দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে সেই রাজ্যের পুলিশ ৷ এদিন মাদক কারবারের সঙ্গে যুক্ত এক দলকে প্রায় 40 কিলোমিটার ধাওয়া করে ভারত-পাক সীমান্তের কাছে ওই দুষ্কৃতীদের আটকায় পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয় প্রায় 2 কিলোগ্রাম হেরোইন ৷ গ্রেফতার করা হয় 2 জনকে ৷ পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব এদিন এই খবর জানিয়ে একটি পোস্ট করেন সোশাল মিডিয়া এক্সে ৷

পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, বড় সাফল্য পেয়েছে তরন তারন এলাকার পুলিশ ৷ ভারত-পাক সীমান্ত পর্যন্ত প্রায় 40 কিমি ধাওয়া করার পর 2 কুখ্যাত পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাজেয়াপ্ত হয়েছে 2 কেজি হেরোইন ৷ ধৃত দুই মাদক পাচারকারীর মধ্যে একজনের পায়ে চোট লেগেছে বলেও জানিয়েছে পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু হয়েছে ও এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ পঞ্জাব পুলিশের ডিজিপি জানিয়েছেন, এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

  • In a major breakthrough, @TarnTaranPolice arrested 2 notorious smugglers after a chase of 40 Kms on Indo-Pak border and recovered 2 Kg Heroin

    During the chase 1 smuggler arrested after a brief encounter in which he got his leg injured (1/2) pic.twitter.com/BJDD45qoFI

    — DGP Punjab Police (@DGPPunjabPolice) November 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দফায় দফায় এনসিবি অভিযান মুম্বইয়ে, 135 কোটি টাকার মাদক-সহ গ্রেফতার 9 পাচারকারী

কয়েকদিন আগেই, 1 নভেম্বর বিএসএফ ও পঞ্জাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে অমৃতসর থেকে 3 প্যাকেট হেরোইন বাজেয়াপ্ত করে ৷ রাজাতাল গ্রামের একটি ক্ষেত থেকে ওই মাদক ছাড়াও একটি ড্রোনও উদ্ধার করা হয় ৷ 3 কেজি 242 গ্রাম ওজনের হেরোইন উদ্ধার হয় সেদিন ৷ অনুমান করা হচ্ছে, সীমান্তবর্তী এই রাজ্যে মাদক পাচারের জন্য ড্রোনের ব্যবহার করছে মাদক কারবারীরা ৷ তাই বেড়েছে পুলিশ ও সীমান্তরক্ষা বাহিনীর নজরদারিও ৷ এর আগে, অগস্ট মাসে তরন তারন কাসাবা পট্টি এলাকার কৈরন গ্রামে পুলিশের এনকাউন্টারে এক মাদক পাচারকারীর মৃত্যু হয় ও একজন ধরা পড়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.